জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত নবম শ্রেণির নতুন যেই কারিকুলাম চালু হয়েছে ২০২৪ সাল থেকে, সেই কারিকুলামের "ডিজিটাল প্রযুক্তি" বইয়ের বাংলা এবং ইংরেজি ভার্সনের ডাউনলোড লিংক এই ব্লগে দেয়া হচ্ছে। আমাদের ব্লগে প্রাক-প্রাথমিক/শিশু শ্রেণি থেকে শুরু করে অনেক শ্রেণিরই বইয়ের পিডিএফ লিংক পাবেন। ঘুরে দেখতে পারুন আমাদের সাইটটি।
নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বা Digital Technology for Class Nine New Curriculum বইটি রচনা এবং সম্পাদনা করেছেন ড. এম তারিক আহসান, ড. লফিফা জামাল, ড. বি এম মইনুল হোসেন, ইফফাত নাওমী, মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, আফিয়া সুলতানা প্রমুখ
নবম শ্রেণির নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তি বইতে মোট অধ্যায় আছে ৬টি। এগুল হলো:
- ডিজিটাল আগামীর প্রস্তুতি
- সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি
- নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা
- সমস্যা সমাধানে প্রোগ্রামিং
- চলো নেটওয়ার্ক বানাই
- ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য
ডাউনলোড লিংক
- এই বইটির বাংলা ভার্সন ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
- এই একই বইয়ের ইংরেজি ভার্সন ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
আমাদের
লেখাগুলো সবার আগে পেতে আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুকে। আমাদের ইউটিউব
চ্যানেলও ঘুরে দেখতে পারেন। আমাদেরকে কোনো প্রশ্ন করার থাকলে করতে পারেন
ফেসবুক পেজে কিংবা মেইলে। সবই পেয়ে যাবেন আমাদের সাইটের
একেবারে নিচে (ফুটারে)। পাঠগৃহের সাথে থাকায় ধন্যবাদ।