এইচএসসি (HSC) পরীক্ষা ২০২৫ এর সময়সূচী বা রুটিন প্রকাশিত হয়েছে। নতুন বাংলাদেশের প্রথম এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার। প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র। ৩ বিভাগের জন্যই প্রথম পরীক্ষা এটি। এই পরীক্ষার রুটিনের পিডিএফ NCTB প্রকাশ করেছে। PDF Download করতে চলে যান নিচের দিকে।
HSC Routine 2025 সকল বোর্ড
সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা নিচের রুটিন অনুযায়ী হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞান বিভাগের আলাদাভাবে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার সময়সূচী আলাদাভাবে দেয়া হলো এখানে। অন্যান্যগুলোও প্রয়োজনভেদে দেয়া হতে পারে।
বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন এইচএসসি ২০২৫
- পদার্থবিজ্ঞান প্রথম পত্র - ১০ জুলাই ২০২৫
- পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র - ১৩ জুলাই ২০২৫
- রসায়ন প্রথম পত্র - ২০ জুলাই ২০২৫
- রসায়ন দ্বিতীয় পত্র - ২২ জুলাই ২০২৫
- জীববিজ্ঞান প্রথম পত্র - ২৮ জুলাই ২০২৫
- জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - ৩০ জুলাই ২০২৫
- উচ্চতর গণিত প্রথম পত্র - ৪ আগস্ট ২০২৫
- উচ্চতর গণিত দ্বিতীয় পত্র - ৬ আগস্ট ২০২৫
PDF Download (HSC Routine 2025)
এইচএসসি ২০২৫ পরীক্ষার রুটিনের পিডিএফ ডাউনলোড করতে Download HSC Routine 2025 PDF এ ক্লিক করুন।
এছাড়া NCTB এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে।
HSC ব্যবহারিক বা Practical পরীক্ষার রুটিন
১১ আগস্ট ২০২৫ থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত সময়সূচী শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার থেকে জেনে নিবে (মূলত তারাই জানিয়ে দেবে পরীক্ষা চলাকালীন সময়েই আশা করা যায়।)
পরীক্ষার সময় কী কী করতে হবে এবং কী কী নিয়ম মেনে চলতে হবে?
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহন করতে হবে।
- প্রথমে এমসিকিউ এবং পরে সৃজনশীল পরীক্ষা হবে।
- ৩০ নম্বরের এমসিকিউয়ের জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য ২ ঘন্টা ৩০ মিনিট সময় দেয়া হবে।
- এমসিকিউ এবং সৃজনশীল পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না।
- পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে নিজ নিজ কলেজ থেকে।
- উত্তরপত্রে ঠিকভাবে রোল নম্বন, রেজিস্ট্রেশন নম্বন, বিষয় কোড ইত্যাদি ঠিকভাবে লিখতে হবে ইত্যাদি।