মাইক্রোসফট ওয়ার্ড শিখুন বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলে সম্পূর্ণ বাংলায় (Mastering Microsoft Word)

মাইক্রোসফট ওয়ার্ড অনেক আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে আছে। MS Word এ দক্ষ হয়ে ওঠা বর্তমান সময়ে একদম সাধারণ কোনো চাকরির ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটার অপারেটরের চাকরি থেকে শুরু করে একজন ইঞ্জিনিয়ার কিংবা প্রোগ্রামারের জন্যও Microsoft Word সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা গুরুত্বপূর্ণ। এসকল কারণেই আমাদেরকে শিখতে হয় MS Word।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন বেসিক থেকে অ্যাডভান্সড

কিভাবে Microsoft Word শিখব?

মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্নভাবেই শেখা যায়। বর্তমান এই ইন্টারনেটের যুগে কোনো কিছু শিখতে গেলে একেবারেই তেমন কোনো কষ্ট করতে হয় না। একদম ফ্রি তে ইউটিউবেই আছে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমান কন্টেন্ট। আপনি চাইলেই YouTube থেকে শিখে নিতে পারবেন Microsoft Word।

YouTube এ ফ্রিতে শিখতে গেলে কোন কোন সমস্যার মোকাবেলা করতে হয়?

ইউটিউবে আমরা যেকোনো কিছু সম্পর্কেই (বিশেষ করে কম্পিউটার সম্পর্কিত সারফেস লেভেলের যেকোনো কিছু) অনেক বেশি কনটেন্ট পেয়ে থাকি। আপনি শুধু সার্চ করলেই হবে, পেয়ে যাবে প্রয়োজনের থেকে অনেক বেশি এবং তাও সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু এক্ষেত্রে মূল সমস্যা হলো মনোযোগ ধরে রাখা। ফ্রিতে এবং নির্দিষ্ট কোনো ডেডলাইন না থাকায়, এসাইংমেন্ট না থাকায় নিজ থেকে মূলত শেখা হয়ে ওঠে না। কিছুদিন খুব আগ্রহের সাথে শিখলেও কয়েকদিন যেতে না যেতেই মনোযোগ আর দেয়া যায় না। আজ শিখব, কাল শিখব করতে করতে আর শেখাই হয়ে ওঠে না। ইউটিউবে এতো কন্টেন্ট থাকার পরও আমরা শিখতে পারি না যেসব কারণে তার মধ্যে এই কারণটাই সবার ওপরে থাকবে।

তাহলে কিভাবে আমরা ভালোভাবে শিখতে পারি MS Word?

ভালোভাবে শিখতে গেলে আমাদের প্রয়োজন মনোযোগ। সেক্ষেত্রে অনলাইন কোর্সগুলো হতে পারে আমাদের জন্য সেরা সুযোগ। যেহেতু এখানে টাকা খরচ হচ্ছে, তাই কিছুটা হলেও মন বলবে "টাকা যখন খরচ করেছি, শেষ পর্যন্ত গিয়েই দেখি।" কষ্ট হলেও কোর্স শেষ করার আগ্রহটা থাকবেই। আপনি মাইক্রোসোফট ওয়ার্ড অনেক অনলাইন লার্নিং প্লাটফর্ম থেকে শিখতে পারবেন। একেক প্লাটফর্মে কোর্সের মূল্য একেকরকম। তবে যদি ডিসকাউন্ট চান, তবে আপনাকে আমরা সাজেস্ট করবো Shikho। Shikho থেকে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড শেখার কোর্সটি কিনতে চান যার নাম Mastering Microsoft Word, তবে আপনি কোর্সটি কেনার সময় পেতে পারেন একেবারে ৫০% ডিসকাউন্ট। কোর্সে অনেকসময়ই একটি ডিসকাউন্ট দেয়া থাকে। সেই ডিসকাউন্টের পর আবার ৫০% ডিসকাউন্ট অর্থাৎ অর্ধেক দামে কোর্স কিনতে পারবেন Shikho থেকে আমাদের মাধ্যমে।

Shikho এর Mastering Microsoft Word কোর্সটি নিয়ে কিছু কথা

Shikho বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো অনলাইন লার্নিং প্লাটফর্ম রয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি যারা খুব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে নিত্য নতুন কোর্স নিয়ে। শিখো-এর এমন অনেক কোর্সের মধ্যেই একটি হচ্ছে Mastering Microsoft Word।

শিখোর এই কোর্স থেকে আপনি একেবারে MS Word ইন্সটল করা থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারবেন। স্টাইলিংয়ের মাধ্যমে যেকোনো ডকুমেন্টের ফরম্যাটিং করায় উপায় জানা, ডায়নামিক নেআউট বানানোর উপায় জানা, কাজ করার সময় কনফিউসড হয়ে গেলে তার সমাধান পাওয়া উপায়ও জানা যাবে এই কোর্স থেকে। ডকুমেন্টের কোনো ভুল হলে তা খুব সহজে ঠিক করে ফেলার উপায়, পেজের স্ট্রাকচার ঠিক করার উপায়, গাণিতিক সমীকরণ ও স্প্রেডশিট এমবেড করার কৌশল, লেটারহেড বানানো, ইনভয়েস বানানোর কৌশল সবই জানতে পারবেন এই কোর্স থেকে।

এই কোর্সটি যেকোনো শিক্ষার্থী, গ্রাজুয়েট, চাকরিপ্রার্থী, চাকরিজীবী সকলের জন্যই পারফেক্ট। কোর্সটি করতে চাইলে প্রয়োজন হবে স্মার্টফোন কিংবা কম্পিউটার এবং সাথে ইনটারনেট সংযোগ। কোর্সটি মোবাইলে করতে চাইলে Shikho অ্যাপ ইন্সটল করতে হবে। পাশাপাশি MS Word/MS Office 2016 বা 2019 প্রয়োজন হবে। এর জন্য কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকাই যথেষ্ট।

কোর্সটি কিভাবে অর্ধেক দামে কিনব?

Shikho এর অন্য যেকোনো কোর্সের মতো এই কোর্সও আপনি চাইলেই আমাদের দেয়া প্রোমোকোড ব্যবহার করে কিনতে পারবেন ৫০% ছাড়ে। (কেনার আগে ডিসকাউন্টটি আরেকবার চেক করে নিতে বলা হচ্ছে।) ৫০% ছাড়ে Shikho এর যেকোনো কোর্স কিনতে প্রোমোকোড হিসেবে ব্যবহার করুন PATHGRIHO।

কোর্সের মূল মূল্য ৭৫০ টাকা। সেখান থেকে Shikho কোর্সটি বর্তমানে ৫০০ টাকায় বিক্রি করছে। তবে আপনি যদি প্রোমোকোড হিসেবে PATHGRIHO ব্যবহার করেন, তবে আপনি কোর্সটি পাবেন মাত্র ২৫০ টাকায়। আপনি যদি প্রোমোকোড কিভাবে ব্যবহার করতে হয় তা না জেনে থাকেন, তবে জানার জন্য পড়ুন: 50% ছাড়ে পান Shikho-এর যেকোনো কোর্সে

কোর্সের লিংক ও অন্যান্য

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺