দ্বিতীয় শ্রেণির বাংলা বই ২০২২ । Class Two Bangla Book 2022 (আমার বাংলা বই PDF Download)

NCTB প্রণীত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য তাদের বাংলা বইয়ের PDF আমরা দিচ্ছি পাঠগৃহ দ্যা রিডিং রুমে। আপনারা ডাউনলোড করে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে এখান থেকে পড়াতে পারবেন বা তাদের সিলেবাস কেমন তা নিয়েও জানতে পারবেন। সকল ক্লাশের বইয়ের ধারাবাহিকতায় এই পোস্টে আমরা দিচ্ছি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের "আমার বাংলা বই" এর PDF।

দ্বিতীয় শ্রেণির বাংলা বই ২০২২ । Class Two Bangla Book 2022 (আমার বাংলা বই PDF Download)


দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য NCTB প্রণীত এই বইটির ডিজাইনও NCTB বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ এর করা। ৯০ পৃষ্ঠার এই পিডিএফটিতে যেসব বিষয়ের কনটেন্ট আছে সেসব বিষয় হলো:
  • আমার পরিচয়
  • পাঠ থেকে জেনে নিই
  • ছবির গল্প: সুন্দরবন
  • আমাদের দেশ
  • শীতের সকাল
  • আমি হব
  • জলপরি ও কাঠুরে
  • নানা রঙের ফুলফল
  • আমাদের ছোট নদী
  • দাদির হাতের মজার পিঠা
  • ট্রেন
  • দুখুর ছেলেবেলা
  • প্রার্থনা
  • খামার বাড়ির পশুপাখি
  • ছয় ঋতুর দেশ
  • মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা
  • কাজের আনন্দ
  • সবাই মিলে করি কাজ
  • শব্দের অর্থ জেনে নিই
আমার বাংলা বই (দ্বিতীয় শ্রেণি) ডাউনলোড করতে নিচের ডাউনলোড।




দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বইয়ের প্রথম পাঠ তথা আমার পরিচয় অংশে কী কী লিখবে?

আমার পরিচয় অংশে মূলত নিজের পরিচয়ের অংশগুলোই লিখতে বলা হয়েছে। এখানে কী কী লিখতে হবে তা উল্লেখ করেই দেয়া আছে। সেখানে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণি, গ্রাম বা শহর এবং দেশের নাম লিখতে বলা হয়েছে। উদাহারণস্বরূপ আমরা লিখে দেখাচ্ছি:

আমার নাম: শাহরিয়ার হক মুন্না
আমার মায়ের নাম: দিথি আক্তার
আমার বাবার নাম: রাজিব হোসেন
আমার বিদ্যালয়ের নাম: ধীৎপুর শহীদ সাকিল সরকারী প্রাথমিক বিদ্যালয়
আমি যে শ্রেণিতে পড়ি: দ্বিতীয়
আমার গ্রামের/শহরের নাম: ধীৎপুর
আমার দেশের নাম: বাংলাদেশ

পাঠ থেকে জেনে নেই

এই অংশের ৪ নম্বরের ছবি দেখি, এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি, লিখি ও পড়ি অংশের উত্তর:
  • গাছ
  • বাগান
  • সবজি
  • দাদিমা
৫ নম্বর অনুশীলনে হবে:
  • আমি প্রতিদিন দাঁত মাজি।
  • তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে।
  • আমাকে দেখে নানা ভীষণ খুশি হয়েছেন।
  • শুক্রবার স্কুলে ছুটি থাকে।
এভাবেই সম্পূর্ণ বইটি মজার মজার পাঠ দিয়ে শেষ করা হয়েছে।
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺