নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্র বিষয়ের বিভিন্ন অধ্যায়ের উপর মোট ৪০০টিরও বেশি বহুনির্বাচনী প্রশ্নযুক্ত পিডিএফ আমরা পাঠগৃহ দ্যা রিডিং রুম থেকে সরবারহ করছি। এই পিডিএফটিতে যেই ৪০০+ বহুনির্বাচনী প্রশ্ন বা MCQ আছে সেগুলোর মধ্য থেকে কয়েকটি হলো:
- ব্যকরণ
- বাংলা ব্যকরণ
- ধ্বনিতত্ত্ব
- ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান
- বাংলা ভাষার শব্দভান্ডার
- সন্ধি
- লিঙ্গ
- দ্বিরুক্ত শব্দ
- সংখ্যাবাচক শব্দ
- বচন
- সমাস
- উপসর্গ
- ধাতু
- প্রকৃতি ও প্রত্যয়
- পদ
- ক্রিয়ার শ্রেণী বিভাগ, ক্রিয়ার কাল ও পুরুষ
- শব্দরূপ
- কারক ও বিভক্তি
- ক্রিয়া বৈচিত্র্য
- অনুসর্গ বা কর্মপ্রবলচনীয় শব্দ
- বাক্য গঠন
- এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ
- একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ
- বাগ্ধারা
- প্রবাদ প্রবচন
- সমার্থক শব্দ
- বাচ্য ও বাচ্য পরিবর্তন
- উক্তি পরিবর্তন
- বিরাম চিহ্নের ব্যবহার
- বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ
এই বিষয়গুলো থেকে ৩৫ পৃষ্টার এই ৪২০+ এমসিকিউগুলো নিজে খুঁজে খুঁজে অনুশীলন করলে পরীক্ষাতে ভালো করা সম্ভব বলে মনে করি। এখন প্রশ্ন আসতে পারে পিডিএফে নিজে কিভাবে দাগাবো?
PDF এ নিজে কীভাবে দাগাবো?
এই প্রশ্ন আসা স্বাভাবিক। কারণ উত্তর দেয়া থাকলে শিক্ষার্থীরা সহজেই পড়তে পারতে। উত্তর দেয়া না থাকলেও যদি এটি হার্ড কপি হতো তবে নিজে খুঁজে নিয়ে উত্তর দাগিয়ে রাখা যেত। এখন এই ৩৫ পৃষ্ঠাতো প্রিন্ট করে দাগানো সম্ভব না বেশিরভাগ শিক্ষার্থীর বেলাতেই। এক্ষেত্রে শিক্ষার্থীরা পিডিএফেই দাগাতে পারবে। এর জন্য ভালো মানের PDF Editor ডাউনলোড করে নিলেই হবে। Android এর জন্য Google Play Store এ গিয়ে WPS Office কিংবা Adobe Fill and Sign সহ আরও অনেক মোবাইল অ্যাপ আছে যা ডাউনলোড করে নিতে পারে শিক্ষার্থীরা। এগুলো দ্বারা পিডিএফেই সঠিক উত্তর দাগিয়ে পরবর্তীতে সেভ করে রাখতে পারবে তারা। এটা তেমন কোনো অসুবিধার কারণ হবে না।PDF টিতে কী কী MCQ আছে? কী ধরনের MCQ আছে? এসব প্রশ্নের উত্তর হিসেবে কয়েকটি MCQ নিচে দেয়া হলো। নিজেরাই দেখে নিতে পারবেন।
স্যাম্পল MCQ
১. ব্যাকরণের মূল ভিত্তি কী?ক) ভাব
খ) ধ্বনি
গ) ভাষা
ঘ) বাক্য
২. বর্ণের বিন্যাস বাংলা ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) ভাবতত্ত্ব
খ) ভাষাতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) রূপতত্ত্ব
৩. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক) ভাষা
খ) চিত্র
গ) ইজ্ঞিত
ঘ) আচরণ
৪. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক) ঘোষ ধ্বনি
খ) শিশ ধ্বনি
গ) কল্পনাজাত ধ্বনি
ঘ) তাড়নজাত ধ্বনি
৫. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ৭
খ) ৮
গ) ৯
ঘ) ১০
৬. অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি?
ক) ট
খ) ব
গ) ফ
ঘ) ধ
৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
৮. কোন শব্দটিতে মূর্ধন্য ণ সবসময় বসে?
ক) বণিক
খ) রণ
গ) ঋণ
ঘ) বর্ষণ
৯. কোন শব্দটির বানান ষ-ত্ব বিধানে পড়ে না?
ক) বৃষ্টি
খ) মুমূর্ষু
গ) অভিষেক
ঘ) আষাঢ়
১০. সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি?
ক) তদ্ভব শব্দ
খ) অর্ধ-তৎসম শব্দ
গ) তৎসম শব্দ
ঘ) বিদেশী শব্দ
১১. নিচের কোনটি হিন্দি শব্দ?
ক) নিলাম
খ) চানাচুর
গ) হরতন
ঘ) নিলাম
এরকম আরও অনেক প্রশ্ন নিয়েই PDF টি।
কোনো ধরনের প্রশ্ন থাকলে কিংবা আমাদেরকে দেয়ার মতো পরামর্শ থাকলে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের সাথেই থাকুন।
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরও দেখুন: