Article বা সহজ কথায় A, an, the এর ব্যবহার জানা থাকা আমাদের ইংরেজি ভাষা ব্যবহারের জন্য একান্ত প্রয়োজন। এই Article এর ব্যবহার শেখা আমরা শুরু করি প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়েই। একই Article আমরা পরীক্ষাই উত্তর করি সারাজীবন এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষাতেও Article এর ব্যবহার থেকে প্রশ্ন হয়ে থাকে। তবে ছোটবেলা থেকে একই গ্রামার শেখার পর আমরা প্রায়ই ভুল উত্তর করে থাকি এখানেও। তাই এই ভুলের পরিমাণ কমিয়ে শূন্যতে নামিয়ে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। পাঠগৃহ নেটওয়ার্কের এই "সহজ ব্যাখ্যায় Article" পাঠগৃহের প্রথম ই-বুক না। এর আগেও কিছু ই-বুক পাঠগৃহ প্রকাশ করে এসেছে, তবে এবারই প্রথম খুব বড় পরিসরে ই-বুকের কাজ করা হলো।
বইটি কাদের জন্য?
বইটি অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকলের জন্যই পারফেক্ট একটি বই বলে আমার বিশ্বাস।
রচয়িতার পরিচয়
- মুহাম্মাদ রবিউল মোল্লা
- বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজেমেন্ট, বুটেক্স (শিক্ষার্থী - চলমান)
- এইচএসসি ২০১৯, নটর ডেম কলেজ, ঢাকা
বই সম্পর্কে কিছু তথ্য
বইটি সংগ্রহ করার জন্য
01629236449 নাম্বারে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে ২৪ টাকা সেন্ড মানি করে যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই ফোন নাম্বার আমাদের জানিয়ে মেসেজ করুন ফেসবুক পেজে অথবা ওই একই নাম্বারে। আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/pathgriho71টাকা পেমেন্টের ১২ ঘন্টার মধ্যে আপনাকে বইটির PDF সরবারহ করা হবে। যাদের বিকাশ/নগদ নেই তারা চাইলে মোবাইল রিচার্জ হিসেবেও টাকা পাঠাতে পারেন, তবে সেক্ষেত্রে আগে ফেসবুক পেজে বা মোবাইলে ফোন দিয়ে জানিয়ে নিতে হবে। আরও কিছু জানার থাকলে যোগাযোগ করুন ফেসবুক পেজে।
আপনার এগিয়ে চলার পথচলায় কিছুটা উপকারে আসতে পারলেই আমাদের সফলতা। পাঠগৃহের সাথেই থাকুন।