মঙ্গল গ্রহের ভর 6.4 x 10^23 kg এবং ব্যাসার্ধ 3390 km হলে, তুমি কি মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারবে?

মঙ্গল গ্রহের ভর 6.4 x 10^23 kg এবং ব্যাসার্ধ 3390 km হলে, তুমি কি মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারবে?

মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারবে?

অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয়ের সূত্র হিসেবে আমরা জানি,

`g = (GM)/R^2`

এখানে, G = মহাকর্ষীয় ধ্রুবক = `6.67 times 10^-11 Nm^2kg^-2` 

M = গ্রহের ভর = `6.4 times 10^23 kg`

R = গ্রহের ব্যাসার্ধ = `3390 km` = `3390 times 10^3 m`

g = অভিকর্ষজ ত্বরণ = কত?

তাহলে আমরা সূত্রে মান বসিয়ে দিলেই সরাসরি উত্তর বের করে ফেলতে পারবো।

আমরা জানি, `g = (GM)/R^2`

বা, `g = (6.67 times 10^-11 times 6.4 times 10^23)/(3390 times 10^3)`

বা, `g = 3.717 ms^-2`

মঙ্গল গ্রহের ভর `6.4 times 10^23` kg এবং ব্যাসার্ধ 3390 km হলে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে?

ওজনের সূত্র বসালেই আমরা ওজন পেয়ে যাব। আমরা জানি ওজন W = mg যেখানে W হলো ওজন, m হলো ভর এবং g হলো অভিকর্ষজ ত্বরণ।

এক্ষেত্রে g হলো মঙ্গলগ্রহের অভিকর্ষজ ত্বরণ যা আমরা নির্ণয় করলাম (`g = 3.717 ms^-2`) এবং ভর যেহেতু প্রশ্নে দেয়া নেই, তাহলে ধরে নিলাম ভর 50 kg।

তাহলে ওজন, W = mg = 50 `times` 3.717 = 185.85 N

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺