History of the Emergence of Independent Bangladesh বা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস National University CSE এর 2nd Semester এর অন্তর্ভুক্ত একটি কোর্স। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের আরো অনেক ইউনিভার্সিটিতে এই কোর্সটি অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সিলেবাসের মধ্যে। বেশ গুরুত্বের সঙ্গে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টিকে দেখা হয়ে থাকে।
এক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি তে পড়ুয়া কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীদের জন্য দ্বিতীয় সেমিস্টারে এই কোর্সটি সংযুক্ত করা হয়েছে। এই পরীক্ষার সময় শিক্ষার্থী চাইলে ইংরেজি অথবা বাংলায় উত্তর করতে পারে।
তবে প্রশ্নতে উল্লেখ থাকে যে কোন একটি স্পেসিফিক ভাষায় লিখতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই সেটি অনুসরণ করতে হবে। এছাড়া যদি প্রশ্নে ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলায় না লেখা থাকে বা বাংলা সঙ্গে ইংরেজিতে একই প্রশ্ন অনুবাদ করে না দেওয়া থাকে তবে অবশ্যই যে ভাষায় প্রশ্নটি করা হয়েছে সেই ভাষাতেই উত্তর দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
নিম্নে ন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় সেমিস্টারের বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে যে সকল প্রশ্ন সবথেকে বেশি আসতে দেখা যায় সেগুলো নিচে দেওয়া হল। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো বারবার রিপিট করা হয় এবং এজন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোকে ভালো করে অনুশীলন করাটা বুদ্ধিমানের কাজ।
Chapter 1: Description of the country and its people
- বাঙালি একটি সংকর জাতি ব্যাখ্যা করো
- বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও
- জনপদ বলতে কি বুঝ? বাংলার প্রাচীন জনপদ গুলোর নাম লিখ
- বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন ধারা উলে-খ কর [NU CSE 2018]
- বাংলা নামটির উৎপত্তি সম্পর্ক সংক্ষিপ্ত রূপে লিখ
- নদী বলিতে কি বুঝ? বাংলাদেশের প্রধান নদ নদীর নাম লেখ
- পলাশীর যুদ্ধের পটভূমি
- বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও ভূ-প্রকৃতির বর্ণনা দাও
Chapter 2: Proposal for undivided sovereign Bengal and the partition of the Sub Continent
- লাহোর প্রস্তাবের পটভূমি ও বৈশিষ্ট্য গুলো কি কি?
- লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? লাহোর প্রস্তাবে কি বলা হয়েছে?
- বঙ্গভঙ্গের প্রেক্ষাপট কি ছিল?
- সাম্প্রদায়িকতা কি? ওইপনবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণ সমূহ আলোচনা করো।
- দ্বিজাতি তত্ত্ব কি?
- মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো
- মুসলিম লীগের ব্যর্থতার কারণ কি
Chapter 3: Pakistan: Structure of the state and disparity.
- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি
- মুক্তিযুদ্ধের বিশ্বের বৃহৎ শক্তির ভূমিকা আলোচনা করো
- আমলাতন্ত্র কি? পাকিস্তান শাসনব্যবস্থায় সামরিক আমলের ভূমিকা
- পাকিস্তানের প্রাদেশিক সরকার কাঠামো বর্ণনা
Chapter 4: Language Movement and quest for Bengali identity
- ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে ব্যাখ্যা কর।
- ১৯৫২ সালের সংক্ষেপে ভাষা আন্দালনের বিভিন্ন ঘটনাবলি মূল্যায়ন কর।
- ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সংক্ষেপে ব্যাখ্যা কর।
- যুক্তফ্রন্ট গঠনের পটিভূমি আলােচনা কর।
- যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লেখ।
- ১৯৫৪ সালের নি্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল?
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ব্যাখ্যা কর।
Chapter 5, 6, 7: Military rule, nationalism, mass-upsurge, Movement for self-determination.
- সামরিক শাসন লতে কী বুঝ?
- মৌলিক গণতন্ত্র কী? আইয়ুব খান প্রণীত মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ সংক্ষেপে আলােচনা কর
- মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা কর।
- ছয় দফা কী? ছয় দফার ধারাগুলাে তুলে ধর।
- আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল?
- ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর।
- ১৯৬৯ সালের গণ-অভ্যুথানের কারণ আলােচনা কর।
- ছাত্রদের ১১-দফা আন্দোলনের কর্মসূচি কী ছিল?
- ১৯৭০ সালের নির্বাচনের তারিখ কেন পরিবর্তন করা হয়েছিল?
- ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা কর।
- সংক্ষেপে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ উল্লেখ কর।
Chapter 8, 9, 10: Election of 1970, The War of Liberation 1971, The Bangabandhu Regime 1972-1975
- ১৯৭০ সালের নির্বাচনের তারিখ কেন পরিবর্তন করা হয়েছিল?
- ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা কর।
- ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য আলােচনা কর।
- সংক্ষেপে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ উল্লেখ কর।
- সংক্ষেপে বঙ্গবন্ধুর সাধীনতা ঘােষণা সম্পর্কে আলােচনা কর।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মূল বিষয়বস্তু আলােচনা কর।
- সংক্ষেপে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে আলােচনা কর।
- শরণার্থীর সংজ্ঞা দাও।
- সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান মূল্যায়ন কর।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকণ্ড সম্পর্কে লেখ।
- মুক্তিযুঞ্জ যৌথবাহিনীর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখ।
- মহান মুক্তিযুদ্ধের যে-কোনাে দুটি সেক্টর সম্পর্কে আলােচনা কর।
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লেখ।
- বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা কর।
- সংক্ষেপে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ আলােচনা কর।
- সংক্ষেপে শেখ মুজিবের পররাষ্ট্রনীতির সাফল্য আলােচনা কর।