পর্যায় সারণির পারমাণবিক সংখ্যা গুলো মৌলের নাম সহ সহজে মনে রাখা আমাদের জন্য খুব প্রয়োজন। তাদের গ্রুপ, তাদের পর্যায় গুলো জানাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন হতো যদি সহজে এদেরকে জেনে ফেলা যেতো। আজকে আমরা চেষ্টা করব পর্যায় সারনীর বিভিন্ন গ্রুপের মৌলসমূহকে সহজে মনে রাখার।
পর্যায় সারনীর বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ের মৌল সমূহের নাম সহজে মনে রাখার জন্য অনেকগুলো টেকনিক শেখানো হয়,অনেকগুলো আলাদা আলাদা সূত্র ব্যবহার করে, আলাদা আলাদা টেকনিক ব্যবহার করে এগুলো মনে রাখা যায়।
আমরা আজকে একটি সূত্রের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আমরা সহজে মনে রাখার চেষ্টা করব গ্রুপ 1, 2 এবং 13 থেকে 18 পর্যন্ত (17 বাদে) গ্রুপগুলোর মৌলসমূহকে।
গ্রুপ 1 (IA)
হেলেনাকে রবি ছেচে ফেলেছে।
এখানে হেলেনার প্রথম H দ্বারা হাইড্রোজেন, লে দ্বারা লিথিয়াম, Na দ্বারা সোডিয়াম এবং K দ্বারা পটাশিয়ামকে বোঝানো হয়েছে। রবির দ্বারা Rb, ছেচে দ্বারা Cs এবং ফেলেছে দ্বারা Fr কে মনে রাখা যায়।
গ্রুপ 2 (IIA)
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ।
বিরিয়ানি - Be
মোগলাই - Mg
কাবাব - Ca
সরিয়ে - Sr
বাটিতে - Ba
রাখ - Ra
এভাবে সহজেই এই গ্রুপের সদস্যের মনে রাখা সম্ভব।
গ্রুপ 13 (IIIA)
বাংলাদেশ থেকে আমরা গেলাম ইন্ডিয়া ট্যুরে।
বাংলাদেশ - B
আমরা - Al
গেলাম - Ga
ইন্ডিয়া - In
ট্যুরে - Tl
গ্রুপ থার্টিন বা থ্রি এ এর মৌল গুলোও সহজেই মনে রাখা গেল এভাবে।
গ্রুপ 14 (IVA)
কলকাতা সিটিতে গেলে স্বর্ণ পাবে।
এখানে কলকাতা, সিটি, গেলে, স্বর্ণ এবং পাবে দ্বারা ধারাবাহিকভাবে C, Si, Ge, Sn এবং Pb কে বুঝানো হয়েছে।
গ্রুপ 15 (VA)
নাফিজ আসে আন্টির বাসায়।
নাফিজের জন্য N এবং P, আসের জন্য As, আন্টির জন্য এন্টিমনি (Sb) এবং বাসায় এর জন্য Bi।
গ্রুপ 16 (VIA)
ও শেখ সিয়াম টেন-এ পড়ে।
ও এর জন্য অক্সিজেন (O), শেখ সিয়ামের জন্য S এবং Se, টেন এর জন্য Te এবং পড়ের জন্য Po হবে।
গ্রুপ 18 (VIII)
হেনা আর কারিনা যেত রমনায়।
হে - He
না - Ne
আর - Ar
কারিনা - Kr
যেত - Xe
রমনায় - Rn
আশাকরি এগুলো আপনাদের উপকারে এসেছে। পাঠগৃহ থেকে ই-বুক পেতে স্ক্রিনের নিচের দিকে বামে লেখা "ফ্রি ই-বুক" এ ক্লিক করুন।