পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের print function

"Let's Do Python" এর ৯ম পর্বে স্বাগত। এই পর্বে আমরা জানব Python এর print function নিয়ে। যেহেতু আমরা আমাদের এই কোর্স/সিরিজটি কন্টিনিউ করব Python 3 এর সাথে তাই আমরা print function নিয়েই মূলত কাজ করব। Python 2 তে print একটি স্টেটমেন্ট ছিলো, ফাংশন না। স্টেটমেন্ট কী? ফাংশন কী? - এসব আমরা ধীরে ধীরে জানব। যেহেতু আমরা কোর্সটি শুরু করেছি বিগিনার লেভেল থেকে, তাই আমরা শুরুর দিকে ছোট ছোট কোডগুলো রান করে দেখব। 

পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের print function


এই পর্বে আমরা print ফাংশনের একেবারে বেসিকটুকু জানব। শুধু জানব কিভাবে print ফাংশন দিয়ে কিভাবে কোনো কিছু স্ক্রিনে শো করতে হয়। এর বিস্তারিত আমরা বিগিনার লেভেলে জানব না, ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে আমরা বিস্তারিত জানব।

print Function যেভাবে কাজ করে

১. আমরা মনে রাখব Python Programming Language একটি Case Sensitive Language। অর্থাৎ, এই ভাষায় ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা হিসেবে বিবেচিত হয়। তাই ফাংশন হিসেবে print ই লিখতে হবে, Print লেখা যাবে না বা অন্য কোনো word ও capital letter এ লেখা যাবে না।

২. print ফাংশন দিয়ে কোনো পাইথনে কোনো কিছু স্ক্রিনে শো করানো হয়। যেমন ধরুন, আমি স্ক্রিনে দেখাতে চাচ্ছি "Good Morning" লেখাটি। এর জন্য print ফাংশন ব্যবহার করে যেভাবে লিখতে হবে তা হচ্ছে, 

print ('Good Morning')

এখানে ('...') এর ... এর স্থানে যা থাকবে তাই স্ক্রিনে প্রদর্শিত হবে। 

৩. ('...' ) এর স্থানে ("...") ও ব্যবহার করা যাবে। এতে করে কোনো সমস্যা নেই। তবে এ দুটির কোনো একটি বাদ দিলে ঠিকভাবে কাজ করবে না।


print ("Good Morning")

এভাবে হলেও কাজ করবে। 

৪. যেভাবে কোড করলে তা আউটপুট দেখাবে না তার কিছু নমুনা নিয়ে দেয়া হলো।

print ("Good Morning)
print (Good Morning")
print (Good Morning)
print ('Good Morning)
print (Good Morning')
Print ("Good Morning")
prinT ("Good Morning")

নিচের ছবিতে আউটপুট দেখে এই পর্ব শেষ করি।

পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের print function
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺