৫০০+ বিপরীত শব্দের তালিকা (PDF Download)

বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ কী?

কোনো শব্দ যে অর্থ প্রকাশ করে তার বিপরীত বা উলটো অর্থ প্রকাশ করে যে শব্দ, তাকে ওই প্রথম শব্দের বিপরীত শব্দ বলে। যেমন অল্প-এর বিপরীত শব্দ বেশি, ছোট-এর বিপরীত শব্দ বড়, ইত্যাদি। 

৫০০+ বিপরীত শব্দের তালিকা (PDF Download)

বাংলা ২য় পত্র সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো 'বিপরীত শব্দ'। এছাড়া আরও বিভিন্ন ধরনের পরীক্ষায় বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসে থাকে। 'পাঠগৃহ নেটওয়ার্ক' এর পক্ষ থেকে আজ ৫০০+ বিপরীত শব্দের একটি তালিকার পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হবে। এই পিডিএফে থাকা বিপরীত শব্দগুলো অনুশীলন করে মনে রাখতে পারলেই আশা করা যায় আপনি এখান থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর খুব অনায়াসে করতে পারবেন।

নোট: 'পাঠগৃহ নেটওয়ার্ক' সবসময় নির্ভুল তথ্য দেয়ার চেষ্টা করে থাকে। এরপরও কোনো ধরনের ভুল থেকে থাকলে তার জন্য 'পাঠগৃহ নেটওয়ার্ক' দায়ী নয়।

এই পিডিএফটিতে যেসকল বিপরীত শব্দ আছে সেসব থেকে কয়েকটি নিচে তুলে দেয়া হলো।
 

বিপরীত শব্দ

ক্রমিক মূল শব্দ বিপরীত শব্দ
০১ অগ্র পশ্চাৎ
০২ অলীক বাস্তব
০৩ অর্বাচীন প্রাচীন
০৪ অধম উত্তম
০৫ আদি অন্ত
০৬ আবদ্ধ মুক্ত
০৭ আস্তিক নাস্তিক
০৮ ইষৎ পর্যাপ্ত
০৯ ইচ্ছা অনিচ্ছা
১০ আসামী ফরিয়াদী
১১ ইতর ভদ্র
১২ আবাহন বিসর্জন
১৩ উষ্ণ শীতল
১৪ উন্মুখ বিমুখ
১৫ ঐহিক পারত্রিক
১৬ গতি স্থির
১৭ খুচরা পায়কারি
১৮ গৌণ মুখ্য
১৯ দাতা গ্রহীতা
২০ নিত্য অনিত্য

বিপরীত শব্দের তালিকার পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন:

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺