Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

Paragraph: A Tea Stall বাংলা অর্থসহ PDF Download

Tea Stall Paragraph in 200 Words

A tea stall is a small shop where tea is sold to customers. It is a common sight in towns and villages of Bangladesh. People of all ages come here to drink tea and spend some time. A typical tea stall is not very luxurious. It is usually made of wood, bamboo, or tin. There are a few benches or stools for the customers. Tea is served in small glasses or cups, and sometimes biscuits, bananas, or bread are also sold. The owner of the tea stall is usually a middle-aged man. A tea stall is not just a place to drink tea; it is also a popular meeting place. People discuss politics, sports, and daily events here. For many, it is a short break from their busy life. Although it is a small business, it plays an important role in the social life of the people. It gives jobs to some and serves as a communication hub for many. In fact, a tea stall reflects the mini culture of our society. So, a tea stall is more than just a place for tea—it’s a place of gathering, gossip, and bonding.

Tea Stall Paragraph in 130 Words

A tea stall is a small shop where tea is sold. It is very common in cities, towns, and villages. People from different walks of life come here to have tea and talk. A tea stall is usually made of wood or tin. It has some benches for the customers. Besides tea, it also sells biscuits, bananas, and snacks. The owner is usually a simple man. People gather here to relax and discuss various topics like politics, sports, and local news. It is an important place for social communication. Though small, a tea stall plays a big role in rural and urban life. It also creates jobs for some people. So, a tea stall is a simple but important part of our daily life.

Paragraph: A Tea Stall বাংলা অর্থসহ PDF Download

বাংলা অনুবাদ

চায়ের দোকান হলো এমন একটি ছোট দোকান, যেখানে মানুষ চা পানের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। এটি বাংলাদেশের শহর ও গ্রামের খুবই পরিচিত দৃশ্য। নানা বয়সের মানুষ এখানে চা পান করতে আসে। সাধারণত দোকানটি কাঠ, বাঁশ বা টিন দিয়ে তৈরি হয়। সেখানে কয়েকটি বেঞ্চ বা মোড়া থাকে বসার জন্য। ছোট গ্লাসে বা কাপের মধ্যে চা পরিবেশন করা হয়। চায়ের পাশাপাশি বিস্কুট, কলা বা পাউরুটিও বিক্রি হয়ে থাকে। দোকানদার সাধারণত একজন মধ্যবয়সী ব্যক্তি হয়ে থাকে। চায়ের দোকান কেবল চা খাওয়ার জায়গা নয়, এটি মানুষের মতবিনিময় ও আড্ডার জায়গা। এখানে রাজনীতি, খেলাধুলা ও স্থানীয় ঘটনা নিয়ে আলোচনা হয়। এটি সাধারণ মানুষের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ছোট হলেও, এটি অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং সমাজে বন্ধনের মাধ্যম হয়ে ওঠে। চায়ের দোকান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক জায়গা।

অনুচ্ছেদ: একটি চায়ের দোকান (ভাবার্থ)

একটি চায়ের দোকান হচ্ছে এমন একটি ছোট দোকান যেখানে জীবিকার জন্য পানযোগ্য চায়ের সাথে হালকা খাবার বিক্রি করা হয় ক্রেতাদের কাছে। খুব উপরের শ্রেণির মানুষদের বাদ দিয়ে এটি বাকি সব শ্রেণির মানুষের কাছে একটি কমন জায়গা। গ্রামে এবং শহরে দুইজায়গাতেই চায়ের দোকান আছে। চায়ের দোকান আছে সমুদ্র সৈকতে, আছে পাহাড়ে, রাস্তার পাশে, বাজারে, বাস স্টেশনে, রেল স্টেশনসহ সবজায়গায়। সাধারণত, একটি চায়ের দোকান ভোরের দিকেই চালু হয়ে যায় এবং বন্ধ হয় গভীর রাতে। চায়ের দোকানে শুধু যে চা বিক্রি হয়, ব্যাপারটা তেমন না। চায়ের পাশাপাশি এখানে রুটি, বিস্কুট, চিপস, পান, কলা, সিগারেটসহ আরও অনেক ধরনেরই ছোটখাটো খাবার বিক্রি হয়। অনেকক্ষেত্রেই দোকানের মালিক নিজেই দোকান চালান আবার অনেক ক্ষেত্রে পারিশ্রমিকের বিনিময়ে কোনো কিশোর কিংবা কোনো বৃদ্ধলোক চায়ের দোকান পরিচালিত করে থাকে। চায়ের দোকান সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। চায়ের দোকানে প্রধানত দুটি ভাগ থাকে। একটি হচ্ছে মূল দোকান এবং অন্যটি দোকানের সামনে রাখা কিছু বেঞ্চ যেখানে ক্রেতারা বসেন। বিভিন্ন বয়সের লোকেরা এখানে এসে চা পানের পাশাপাশি রাজনৈতিক আলোচনাসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে। বর্তমান সময়ে চায়ের দোকানে টেলিভিশন থাকে। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিংবা আলোচিত ক্রিকেট এবং ফুটবল ম্যাচের দিন চায়ের দোকানের সামনে বাড়তি ভীর থাকে, মানুষ এখানে এসে একসাথে চায়ের সাথে খেলা উপভোগ করে। চায়ের দোকান মনকে শান্ত করার জন্য অনেক সময় কার্যকরী। ফলে চায়ের দোকান এখন যেমন এদেশের চিরায়ত অংশ, তেমনিই থাকবে অন্তত নিকট ভবিষ্যতে, আন্দাজ করে এটুকু বলাই যায়।

গুরুত্বপূর্ণ শব্দের অর্থ

  • Tea stall এর অর্থ হলো: চায়ের দোকান।
  • Small shop এর অর্থ হলো: ছোট দোকান।
  • Customers এর অর্থ হলো: ক্রেতা।
  • Luxurious এর অর্থ হলো: বিলাসবহুল।
  • Benches/Stools এর অর্থ হলো: বসার বেঞ্চ বা মোড়া।
  • Owner এর অর্থ হলো: মালিক।
  • Gather এর অর্থ হলো: একত্র হওয়া।
  • Discuss এর অর্থ হলো: আলোচনা করা।
  • Communication hub এর অর্থ হলো: যোগাযোগের কেন্দ্র।
  • Culture এর অর্থ হলো: সংস্কৃতি।
  • Bonding এর অর্থ হলো: সম্পর্ক বা বন্ধন তৈরি।

PDF Download

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺