বিসিএস পরীক্ষায় বাংলা ভাষা থেকে মোটামুটি ২৫ মার্কের প্রশ্ন আসে। এর মধ্যে ১৫ ব্যকরণ থেকে এবং ২০ মার্ক বাংলা সাহিত্য থেকে। বাংলা সাহিত্যের তিনটি ভিন্ন যুগ আছে। এরমধ্যে প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে ৫ মার্ক এবং আধুনিক যুগ থেকে ১৫ মার্কের প্রশ্ন হয় সাধারণত। এই সাহিত্যের ইতিহাসের জন্য যে কয়েকটি বই পড়তে বলা হয় তার মধ্যে একটি "লাল নীল দীপাবলি"। এই বইটির পিডিএফ ডাউনলোড লিংক এবং এই বই থেকে ২৫০+ প্রশ্ন (উত্তরসহ) দেয়া হবে এই পোস্টে।
লাল নীল দীপাবলি Download
লাল নীল দীপাবলি বইটি ডাউনলোড করতে ক্লিক করুন DOWNLOAD PDF BOOK এ।
বইটি সম্পর্কে কিছু তথ্য
- নাম: লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী
- লেখক: হুমায়ুন আজাদ
- প্রথম প্রকাশ: ১৯৭৬
এই বইটি ছাড়াও বাংলা সাহিত্যের প্রস্তুতির জন্য আরও কিছু বই সাজেস্ট করা হয় যা জানতে দেখুন আমাদের "বিসিএস গাইডলাইন বাংলা" (প্রকাশিতব্য)।
লাল নীল দীপাবলি থেকে প্রশ্ন
১. বাংলা সাহিত্যের প্রথম বই বা প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- চর্যাপদ
২. চর্যাপদ কত সালে রচিত হয়েছিল বলে জানা যায়?
- ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দে
৩. চর্যাপদ কোন ভাষায় লেখা হয়েছিল?
- সন্ধ্যাভাষা
৪. বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় কোন সময়কে?
- ১৩৫০ থেকে ১৮০০ সাল পর্যন্ত সময়কে
৫. বঙ্গ নামে বাংলার সমস্ত জনপদ একত্র করেন কারা?
- পাঠানরা
৬. বাংলায় লেখা প্রথম উপন্যাস কোনটি?
- আলালের ঘরে দুলাল
৭. চর্যাপদ কত সালে উদ্ধার করা হয়?
- ১৯০৭ সালে
৮. চর্যাপদ কোথা থেকে উদ্ধার করা হয়?
- নেপালের রাজদরবার থেকে
৯. চর্যাপদে কতগুলো পদ বা কবিতা আছে?
- সাড়ে ৪৬টি
১০. চর্যাপদে সবথেকে বেশি পদ পাওয়া যায় কার?
- কাহ্নপাদ
১১. লুইপাদের কতটি পদ পাওয়া যায় চর্যাপদে?
- ২টি।
এমন আরও ২৫০টিরও বেশি প্রশ্ন পেতে ডাউনলোড করুন নিচে দেয়া PDFটি।