একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বই প্রকাশ করে। বইটির রচনায় যারা আছেন তারা অনেকেই আগে থেকেই বেশ জনপ্রিয়। বইটির রচনায় আছেন:
- মো. তাহমিদ উল ইসলাম রাফি
- তামিম শাহরিয়ার সুবীন
- ফরহাদ মনজুর
- মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী
- প্রফেসর লুৎফুর রহমান
এদের মধ্য থেকে তামিম শাহরিয়ার সুবীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/আইসিটি সংশ্লিষ্ট বই লিখে আগে থেকেই জনপ্রিয়। এছাড়া নটর ডেম কলেজের শিক্ষক ফরহাদ মনজুরও আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই রচনা করেছেন। তাদের রচনা করা এই বইটির সম্পাদনা করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।
একাদশ-দ্বাদশ শ্রেণি বা এইচএসসির আইসিটি সিলেবাসে মোট ৬টি অধ্যায় আছে। অধ্যায় ছয়টি হলো:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
- কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
- সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
- ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
- প্রোগ্রামিং ভাষা
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
এই ছয়টি অধ্যায় সম্পূর্ণ করা এই বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা ২২৬। পিডিএফটির মোট পৃষ্ঠা সংখ্যা ২৩২।
২০২৪ সালের আপডেটেড বইটি আসলে ২০২৩ এরই। কারণ ২০২৪ সালে এখনো নতুন করে ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরু হলে নতুন বইটিও দিয়ে দেয়া হবে ইন শা আল্লাহ।
এইচএসসির আইসিটি বিষয়ক অনেক কিছুই আমাদের ওয়েবসাইটে আছে। খুঁজে দেখুন আপনার প্রয়োজনীয় কিছু আছে কি না! এদের মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো:
- HSC ICT প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF
- ডেটা ট্রান্সমিশন স্পীড কি? কত প্রকার ও কী কী?
- HSC ICT: চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML Full Note PDF
- HSC ICT C Program, Algorithm, Flow-Chart PDF Note Download
যেকোনো ধরনের জিজ্ঞাসা বা পরামর্শে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। পাঠগৃহের সাথে থাকায় ধন্যবাদ।