সাম্যবাদী কবিতাটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। এটি আবদুল কাদির সম্পাদিত "নজরুল রচনাবলি"-এর প্রথম খণ্ড থেকে নেয়া হয়েছে যা বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। এই কবিতাটি HSC, এইচএসসি বা একাদশ-দ্বাদশ শ্রেণির সিলেবাসের অন্তর্ভূক্ত। এই কবিতাটির বহুনির্বাচনী প্রশ্ন বা MCQ তাই আমাদের অনুশীলন করা প্রয়োজন। তাই আমরা এখানে সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন নিয়ে হাজির হলাম।
সাম্যবাদী কবিতার MCQ বা বহুনির্বাচনী প্রশ্ন
১. এই কন্দরে বসে কে কোরানের গান গেয়েছেন?
ক) আরব দুলাল
খ) নগর দুলাল
গ) গৌতম বুদ্ধ
ঘ) যিশু আ.
উত্তর: ক) আরব দুলাল। [এখানে আরব দুলাল বলতে মুহাম্মাদ (সা)-কে বুঝানো হয়েছে।]
২. শাক্যমুনি কী ত্যাগ করলেন?
ক) পৃথিবী
খ) রাজ্য
গ) পরিচয়
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) রাজ্য
৩. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী?
ক) কুরআন
খ) ত্রিপিটক
গ) গীতা
ঘ) বাইবেল
উত্তর: খ) ত্রিপিটক
৪. চার্বাক মুনি একজন কী ছিলেন?
ক) দার্শনিক
খ) ধর্মগুরু
গ) নাস্তিক
ঘ) রাজনীতিবিদ
উত্তর: ক) দার্শনিক
৫. সাঁওতাল, ভীল, গারোদের কী বলা হয়ে থাকে?
ক) ছোটজাত
খ) অস্পৃশ্য
গ) বাঙালি
ঘ) ক্ষুদ্র নৃগোষ্ঠী
উত্তর: ঘ) ক্ষুদ্র নৃগোষ্ঠী
৬. বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা কী?
ক) গল্পের বই
খ) ধর্মগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) বিজ্ঞানের বই
উত্তর: খ) ধর্মগ্রন্থ
৭. কোরানের সাম গান বলতে কী বুঝানো হয়েছে?
ক) কুরআনের সাম্যের গান
খ) কুরআনের জান্নাত-জাহান্নামের বর্ণনা
গ) দুটিই
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) কুরআনের সাম্যের গান
৮. শাক্যমুনি কেন রাজ্য ত্যাগ করলেন?
ক) রাগে
খ) অনুরাগে
গ) মহাকালের ডাকে
ঘ) বেদনার ডাকে
উত্তর: বেদনার ডাকে
৯. কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে?
ক) খেলার মাঠে
খ) রাজদরবারে
গ) হৃদয়ে
ঘ) নিজ আবাসে
উত্তর: গ) হৃদয়ে
১০. আবেস্তা কাদের ধর্মগ্রন্থ?
ক) পারস্যের অগ্নিপূজারীদের
খ) হিন্দুদের
গ) চীনের বৌদ্ধদের
ঘ) মায়ানমারের বৌদ্ধদের
উত্তর: ক) পারস্যের অগ্নিপূজারীদের
১১. সাম্যবাদী কাবিতায় কোথায় তাজা ফুল ফোটে?
ক) মাঠে
খ) নদীর পারে
গ) পথে
ঘ) বাড়ির আঙিনায়
উত্তর: গ) পথে
১২. ইরানের নাগরিকদের কী বলা হয়?
ক) পার্সি
খ) ভীল
গ) গারো
ঘ) জৈন
উত্তর: ক) পার্সি
১৩. বায়তুল মোকাদ্দাস কোথায় অবস্থিত?
ক) মক্কা
খ) মদিনা
গ) সিরিয়া
ঘ) জেরুজালেম, ফিলিস্তিন
উত্তর: ঘ) জেরুজালেম, ফিলিস্তিন
১৪. জেরুজালেম কোথায় অবস্থিত?
ক) ইজরায়েল
খ) ফিলিস্তিন
গ) সৌদি আরব
ঘ) ইরান
উত্তর: খ) ফিলিস্তিন
১৫. বাইবেল কাদের ধর্মগ্রন্থ?
ক) মুসলিম
খ) হিন্দু
গ) ইহুদী
ঘ) খ্রিষ্টান
উত্তর: ঘ) খ্রিষ্টান
১৬. কনফুসিয়াস কে ছিল?
ক) চীনের বৈজ্ঞানিক
খ) চীনের দার্শনিক
গ) জার্মানির দার্শনিক
ঘ) রাশিয়ার বৈজ্ঞানিক
উত্তর: খ) চীনের দার্শনিক
১৭. সাম্য শবের অর্থ কী?
ক) শালীনতা
খ) সমতা
গ) প্রয়োগ
ঘ) বিজয়
উত্তর: খ) সমতা
১৮. চার্বাক কীসের প্রতীক?
ক) স্বাধীনতার
খ) মুক্তির
গ) আনন্দের
ঘ) নাস্তিকতার
উত্তর: ঘ) নাস্তিকতার
১৯. ঝুট শব্দের অর্থ কী?
ক) ফেলে দেয়া খাবার
খ) মিথ্যা কথা
গ) চুল
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) মিথ্যা কথা
২০. জেন্দা কী?
ক) ধর্ম
খ) ভাষা
গ) ধর্মগ্রন্থ
ঘ) দেশের নাম
উত্তর: খ) ভাষা
২১. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহন করেন?
ক) ১৮৯৯
খ) ১৯০০
গ) ১৯০৯
ঘ) ১৮৮৬
উত্তর: ক) ১৮৯৯ সালে
২২. চক্রবাক কাব্যটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ
খ) ফররুখ আহমেদ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) আল মাহমুদ
উত্তর: গ) কাজী নজরুল ইসলাম
২৩. সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯২৫ সালে
খ) ১৯২৬ সালে
গ) ১৯২৪ সালে
ঘ) ১৯১০ সালে
উত্তর: ক) ১৯২৫ সালে
২৪. সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
ক) বিষের বাঁশি
খ) অগ্নিবীণা
গ) সাম্যবাদী
ঘ) চক্রবাক
উত্তর: গ) সাম্যবাদী
২৫. সাম্যবাদী কবিতাটি কে সংকলন করেন?
ক) আবদুল কাদির
খ) মুহাম্মাদ জাফর ইকবাল
গ) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর: ক) আব্দুল কাদির
আরো পড়ুন: