টন এবং কেজি পরিমাপের দুটি গুরুত্বপূর্ণ একক। টনকে মেট্রিক টনও বলা হয়ে থাকে এবং কেজির (KG) পুর্ণরূপ কিলোগ্রাম। দৈনন্দিন জীবনে আমাদের এই দুটি এককের রূপান্তর বা কনভার্ট করার প্রয়োজন পড়ে। তাই আমাদের এই টুলসটি যা টন-কেজি কনভার্টার ক্যালকুলেটর, এবং এটি আপনাদের কনভার্সন বা রূপান্তর প্রক্রিয়াকে আরও সহজ করবে।
১ টন = ১০০০ কেজি
১ কেজি = ০.০০১ টন বা মেট্রিক টন
তাহলে চলুন, টুল ব্যবহার করে নির্ণয় করা যাক টন থেকে কেজির পরিমাপ। নিচের ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই রূপান্তর করে নিন। সংখ্যার ইনপুট ইংরেজিতে দিন যদি বাংলাতে দিলে সমস্যা হয়।
টন থেকে কেজিতে রূপান্তর:
টন থেকে কেজিতে নেওয়া মানের ছক
টন | কেজি | টন | কেজি | ||
১ | ১০০০ | ০.১ | ১০০ | ||
২ | ২০০০ | ০.২ | ২০০ | ||
৩ | ৩০০০ | ০.৩ | ৩০০ | ||
৪ | ৪০০০ | ০.৪ | ৪০০ | ||
৫ | ৫০০০ | ০.৫ | ৫০০ | ||
৬ | ৬০০০ | ০.৬ | ৬০০ | ||
৭ | ৭০০০ | ০.৭ | ৭০০ | ||
৮ | ৮০০০ | ০.৮ | ৮০০ | ||
৯ | ৯০০০ | ০.৯ | ৯০০ | ||
১০ | ১০০০০ | ২৫ | ২৫০০০ |
টন থেকে কেজির পাশাপাশি আমাদের আরো কিছু কনভার্টার ক্যালকুলেটর আছে। দেখুন:
Tags:
Tools