আসসালামু আলাইকুম। আমাদের এই লেখাটি নবম শ্রেণির নতুন কারিকুলামের জন্য যে নতুন বই এসেছে, তার বিজ্ঞান অনুশীলনের প্রথম অধ্যায় "খেলার মাঠে বিজ্ঞান"-এর গাণিতিক সমস্যাগুলোর উত্তরের একটি ম্যাপ। আমরা প্রশ্নগুলোর উত্তর আলাদাভাবে দেয়ার চেষ্টা করেছি। এই পোস্টে সেই উত্তরগুলো এক জায়গায় করে রাখা হয়েছে।
কোনো উত্তর না পেলে বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। দুই-একটি উত্তর হয়তো এখনো দেয়া হয়নি, তবে দেয়া হলেই এখানে লিংক করে দেয়া হবে।
নিচে দেয়া প্রশ্নগুলোর ওপর ক্লিক করলেই সেই প্রশ্নের উত্তর পর্যন্ত পৌঁছে যাবে সহজেই। তাহলে যার যেই প্রশ্নের উত্তর প্রয়োজন, সে সেই প্রশ্নের ওপর ক্লিক করে ফেলুন।
প্রশ্ন খেলার মাঠে বিজ্ঞান:
৩. বন্ধু ব্রেক করে ১০ সেকেন্ডে থামিয়ে ফেলল। এজন্য মোটরসাইকেলের ওপরে কী পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে?
৬. স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল 10 cm^2 হলে তুমি কী প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে তা বের করতে পারবে?
যেকোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমাদের ফেসবুক পেজে। এছাড়া আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল। চাইলে সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন আপনি। পাঠগৃহ নেটওয়ার্কের সাথেই থাকুন।