প্রতিদান কবিতার MCQ প্রশ্ন উত্তরসহ (HSC, একাদশ-দ্বাদশ শ্রেণি)

 

প্রতিদান-কবিতার-বহুনির্বাচনী-প্রশ্ন_উত্তর

1. কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মারা যান?
   ক. ১৯৮২
   খ. ১৯৭৬
   গ. ১৯৭৮
   ঘ. ১৯৮১

উত্তর: ১৯৭৬

2. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোথায় অবস্থিত?
   ক. কলকাতায়
   খ. ঢাকায়
   গ. রাজশাহীতে
   ঘ. দিল্লিতে

উত্তর: কলকাতায়

3. কবি কাকে আপন করতে কেঁদে  কেঁদে বেড়ান?
   ক. যে তাঁকে পর করেছে
   খ. যে তাকে আপন করেছে
   গ. যে তাঁকে ভালোবেসেছে
   ঘ. যে তাঁকে আশ্রয় দিয়েছে

উত্তর: যে তাকে পর করেছে

4. পল্লিকবি জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
   ক. রাজশাহী
   খ. কলকাতা
   গ. ফরিদপুর
   ঘ. ঢাকা

উত্তর: ঢাকায়

5. জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের কত তারিখে মারা যান?
   ক. ১৩ই মার্চ
   খ. ১৪ই মার্চ
   গ. ১৫ই জুন
   ঘ. ১৬ই জুন

উত্তর:  ১৪ই মার্চ

6. রুমানের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে। রুমানের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য কোথায়?
   ক. পরার্থে আত্মনিবেদনে
   খ. করুণায়
   গ. প্রীতিময় সম্পর্কে
   ঘ. প্রতিশোধে

উত্তর:  পরার্থে আত্মনিবেদনে

7. নিজের ঘর ভাঙার প্রতিদানে প্রতিদান কবিতার কবি কী বেঁধে দিতে চান?
   ক. কূল
   খ. ঘর
   গ. বাড়ি
   ঘ. প্রাসাদ

উত্তর: ঘর

8. কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?
   ক. প্রতিদান পাওয়ার জন্য
   খ. সুন্দর পৃথিবী নির্মাণের মানসে
   গ. নিজের অভ্যাসের কারণে
   ঘ. অর্থলাভের বাসনায়

উত্তর: সুন্দর পৃথিবী নির্মানের মানসে

9. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’ -এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
   ক. আত্মঅহংকার
   খ. ক্ষমাশীলতা
   গ. লোভ
   ঘ. আত্মগ্লানি

উত্তর: ক্ষমাশীলতা

10. জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?
    ক. কলিকাতা বিশ্ববিদ্যালয়
    খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
    গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
    ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

উত্তর:  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


11. কবি কেঁদে বেড়ান কেন?
   ক. আপন জনের জন্য
   খ. ব্যর্থ হয়েছে বলে
   গ. পরকে আপন করতে
   ঘ. বাড়ি ভেঙে যাওয়ায়

উত্তর: পরকে আপন করতে

12. ‘প্রতিদান’ কবিতায় কবি অন্যের কী কী বেঁধে দিতে চেয়েছেন?
   ক. কূল ও নৌকা
   খ. ঘর ও বাড়ি
   গ. বাগান ও কূপ
   ঘ. ঘর ও কূল

উত্তর:  ঘর ও কূল

13. সায়েম অন্যায়ভাবে গ্রামছাড়া হলেও গ্রামের কারো বিপদে সে-ই সবার আগে সাহায্যের হাত বাড়ায়। সায়েমের মধ্যে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
   ক. আত্মগ্লানি
   খ. আন্তরিকতা
   গ. ক্ষমাশীলতা
   ঘ. অহংকার

উত্তর:  ক্ষমাশীলতা

14. কবি তাঁর ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন?
   ক. ক্ষমাশীলতা
   খ. কৃতজ্ঞতার
   গ. প্রতিশোধপরায়ণতার
   ঘ. মহত্ত্বের

উত্তর:  মহত্বের

15. কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন?
   ক. যে কবির ঘর ভেঙেছে
   খ. যে কবির বুকে আঘাত করেছে
   গ. যে কবির বসতিতে চুরি করেছে
   ঘ. যে কবিকে পথের বিবাগী করেছে

উত্তর: যে কবিকে পথের বিবাগী করেছে

16. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’ –এ পদটি ‘প্রতিদান’ কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?
   ক. ১ বার
   খ. ৩ বার
   গ. ২ বার
   ঘ. ১৭ বার

উত্তর: ২ বার

17. কবি কেন দীঘল রজনী জেগেছেন?
   ক. মহৎ বলে
   খ. স্বার্থপর হওয়াতে
   গ. লোভী বলে
   ঘ. আত্মগ্লানিতে

উত্তর: মহৎ বলে

18. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনীটি কেমন ছিল?
   ক. জ্যোৎস্নাশোভিত
   খ. অন্ধকারাচ্ছন্ন
   গ. মেঘাচ্ছন্ন
   ঘ. দীঘল

উত্তর: দীঘল

19. ‘যে মোরে করিল পথের বিবাগী’— এ পঙক্তির পরবর্তী চরণ কী?
   ক. পথে পথে আমি ফিরি তার লাগি
   খ. পথে ঘাটে আমি ফিরি তার লাগি
   গ. পথ হতে পথে ফিরি তার লাগি
   ঘ. পথে পথে ফিরি তার লাগি

উত্তর: পথে পথে আমি ফিরি তার লাগি

20. প্রতিদান কবিতার কবি পথে পথে ফিরছেন কেন?
   ক. অনিষ্টকারীর উপকারের জন্য
   খ. প্রতিশোধ গ্রহণের জন্য
   গ. আত্মগ্লানির কারণে
   ঘ. ক্ষমা প্রার্থনার জন্য

উত্তর: অনিষ্টকারীর উপকারের জন্য

21. জসীমউদ্দীনের কবিতার প্রধান নাগরিক জীবন উপজীব্য কোনটি?
   ক. পল্লিজীবন
   খ. মধ্যবিত্ত জীবন
   গ. নাগরিক জীবন
   ঘ. শহুরে জীবন

উত্তর:  পল্লীজীবন

22. জসীমউদ্দীন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন?
   ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
   খ. কলিকাতা বিশ্ববিদ্যালয়
   গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
   ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়

23. বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায়?
   ক. মানিক বন্দ্যোপাধ্যায়
   খ. কাজি নজরুল
   গ. জসীমউদ্দীন
   ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর:  জসীমউদ্দীন


24. কে ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত?
   ক. আহসান হাবীব
   খ. সুভাষ মুখোপাধ্যায়
   গ. ফররুখ আহমেদ
   ঘ. জসীমউদ্দীন
উত্তর:  জসীমউদ্দীন

25. ‘ধানখেত’ রচনাটি কে রচনা করেছেন?
   ক. বিষ্ণু দে
   খ. আহসান হাবীব
   গ. জীবনানন্দ দাশ
   ঘ. জসীমউদ্দীন

উত্তর:  জসীমউদ্দীন


26. ‘সোজন বাদিয়ার ঘাট’ কী জাতীয় রচনা?
   ক. কাব্য
   খ. উপন্যাস
   গ. প্রবন্ধ
   ঘ. নাটক

উত্তর: কাব্য (কাবোপন্যাস)

27. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
   ক. ধানখেত
   খ. রাখালি
   গ. নকসী কাঁথার মাঠ
   ঘ. বালুচর

উত্তর: নকশী কাথার মাঠ

28. ‘কবর’ কবিতা কার সৃষ্টি?
   ক. মুনীর চৌধুরী
   খ. রফিক আজাদ
   গ. কাজী নজরুল ইসলাম
   ঘ. জসীমউদ্দীন

উত্তর:  জসীমউদ্দীন

29. জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়?
   ক. রুপাই
   খ. কবর
   গ. আসমানী
   ঘ. পল্লিজননী

উত্তর: কবর

30. কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন হয়েছিলেন?
   ক. সুকান্ত ভট্টাচার্য
   খ. জসীমউদ্দীন
   গ. জীবনানন্দ দাশ
   ঘ. নির্মলেন্দ গুণ

উত্তর: জসীমউদ্দীন

আমাদের এই ৩০টি প্রশ্ন এবং উত্তরে কোনো ভুল থেকে থাকলে তা আমাদেরকে ধরিয়ে দিয়ে সংশোধনের সু্যোগ দিন। ধন্যবাদ।

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺