MS Word বা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ হয়ে গেছে। এই মাইক্রোসফট ওয়ার্ডের এমন অনেক ফিচার আছে যেসব সম্পর্কে আমাদের ধারনা অনেক কম। তাই আমাদের অনেকেই Microsoft Word শেখার জন্য অনেক ধরনের কোর্স করে থাকেন, কেউবা অনলাইন কোর্স আবার কেউ অফলাইনে NYDTA-এর মতো জায়গা থেকে কোর্স করে শেখার চেষ্টা করেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন MS Word শেখার জন্য সেরা অপশন কোনটি? আমি বলবো "YouTube"। ইউটিউব থেকে আপনি খুব ভালোভাবেই সবগুলো শিখতে পারবেন। শেখার জন্য আপনাকে আরও কিছু রিসোর্স দেখাবো। তবে আমাদের এই ব্লগে আমরা আপনাদেরকে একটি টিউটোরিয়াল বইয়ের PDF ডাউনলোড করার লিংক দেব।
আমাদের দেয়া PDF-টি মূলত MS 2013 এর জন্য করা। এরপর আরও অনেকগুলো আপডেট এসেছে। অনেক কিছুর পার্থক্য থাকলেও বেসিকের জন্য এই পিডিএফটি যথেষ্ট ভালো একটি রিসোর্স হতে পারবে। এই পিডিএফটিতে খুব সুন্দর করে বিষয়গুলো বুঝানো হয়েছে। ৩৬ পৃষ্ঠার এই পিডিএফটিতে যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেসব হলো:
- মেন্যু পরিচিতি
- ফন্ট, স্টাইল
- ক্লিপবোর্ড এবং এডিটিং টুলস
- প্যারাগ্রাফ টুলবার
- এডিটিং
- ইনসার্ট ট্যাব
- টেবিল তৈরি
- টেক্সট বক্স
- অটোমেটিক ডেট
- ইমেজ
- লগো ক্রিয়েটর
- চার্ট
- ক্লিপ আর্ট
- হেডার অ্যান্ড ফুটার
- টেক্সট টুলবার
- পেজ লেআউট মেন্যু
- পেজ সেটআপ, মার্জিন, ওরিয়েন্টেশন
- কলাম
- ব্যাকগ্রাউন্ড
- ওয়াটারমার্কসহ আরও অনেক।
এছাড়াও MS Word শেখার জন্য সেরা জায়গা হবে ইউটিউব। আপনি ইউটিউবে অনেক চ্যানেল থেকেই এর টিউটোরিয়াল ভিডিও দেখতে পারবেন। টেন মিনিট স্কুলের সাদমান সাদিকের একটি ফ্রি প্লেলিস্ট আছে ইউটিউবে। প্লেলিস্টে যেতে পারবেন নিচের ভিডিও দিয়ে।
এই প্লেলিস্ট ফলো করলেও আপনি MS Word সম্পর্কে ভালো ধারনা পাবেন আশা করি।
MS Word এ মাস্টার হতে চাইলে করতে পারেন বহুব্রীহির ৫০০ টাকার অনলাইন কোর্সও। বহুব্রীহি থেকে Mastering Microsoft Word কোর্সটি করতে চাইলে ক্লিক করুন এখানে।
পাঠগৃহ নেটওয়ার্কের পক্ষ থেকেও বিষয়ভিত্তিক টিউটোরিয়াল পোস্ট করা হবে যদি আপনারা চান। আপনাদের কোনো চাওয়া থাকলে আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন। চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও।
Tags:
Tech_Universe