ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের ৫ম অধ্যায় 'সালোকসংশ্লেষণ' এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো হয়েছে এই ব্লগপোস্টটি। অন্যান্য অধ্যায়ের প্রশ্ন ও উত্তরের জন্য দেখুন এই পোস্টের একেবারে শেষে। তাহলে আপাতত শুরু করা যাক এই অধ্যায়ের প্রশ্ন ও উত্তর জানার পালা।
১. প্রকৃতিতে শুধু কারা খাদ্য উৎপাদন করতে পারে?
সবুজ উদ্ভিদই একমাত্র যারা প্রকৃতিতে খাদ্য উৎপাদন করতে পারে। অন্য কেউ পারে না।
২. মানুষ কোথায় থেকে শক্তি পায়?
মানুষ খাদ্য গ্রহন করে শক্তি পেয়ে থাকে।
৩. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে?
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে থাকে।
৪. সালোকসংশ্লেষণ কাকে বলে/সালোকসংশ্লেষণ কী?
সবুজ উদ্ভিদ যে পদ্ধতিতে সূর্যের আলোয় নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকেই সালোকসংশ্লেষণ বলা হয়।
৫. উদ্ভিদের পাতার কোন অংশ সালোকসংশ্লেষণে অংশ নেয়?
পাতার প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট)।
৬. সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে পাতাকে কেন গণ্য করা হয়?
পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়ে থাকে মূল ৩টি কারণে। কারণগুলো হলো:
- পাতা অধিক পরিমাণে সূর্যরশ্মি এবং অল্প সময় অনেক বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে।
- এতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে।
- পাতায় অনেক পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজ হয়।
৭. সালোকসংশ্লেষণের পদ্ধতি বা প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের জন্য এবং মানুষসহ অন্যান্য প্রাণীর জন্য খাদ্য তৈরি করে থাকে। এই খাদ্য উৎপাদনের জন্য পানির প্রয়োজন হয়, সূর্যের আলোর প্রয়োজন হয়, কার্বন ডাই-অক্সাইডের প্রয়োজন হয়।
- স্থলজ উদ্ভিদগুলো মাটি থেকে তাদের মূলের মূলরোম দ্বারা পানি শোষণ করে নেয়। যেসকল উদ্ভিদ পানিতে থাকে তারা তাদের দেহতল দিয়েই পানি সংগ্রহ করতে পারে।
- উদ্ভিদ মূলত পাতা দিয়ে সবথেকে বেশি পরিমাণে সূর্যের আলো গ্রহন করতে থাকে, যেহেতু পাতা চ্যাপ্টা এবং সম্প্রসারিত। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলাকালে সূর্যের আলোর প্রয়োজন হয়। রাতে সালোকসংশ্লেষণ হয় না
- সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে থাকে।
এরপর সরাসরি সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোপ্লাস্ট ধরনের প্লাস্টিডের ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডা-অক্সাইডের বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়। নিচে প্রক্রিয়াটি দেখানো হলো:
সংক্ষেপে সালোকসংশ্লেষণের এই বিষয়গুলোই বলা যায়। যত উপরের ক্লাসে ওঠবে, তত বিস্তারিত জানতে পারবে।
৮. সূর্যালোক এবং জীবনের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে?
সূর্যালোক এবং জীবজগতের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে সালোকসংশ্লেষণের মাধ্যমে।
৯. জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব
জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব এতোটাই বেশি যে তা উপলব্ধি করা গেলেও লিখে প্রকাশ করা সম্ভব না। সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ যে খাদ্য উৎপাদন করে সেই খাদ্যই উদ্ভিদ গ্রহন করে। তার গ্রহন করা শেষে যে খাদ্য সে রেখে দেয় সেটাই মানুষসহ অন্যসকল প্রাণীর খাদ্য। অর্থাৎ সালোকসংশ্লেষণ না থাকলে জীব তার খাদ্য পেতো না। খাদ্য না পেলে শ্বসনও হতো না।
আবার প্রাণী প্রকৃতিতে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই-অক্সাইড মানুষের জন্য ক্ষতিকর। উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এই কার্বন ডাই-অক্সাইডের প্রয়োজন হয় বলে উদ্ভিদ তা গ্রহন করে। জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য কিছুটা উপলব্ধি করার জন্য এটুকুই যথেষ্ট।
১০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে থাকে।
১১. রাতে সালোকসংশ্লেষণ হয় না কেন?
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্নের জন্য সূর্যের আলোর উপস্থিত থাকা বাধ্যতামূল। সূর্যের আলো ছাড়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন সম্ভব নয়। যেহেতু রাতে সূর্যের আলো পাওয়া যায় না, তাই রাতে সালোকসংশ্লেষণ হয় না।
আরও দেখুন: