এসএসসি এবং এইচএসসির মতো বোর্ড পরীক্ষায় রোল এবং রেজিস্ট্রেশন সঠিকটা লিখা এবং OMR শীটে বৃত্ত ভরাট করা গুরুত্বপূর্ণ। রোল বা রেজিস্ট্রেশন লিখতে গিয়ে ভুল করে ফেললে শিক্ষার্থীরা দুশ্চিন্তায় দিন কাটায় রেজাল্ট প্রকাশের দিন পর্যন্ত। ভুল লিখলে কি রেজাল্ট আসবে না কি আসবে না- এই চিন্তায় কাটে তাদের মাসের পর মাস দিন এবং রাত। তাহলে ভুল লিখে ফেললে করণীয় কী?
যখনই তুমি বুঝতে পারছো যে তুমি ভুল লিখেছো বা ভুল বৃত্ত ভরাট করেছো, তখনই গার্ডে থাকা শিক্ষককে ডাকতে হবে। স্যারকে বলবে যে তুমি ভুলে ভুল লিখে ফেলেছো বা ভুল বৃত্ত ভরাট করে ফেলেছো। স্যারই তোমাকে নির্দেশনা দিবে যে এরপর কী করতে হবে।
তুমি হয়তো আশা করবে তোমাকে অন্য একটি খাতা দেয়া হোক। তবে এটি পাওয়া সম্ভব না, যদিও কেউ কেউ দিতে পারে কেন্দ্রে অনুপস্থিত বেশি থাকলে, তবে নিয়ম হচ্ছে পরীক্ষা কেন্দ্রের যে কক্ষে যতজন শিক্ষার্থী পরীক্ষা দিবে, ঠিক ততটিই খাতা কেন্দ্রে থাকা। তাই তুমি ভুল করে ফেললেও তোমাকে নতুন খাতা দেয়ার সুযোগ নেই। তাহলে কী করা যেতে পারে?
স্যারই তোমাকে জানাবে কী করতে হবে। সাধারণত যা করতে হয়,
- ভুলটা বাদ দিয়ে সঠিকটা কীভাবে লিখতে হবে তা স্যার তোমাকে জানাবেন।
- ভুল যারা করেছে তাদের রোল - রেজিস্ট্রেশন আলাদাভাবে লিখে নিবেন শিক্ষক।
ব্যাস তুমি বাকি সময় দুশ্চিন্তা করা বাদ দিয়ে ভালোভাবে পরীক্ষা দাও।
যদি তুমি পরীক্ষার সময় জানতে না পারো যে ভুল লিখেছো তাহলে? তাহলে শিক্ষকতো খাতা সাইং করবেন চেক করে, তখন জানা যাবে।
যদি তাও জানা না যায়, তাহলে পরীক্ষা শেষে খাতা জমা নিয়েও স্যাররা খাতা মিলিয়ে দেখে, অফিসে নিয়ে বা ক্লাসেই। সেখানেও যদি তোমার খাতায় ভুল রোল থাকে কিন্তু উপস্থিতিতে তুমি আছো, তাহলেও তারা ব্যবস্থা নিয়ে থাকেন সাধারণত। সিস্টেম কখনোই চায় না তুমি এই ভুলের কারণে এক বছর নষ্ট করে বসে থাকো।
এই বিষয়ে মনের মধ্যে আরও প্রশ্ন থাকলে দেখতে পারো Quora তে কে কী বলেছেন। তা দেখতে ক্লিক করো "রোল ভুল লিখলে..." লেখার ওপর।