২০১৯ সালের HSC পরীক্ষার রসায়ন প্রথম পত্র বোর্ড প্রশ্ন (সৃজনশীল, বহুনির্বাচনী এবং ব্যবহারিক)

২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রসায়ন প্রথম পত্র ঢাকা বোর্ডের সাথে অন্য যেসকল বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্র নিচে দেয়া হলো। 'পাঠগৃহ নেটওয়ার্ক' সৃজনশীল, বহুনির্বাচনী এবং ব্যবহারিক- ৩ ধরনের প্রশ্নই দিচ্ছে। এখানে প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলোই দেয়া হয়েছে তবে একেবারে প্রশ্নপত্রে যেভাবে ছিলো, সেভাবেই নয়।
২০১৯ সালের HSC পরীক্ষার রসায়ন প্রথম পত্র বোর্ড প্রশ্ন (সৃজনশীল,  বহুনির্বাচনী এবং ব্যবহারিক)

সৃজনশীল

১. পাত্র-১ এ 2.6575g `X_2CO_3` আছে এবং পাত্র-২ তে অজানা পরিমাণ `YMnO_4` আছে। X এবং Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 এবং 19।

ক) দহন তাপ কাকে বলে?
খ) তাপমাত্রার সাথে পানির আয়নিক গুণফল পরিবর্তনশীল কেন?
গ) পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে পাত্র-১ এর বিকারকটি কীভাবে মাপবে?
ঘ) পাত্র-১ এবং পাত্র-২ এর বিকারকদ্বয়ের মধ্যে কোনটি মাটির pH পরিবর্তনে ভূমিকা রাখে? - বিশ্লেষণ কর।

২. পাত্র-১: MOH 0.65 M, 15 mL। MOH এর আণবিক ভর 40।
পাত্র-২: দুই কার্বিন বিশিষ্ট মনোকার্বোক্সিলিক এসিড 6%, 20 mL। `K_a` = `1.8\times10^{-5}`।

ক) রাইডার কাকে বলে?
গ) পাত্র-২ এর দ্রবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা কর।
ঘ) পাত্র-১ এবং পাত্র-২ এর দ্রবণদ্বয়ের মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে দ্রবণের pH পরিবর্তিত হবে কি?- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

৩. দৃশ্যকল্প-১: 
ধাপ ১: সবজি
ধাপ ২: 7-8% NaCl দ্রবণ
ধাপ ৩: ক্যানিং

দৃশ্যকল্প-২:
ধাপ ১: মাছ
ধাপ ২: 40% HCHO দ্রবণ
ধাপ ৩: ক্যানিং

ক) বাষ্প পাতনের সজ্ঞা দাও।
খ) টয়লেট ক্লিনার তৈরিতে NaOH ব্যবহার করা হয় কেন?
গ) দৃশ্যকল্প-১ এর ৩ নং ধাপের গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ) দৃশ্যকল্প-১ ও ২ এর সংরক্ষিত খাদ্যদ্রব্যদ্বয়ের খাদ্য হিসেবে উপযোগিতার তুলনা কর।

৪. 
মৌল আয়ন আয়নের ইলেকট্রন সংখ্যা
X
`X^+`
10
Y
`Y^{2+}`
10
Z
`Z^{3+}`
10
[X, Y ও Z মৌলের প্রচলিত প্রতীক নয়।]

ক) প্রভাবক কাকে বলে?
খ) গ্লাস ক্লিনারে `NH_4OH` ব্যবহৃত হয় কেন?
গ) মৌলসমূহের আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হবে- ব্যাখ্যা কর।
ঘ) মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে? বিশ্লেষন কর।

৫.  
মৌল বহিঃস্তরের ইলেক্ট্রন বিন্যাস n এর মান
P
`(n-1)d^6ns^2`
4
Y
`(n-1)d^{10}ns^1`
Z
`(n-1)d^{10}ns^2`

ক) তড়িৎ ঋণাত্মকতার সজ্ঞা দাও।
খ) হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা কর।
গ) 'P' মৌলটি বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে কেন? ব্যাখ্যা কর।
ঘ) Q ও R মৌলদ্বয়ের ক্লোরাইড যৌগসমূহের বর্ণের ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।

৬.A-পাত্র: `RNO_3` 20 mL। 0.07 M, 27 degree Celcius
B-পাত্র: QCL 16 mL, 0.1M, 27 degree Celcius
C-পাত্র: 27 degree Celcius
27 degree Celcius তাপমাত্রায় `RNO_3` এর দ্রাব্যতা = `2.2\times10^{-3}` এবং `K_{sp{RCL)}` = `4.8\times10^{-6}`। 

ক) পোলারায়নের সজ্ঞা দাও।
খ) '25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 36'- ব্যাখ্যা কর।
গ) A-পাত্রে `RNO_3` এর দ্রাব্যতা গুণফল নির্ণয় কর।
ঘ) C-পাত্রে কোনো অধঃক্ষে পড়বে কি? গাণিতিকভাবে বিশ্লেষন কর।

৭. 
২০১৯ সালের এইচএসসি পরিক্ষার রসায়ন প্রথম পত্র প্রশ্ন
এখানে `MX_5` এর বিয়োজনমাত্রা 80% এবং বিক্রিয়া পাত্রের আয়তন 2L।

ক) কিউরিং কাকে বলে?
খ) `AlCl_3` কক্ষ তাপমাত্রায় ডাইমার গঠন করে কেন?
গ) উদ্দীপকের বিক্রিয়ায় `K_C` নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে? বিশ্লেষণ কর।

৮. Y যার পারমাণবিক সংখ্যা 1 এবং Z যার পারমাণবিক সংখ্যা 24 দুটি মৌল।

ক) সমযোজী ব্যসার্ধ কাকে বলে?
খ) শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহৃত হয় কেন?
গ) 'Z' মৌলটি জটিল যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা কর।
ঘ) বোর তত্ত্বের সাহায্যে 'Y' মৌলের বর্ণালী ব্যাখ্যা যাবে কী? মতামত দাও।

বহুনির্বাচনী

১.নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক?
ক) সবুজ
খ) বেগুনি
গ) লাল
ঘ) নীল

২. নিচের কোনটি ময়েশ্চারাইজাররূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়?
ক) ডি-ন্যাচার্ড অ্যালকোহল
খ) প্রোপাইলিন অ্যালকোহল
গ) ইথিলিন গ্লাইকল
ঘ) গ্লিসারল

৩. ক্রোমাটোগ্রাফিতে নিম্নের উপাদানগুলোর অধিশোষণের সঠিক ক্র হলো- 
ক) -COOH > -OH > -`NH_2` > -CHO
খ) -CHO > -COOH > -OH > -`NH_2`
গ) -`NH_2` > -COOH > -CHO < OH
ঘ) -OH > -`NH_2` > -COOH > -CHO

৪. বরফের একটি অক্সিজেন অণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5

৫. 
বিক্রিয়াটির প্রশমন তাপের মান কত?
বিক্রিয়াটির প্রশমন তাপের মান কত?
ক) -68.0 KJ/mol
খ) -57.3 KJ/mol
গ) -55.2 KJ/mol
ঘ) -50.4 KJ/mol

৬. Ni এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে (n+l) = 4 হয়? 
ক) 3
খ) 6
গ) 7
ঘ) 8

৭. 25 degree Celcius তাপমাত্রায় `Ca(OH)_2` এর দ্রাব্যতা গুণফল `4.42\times10^{-5}` হলে দ্রাব্যতা কত?
ক) `1.111\times10^{-2}`
খ) `2.223\times10^{-2}`
গ) `2.452\times10^{-2}`
ঘ) `2.806\times10^{-2}`

৮. 
Hazard Symbol বৈদ্যুতিক ঝুঁকি


এ সতর্কতা চিহ্ন দ্বারা কী বুঝানো হয়?
ক) বৈদ্যুতিক ঝুঁকি
খ) পরিবেশ ঝুঁকি
গ) জৈব দূষক
ঘ) বিষাক্ত

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:

মৌল ইলেকট্রন বিন্যাস তড়িৎ ঋণাত্মকতা
L
`ns^2`
M
`(n+1)s^2`
Y
`ns^2np^5`
3.0

৯. `Y_2` যৌগটির প্রকৃতি-
ক) আয়নিক
খ) অপোলার সমযোজী
গ) পোলার সমযোজী
ঘ) বিশুদ্ধ সমযোজী

১০. `LY_2` অপেক্ষা `MY_2` এর-
i) গলনাংক বেশি
ii) পানিতে দ্রাব্যতা বেশি
iii) সমযোজী ধর্ম বেশি

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১১. 0.212g `Na_2CO_3` এর 20 `cm^3` দ্রবণের শক্তিমাত্রা কত হবে?
ক) 1 M
খ) 0.1 M
গ) 0.01 M
ঘ) 0.001 M

১২. নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2?
ক) `Na_2O_2`
খ) `H_2O_2`
গ) `F_2O`
ঘ) `KO_2`

১৩. `P_2O_5` এবং `H_2O` বিক্রিয়া করে X উৎপন্ন করে। X ক্ষেত্রে প্রযোজ্য-
i) ক্ষারকত্ব 3
ii) ক্ষারকত্ত্ব 2
iii) পলি প্রোটিক এসিড

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১৪. 0.005M `H_2SO_4` দ্রবণের pH কত?
ক) 1.5
খ) 2.0 
গ) 3.0 
ঘ) 2.3

১৫. সবচেয়ে দুর্বল এসিড কোনটি?
ক) `H_3BO_3`
খ) `HNO_3`
গ) `H_3PO_3`
ঘ) `HClO_2`

১৬. নিচের কোনটি রঙিন যৌগ?
ক) `MgCl_2`
খ) `CoCl_2`
গ) `Cu_2Cl_2`
ঘ) `ScCl_3`

১৭. নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ দেখায়? 
ক) Ca
খ) Na
গ) Ba
ঘ) K

১৮. `SO_2` এর ক্ষারকত্বের মান কত? 
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5

১৯. কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের-
i) অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়
ii) ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
iii) আয়নিকরণ শক্তি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

২০. `X_LY_3` লবণের দ্রাব্যতার গুণফলের একক- 
ক) `mol^5L^-5`
খ) `mol^-5L^-5`
গ) `mol^5L^5`
ঘ) `mol^-5L^5`

২১. দুধে pH নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহৃত হয়য়?
ক) লেবুর রস
খ) লঘু HCL
গ) NaOH
ঘ) `NaHCO_3`

২২. Cr পরমাণুতে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যা-
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7

২৩. সবুজ রসায়নের অন্তর্ভূক্ত-
i) কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ
ii) নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার
iii) বর্জ্য পদার্থ প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
`A^{n+}+NH_4CNS` = দ্রবণ

২৪. দ্রবণটি লাল বর্ণের হলে `A^{n+}` আয়নটি হবে-
ক) `Fe^{3+}`
খ) `Al^{3+}`
গ) `Cu^{2+}`
ঘ) `Ca^{2+}

২৫. দ্রবণটির বর্ণের কোনো পরিবর্তন না হলে-
i) `A^{n+}` আয়নের মৌলটি অবস্থান্তর মৌল
ii) ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে
iii) ছয় সন্নিবেশ সংখ্যার জটিল যৌগ গঠন করে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

ব্যবহারিক

১. পটাসিয়াম নাইট্রেট বা অক্সালিক এসিডের দ্রবণ তাপ নির্ণয় কর।
২. সরবারহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় ও অম্লীয় মূলক শনাক্ত কর।

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺