বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ কী?
বাংলা ২য় পত্র সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো 'বিপরীত শব্দ'। এছাড়া আরও বিভিন্ন ধরনের পরীক্ষায় বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসে থাকে। 'পাঠগৃহ নেটওয়ার্ক' এর পক্ষ থেকে আজ ৫০০+ বিপরীত শব্দের একটি তালিকার পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হবে। এই পিডিএফে থাকা বিপরীত শব্দগুলো অনুশীলন করে মনে রাখতে পারলেই আশা করা যায় আপনি এখান থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর খুব অনায়াসে করতে পারবেন।
নোট: 'পাঠগৃহ নেটওয়ার্ক' সবসময় নির্ভুল তথ্য দেয়ার চেষ্টা করে থাকে। এরপরও কোনো ধরনের ভুল থেকে থাকলে তার জন্য 'পাঠগৃহ নেটওয়ার্ক' দায়ী নয়।
বিপরীত শব্দ
ক্রমিক | মূল শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|
০১ | অগ্র | পশ্চাৎ |
০২ | অলীক | বাস্তব |
০৩ | অর্বাচীন | প্রাচীন |
০৪ | অধম | উত্তম |
০৫ | আদি | অন্ত |
০৬ | আবদ্ধ | মুক্ত |
০৭ | আস্তিক | নাস্তিক |
০৮ | ইষৎ | পর্যাপ্ত |
০৯ | ইচ্ছা | অনিচ্ছা |
১০ | আসামী | ফরিয়াদী |
১১ | ইতর | ভদ্র |
১২ | আবাহন | বিসর্জন |
১৩ | উষ্ণ | শীতল |
১৪ | উন্মুখ | বিমুখ |
১৫ | ঐহিক | পারত্রিক |
১৬ | গতি | স্থির |
১৭ | খুচরা | পায়কারি |
১৮ | গৌণ | মুখ্য |
১৯ | দাতা | গ্রহীতা |
২০ | নিত্য | অনিত্য |
বিপরীত শব্দের তালিকার পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরও দেখুন: