ঐকতান কবিতার MCQ প্রশ্ন উত্তরসহ (HSC, একাদশ-দ্বাদশ শ্রেণি)

ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা। ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে এইটুকু ঐকতান নামে প্রকাশিত। এই কবিতাটি HSC, এইচএসসি বা একাদশ-দ্বাদশ শ্রেণির সিলেবাসের অন্তর্ভূক্ত। এই কবিতাটির বহুনির্বাচনী প্রশ্ন বা MCQ তাই আমাদের অনুশীলন করা প্রয়োজন। তাই আমরা এখানে ঐকতান কবিতার MCQ প্রশ্ন নিয়ে হাজির হলাম।

ঐকতান কবিতার MCQ প্রশ্ন ও উত্তর

ঐকতান কবিতার MCQ প্রশ্ন ও উত্তর

১.  কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?

ক) উপন্যাস

খ) ভ্রমণবৃত্তান্ত

গ) কবিতা

ঘ) খবর

উত্তর: খ) ভ্রমণবৃত্তান্ত

২. জ্ঞানের দীনতা কবি কী দিয়ে পূরণ করেন?

ক) যুদ্ধের ধন

খ) ভিক্ষার ধর

গ) পঠন

ঘ) ভ্রমণ

উত্তর: খ) ভিক্ষার ধন

৩. কবি কী কুড়িয়ে আনে?

ক) আনন্দের ভোগ

খ) চিত্রময়ী বাণী

গ) গান

ঘ) সম্পদ

উত্তর: ক) আনন্দের ভোগ

৪. কবি কোথায় বসেছে?

ক) চেয়ারে

খ) মাটিতে

গ) সমাজের উচ্চ মঞ্চে

ঘ) মঞ্চের নিচে

উত্তর: গ) সমাজের উচ্চ মঞ্চে

৫. খেতে কে হাল চালায়?

ক) কবি

খ) কবির দাদা

গ) জেলে

ঘ) চাষি

উত্তর: ঘ) চাষি

৬. কবি মাঝে মাঝে কোথায় গিয়েছে?

ক) নদীর কাছে

খ) মায়ের কাছে

গ) ও পাড়ার প্রাঙ্গনে

ঘ) ঝরনার কাছে

উত্তর: গ) ও পাড়ার প্রাঙ্গনে

৭. কবিতায় কবি কোন শ্রেণির কবিকে আহ্বান করেছে?

ক) উচ্চবিত্ত

খ) মধ্যবিত্ত

গ) অখ্যাতজনের

ঘ) অজ্ঞাতজনের

উত্তর: গ) অখ্যাতজনের

৮. কবি প্রাণহীন বলেছে কাকে?

ক) এদেশকে

খ) এদেশের মাটিকে

গ) বিদেশকে

ঘ) এদেশের নিম্নবিত্তকে

উত্তর: ক) এদেশকে

৯. জাল ফেলা কার কাজ?

ক) কবির

খ) জেলের

গ) ছোট শিশুর

ঘ) নৌকা চালকের

উত্তর: খ) জেলের

১০. 'সংকীর্ণ বাতায়ন' বলতে কী বুঝিয়েছে?

ক) ছোট বাতাস

খ) ছোট মন

গ) জনবিচ্ছিন্নতা

ঘ) ছোট ঘর

উত্তর: গ) জনবিচ্ছিন্নতা

১১. নতশির স্তব্ধ যারা তার কার সম্মুখে?

ক) মানুষের

খ) বিশ্বের

গ) মায়ের

ঘ) দেশের

উত্তর: খ) বিশ্বের

১২. কবি কেন সর্বত্রগামী হতে পারেনি?

ক) শ্রেণিভেদে সীমাবদ্ধতা বা মর্যাদার অহংকার

খ) যাতায়াত সমস্যা

গ) মানুষের নিষ্ঠুরতা

ঘ) কোনোটিই নয়

১৩. কবির মন এই বিশাল পৃথিবীর কোথায় অবস্থান করে?

ক) এক কোণে

খ) নিজ দেশের সর্বত্র

গ) সমস্ত দুনিয়ায়

ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) এক কোণে

১৪. কবি কীভাবে নিজের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে?

ক) ভ্রমণ করে

খ) নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে

গ) অন্যের রচনা মুখস্ত করে

ঘ) রাজনীতিবীদদের থেকে

উত্তর: খ) নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে।

১৫. চিত্রময়ী বর্ণনা বলতে কী বুঝায়?

ক) সুন্দর বর্ণনা

খ) ছবির বর্ণনা

গ) চিত্রের মাধ্যমে বর্ণণা

ঘ) চারু ও কারু কলার বর্ণনা

উত্তর: ক) সুন্দর বর্ণনা

১৬. কবির কোথায় বহুতর ডাক পৌছায়নি?

ক) সুরের ক্ষেত্রে

খ) হৃদয়ে

গ) আত্মায়

ঘ) দেশে

উত্তর: ক) সুরের ক্ষেত্রে

১৭. 'লাভ করি আনন্দের ভোগ'- এখানে ভোগ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) খাওয়া

খ) অন্যায় কাজ করা

গ) উপভোগ করা

ঘ) উপহার পাওয়া

উত্তর: গ) উপভোগ করা

১৮. ঐকতান কবিতায় কত মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে?

ক) ৩ ও ৪

খ) ৪ ও ৫

গ) ৬ ও ৭

ঘ) ৭ ও ৮

উত্তর: ক) ৩ ও ৪

১৯. ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?

ক) উহু ছোটাচ্চু

খ) জন্মদিনে

গ) অগ্নীবীণা

ঘ) গীতাঞ্জলি

উত্তর: খ) জন্মদিনে

২০. ঐকতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের কত তম কবিতা?

ক) ৮

খ) ৯

গ) ১০

ঘ) ১১

উত্তর: গ) ১০ম

২১. ঐকতার শব্দের অর্থ কী?

ক) বিচ্ছিন্নতা

খ) একতারা

গ) একতার সম্মিলিত সুর

ঘ) কবির নিজ চিন্তার কোনো গ্রহ

উত্তর: গ) একতার সম্মিলিত সুর

২২. ঐকতান কবিতাটি কী ধরনের কবিতা?

ক) দেশপ্রেম

খ) আত্ম-সমালোচনা

গ) বিদ্রোহী

ঘ) অন্যের সমালোচনা

উত্তর: খ) আত্ম-সমালোচনা

২৩. ঐকতান কবিতায় বিপুলা শব্দ দ্বারা কী বুঝানো হয়েছে?

ক) পৃথিবী

খ) চাঁদ

গ) সূর্য

ঘ) রাজার ভাণ্ডার

উত্তর: ক) পৃথিবী

২৪. মুক শব্দের অর্থ কী?

ক) কালা

খ) অন্ধ

গ) বোবা

ঘ) মৃত

উত্তর: গ) বোবা

২৫. সুদূরের মহাপ্রাণ কে?

ক) মহাদেশ

খ) মহাসাগর

গ) প্রচণ্ড নির্ঝর

ঘ) কবির হৃদয়

উত্তর: গ) প্রচণ্ড নির্ঝর

আরো পড়ুন:

 [আমাদের উত্তরগুলোর মধ্যে কোনো ভুল থেকে থাকলে আমাদেরকে জানান, আমরা তা সংশোধন করে নেব।]

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺