অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে EEE পড়া যায় কি না জানতে চান। একই সাথে অনেকে ECE এর ব্যাপারেও জানতে চান। উভয় পক্ষের লোকের জন্যই এই লেখাটি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে EEE পড়া যায়?
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি EEE পড়া যায়? CSE এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পড়া যায়, কিন্তু EEE এর ক্ষেত্রে আমরা কী বলব? উত্তর হচ্ছে সরাসরি EEE নামে পড়া যায় না, তবে ইলেকট্রনিক্সের অংশটা ঠিকই পড়া যায়। EEE বলতে আমরা বুঝি Electrical and Electronics Engineering। এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়া যায় না। তবে Elecetronics and Communication Engineering বা ECE পড়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সের আওতায়।
অনেক শিক্ষার্থী আছে যারা ইলেকট্রনিক্স পড়ার স্বপ্ন নিজের মধ্যে লালন করে। কিন্তু এইচএসসি পরীক্ষা কোনো কারণে খারাপ হওয়ায় হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ারই সুযোগ পায় না। সেক্ষেত্রে অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে EEE বিষয়ে ভর্তি হয়। কিন্তু যাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ নেই তারা কী করবে? তাদের জন্যও উপায় আছে। যদি তারা আসলেই ইলেকট্রনিক্স নিয়েই পড়বো, সেটা যেখানেই হোক না কেন এমন ইচ্ছা পোষণ করে থাকে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সের আওতায় তারা ECE বা Electronics and Communication Engineering নিয়ে পড়তে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনালসের অধীনে থাকা ECE এর সিলেবাস কেমন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রফেশনাল কোর্সের ECE মোট ৮টি সেমিস্টারে পড়ানো হয়ে থাকে। এর ৮টি সেমিস্টারে থিউরি, ল্যাব, প্রজেক্ট, ভাইবাসহ মোট ৫৫টি বিষয় পড়ানো হয়ে থাকে। সেমিস্টারের ভিত্তিতে আমরা সবগুলো সাবজেক্টের নাম নিচে উল্লেখ করে দিচ্ছি।
১ম সেমিস্টার
- English
- Physics 1
- Math 1
- Math 2
- Fundamental of Computer and Programming
- Physics 1 Lab
- Fundamental of Computer Lab
২য় সেমিস্টার
- Physics 2
- Math 3
- Electrical Circuits 1
- Electronic Circuits 1
- Electrical Circuits 1 Lab
- Electronics 1 Lab
- Digital Electronics
৩য় সেমিস্টার
- Statistics and Probability
- Math 4
- Electrical Circuits 2
- Electronic Circuits 2
- Electrical Circuits 2 Lab
- Electronic Circuits 2 Lab
- Object Oriented Programming
- Object Oriented Programming Lab
৪র্থ সেমিস্টার
- Instrumentation and Measurements
- Digital Electronics 2
- Signals and Systems
- Computer Architechture
- Digital Electronics 2 Lab
- Fundamentals of Communications Lab
- Viva Voce
৫ম সেমিস্টার
- Electromagnetic Fields and Waves
- Numerical Analysis
- Microprocessors Assembly Language
- Data Communications
- Electronic Materials
- Data Communications Lab
- Microprocessors Assembly Language Lab
৬ষ্ঠ সেমিস্টার
- Optical Fiber Communication
- Industrial and Power Elecetronics
- Digital Signal Processing
- Antenna and Propagation
- Computer Peripherals and Interfacing
- Computer Peripherals and Interfacing Lab
- Industrial and Power Electronics Lab
৭ম সেমিস্টার
- Wireless Communication Systems
- Control Systems
- Computer Networks
- Industrial Management
- Computer Networks Lab
- Wireless Communication System Lab
- Project
৮ম সেমিস্টার
- Information Theory and Coding
- Biomedical Instruments
- Network Security
- Optional One on Student's Choice
- Project Report and Project Defense
এবার প্রশ্ন আসতে পারে কোন কোন কলেজ এবং প্রতিষ্ঠানে ECE পড়া যায়? এবার এই প্রশ্নের উত্তরে আসা যাক।
National University Professional Course ECE College List
আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী পুরো বাংলাদেশে মাত্র ৫ টি প্রতিষ্ঠানে ECE পড়া যায়। এর মধ্যে ঢাকাতে ৪টি এবং খুলনাতে রয়েছে একটি প্রতিষ্ঠান। এই ৫টি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং হেল্পলাইন নাম্বার দেয়া হলো আপনাদের সুবিদার্থে।
SL | College Name | Address | Helpline |
---|---|---|---|
01 | Ahsanullah Institute of Information and Communication Technology | House No: B-91, Road No: E-2, Eastern Housing Ltd, Pallabi, Mirpur, Dhaka-1216 | 029008711, 8801787658138 |
02 | Institute of Science Trade and Technology | Plot: 1/9, Road: 2, Block: D, Section: 15, Mirpur, Dhaka-1216, Bangladesh (Mirpur-13 No Notun Bazar, Dhaka) | 029014199, 01711818474 |
03 | Bangladesh Institute of Science and Technology | 122/A, New Kakrail Road, Dhaka-1000 | 01707769790, 01626-217733 |
04 | Institute of Science and Technology | House No: 54, Road No: 15/A (Old-26), Dhanmondi, Dhaka-1209. | 0255029352, 01726937910 |
05 | Khan Jahan Ali College of Science and Technology | 93, Mujgunni R/A, Boyra Mohasarak, Boyra,Khulna-9000 | 01717 803 684 |
এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের এবারের কথাবার্তা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের CSE নিয়ে জানতে চাইলে পড়ুন: All About National University CSE।