মাইক্রোসফট অফিসের প্রায় সবকিছুই আমাদের অনেকেরই দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রফেশনাল জীবন, সব জায়গাতেই অপরিহার্য একটি অংশ হয়ে গেছে। এদের মধ্যে মাইক্রোসফট এক্সেল একটি সফটওয়্যার যার অনেক বিশাল এবং গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এই মাইক্রোসফট এক্সেল শেখার জন্য কোন মাধ্যম সেরা হতে পারে? আপনি অনলাইনে অনেক কন্টেন্ট পাবেন, পাবেন অনেক ইউটিউব টিউটোরিয়াল ভিডিয়োও। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে শিখতে পারবেন, তবে লাগবে একাগ্রতা। আমাদের এই ব্লগ পোস্টে আমরা আপনাদেরকে MS Excel শেখার জন্য একটি PDF দেয়ার পাশাপাশি আরও অনেকগুলো রিসোর্স সরবারহ করবো যেখান থেকে আপনি চাইলেই Microsoft Excel শিখতে পারবেন অনেক ভালোভাবে। সাথে স্টুডেন্ট হিসেবে ফ্রি তে কীভাবে মাইক্রোসফট এক্সেল পাওয়া যায়, তাও থাকছে এই ব্লগ পোস্টে।
মাইক্রোসফট এক্সেল শেখার সেরা মাধ্যম কোনগুলো?
মাইক্রোসফট এক্সেল শেখার জন্য যেসব মাধ্যম সেরা হতে পারে তা শুরুর প্যারাতেই বলেছি। এই প্যারাতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল শেখার জন্য কিছু মাধ্যম সাজেস্ট করব। সাথে আমাদের প্রতিশ্রুত PDF টি ডাউনলোডের লিংকও দেব।
মাইক্রোসফট এক্সেল শিখতে চাইলে আপনি নিচে দেয়া মাধ্যমগুলোর যেকোনো একটি বেছে নিতে পারেন। কিংবা বেছে নিতে পারেন আপনার পরিচিত কারো সাজেশন থেকেও। পাঠগৃহ নেটওয়ার্কের পক্ষে থেকে দেয়া সাজেশনে থাকছে নিচের অপশনগুলো।
ইউটিউব (বাংলা)
আপনি যদি ফ্রিতে শিখতে চান, তবে ইউটিউব আপনার জন্য সেরা অপশন হতে পারে। এর জন্য আপনি নিজ থেকে অনেক ইউটিউব চ্যানেল খুঁজে নিতে পারবেন। আমরা আপনাকে সাজেস্ট করছি Sikkhon চ্যালেনের একটি প্লেলিস্ট। এই প্লেলিস্টে মোট ৩২টি ভিডিয়ো আছে একই সাথে Tips and Tricks নামে আরও একটি প্লেলিস্টে ২২টি ভিডিয়ো আছে। নিচের ভিডিও থেকে আপনি চ্যানেলটিতে যেতে পারবেন।