তৃতীয় পর্যায়ের মৌলের গলনাঙ্কের মানের পরিবর্তন নিয়ে শিক্ষক ক্লাসে আলোচনা করলেন।
ক. আবিষ্ঠ প্রভাবক কী?
খ. একটি অনুঘটক একটি নির্দিষ্ট বিক্রিয়াকে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের গলনাংকের মানের প্রথমে বৃদ্ধি এবং পরে হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. তৃতীয় পর্যায়ের মৌলের মধ্যে ঝর এর গলনাঙ্ক অন্যসব মৌল অপেক্ষা বেশিবিশ্লেষণ কর।
প্রশ্ন-০২
দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস নিচে দেয়া হলো:
A - (Ar)183d104s1
B - (Ar)183d104s2
ক. হ্যাজার্ড সিম্বল বলতে কী বুঝ?
খ. স্ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ এবং ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌল দুটি পর্যায় তালিকায় একই গ্রুপের না কি একই পর্যায়ের? এবং তা হওয়ার পরও এদের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের ভিন্নতা কেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের একটি মৌল দ্বারা জটিল যৌগ গঠন করে তার রঙিন বর্ণ প্রদর্শনের কারণ বিশ্লেষণ কর।
প্রশ্ন-০৩
Q, R এবং T মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 7, 15।
ক. অবস্থান্তর মৌল কী?
খ. Be এর প্রথম আয়নীকরণ বিভব B এর থেকে বেশি কেন?
গ. Q এবং R একই সংকরায়ন প্রদর্শন করলেও তাদের হাইড্রাইডের আকৃতি ভিন্ন- ব্যাখ্যা কর।
ঘ. Cl এর সাথে R একটি যৌগ গঠন করলেও T দুটি যৌগ গঠন করে- ব্যাখ্যা কর।
প্রশ্ন-০৪
A, B, X এবং R এর পারমাণিক সংখ্যা যথাক্রমে 11, 6, 47 এবং 17। প্রথম তিনটি মৌলের সাথে R আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে।
ক. সিগমা বন্ধন কী?
খ. নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য- ব্যাখ্যা কর।
গ. B এবং R দ্বারা গঠিত যৌগটির সংকরণ বর্ণনা কর।
ঘ. AR যৌগটি পানিতে দ্রবনীয় কিন্তু XR পানিতে অদ্রবণীয়- বিশ্লেষণ কর।
প্রশ্ন-০৫
A, B, C তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 9, 10 এবং 12।
ক. মৃৎক্ষার ধাতু কী?
খ. ফ্লোরিন সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক কেন?
গ. উদ্দীপকের মৌলগুলোর পারমাণিক আকার নিয়ে আলোচনা কর।
ঘ. উদ্দীপকের মৌলগুলো একত্র করলে শুধু একটি দ্বিমৌল যৌগ গঠনই সম্ভব- বিক্রিয়াসহ প্রমাণ কর।