নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বা Digital Technology for Class Nine এর বইয়ের "সমস্যা সমাধানে প্রোগ্রামিং" অধ্যায়ে বা ১২৪ পৃষ্ঠাতে ২টি প্রোগ্রামের কোড দেয়া আছে। এর আউটপুট কী হবে তা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা একে একে দুটি প্রোগ্রামের আউটপুট লিখে ফেলি।
প্রথম প্রোগ্রাম
প্রথম প্রোগ্রাম হিসেবে বইতে দেয়া আছে নিচের কোডটি:
running_time = 40 if running_time >= 60: print('Great! Have a healthy routine like this everyday') elif running_time >= 40: print('Good job! Keep running everyday') else: print('You need to run more everyday!')
এই কোডটিকে যদি Run করা হয়, তাহলে Output কী হবে?
আমরা দেখতে পাচ্ছি এখানে এমন একটি কোড করা হয়েছে যেখানে Running Time এর উপর ভিত্তি করে তিনটি লজিক তৈরি করা হয়েছে।
- যদি running_time 60 এর সমান বা তার থেকে বেশি হয় তাহলে স্ক্রিনে দেখাবে, "Great! Have a healthy routine like this everyday"
- যদি তা 40 এর সমান বা তার বেশি হয় তাহলে দেখাবে "Good Job! Keep running everyday"
- আর অন্য যেকোনো ক্ষেত্রে, অর্থাৎ 40 এর কম দেখাবে "You need to run more everyday!"
এখানে আমরা একদম প্রথম লাইনে দেখতে পাচ্ছি Running Time দেয়া আছে 40। তাহলে স্ক্রিনে কী দেখাবে আমরা বুঝে গেছি অলরেডি। তাহলে আউটপুটটা দেখাবে নিচের মতো:
Good job! Keep running everyday
দ্বিতীয় প্রোগ্রাম
দ্বিতীয় প্রোগ্রামটি ছিলো:
1 2 3 4 5 6 7 | today_temperature = 15 if today_temperature >= 30: print('It is very hot today!') elif today_temperature >= 20: print('Temperature is tolerable today') else: print('It is very cold today!') |
এই কোডটি রান করলে আউটপুট কী দেখাবে তা আমরা সহজেই বুঝতে পারছি কোড দেখেই। এর আউটপুটটি হবে:
1 | It is very cold today! |
তাহলে খুব সহজেই আমরা আউটপুট পেয়ে গেলাম। তোমরা চাইলে এগুলো নিজেদের ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে করে আউটপুট দেখে নিতে পারো। সেজন্য কী করতে হবে তার জন্য পড়ুন: "Windows এ Command Prompt (cmd) ব্যবহার করে Python রান করা"।
যাদের কম্পিউটার নেই তারা নিজেদের স্মার্ট মোবাইল ফোন দিয়েও করে ফেলতে পারবে। তার নিয়ম জানতে পড়ুন: "মোবাইল ফোনে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করব কীভাবে?"
এছাড়াও কোনো এপ ইন্সটল করা ছাড়াই অনলাইনে Python Languange Practice করা যায়। এসব জানতে পড়তে পারেন আমাদের "Let's Do Python" সিরিজের প্রথমদিকের পর্বগুলো।