তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক

তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের আগে আমাদের জানতে হবে তাপমাত্রার প্রধান স্কেল সমূহ কোনগুলো?

তাপমাত্রার প্রধান স্কেল সমূহ

তাপমাত্রার প্রধান স্কেল মূলত তিনটি। যথা:
  • সেলসিয়াস স্কেল (C)
  • ফারেনহাইট স্কেল (F)
  • কেলভিন স্কেল (K)
এই তিনটি মূল স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো নিচে। 

তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক

তাপমাত্রার স্কেল সমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যা করতে হবে-

  1. প্রতিটি স্কেলের (স্কেলের প্রতীক - নিম্ন স্থিরাঙ্ক)/(উচ্চ স্থিরাঙ্ক - নিম্ন স্থিরাঙ্ক) এর মানকে সমান ধরে নিয়ে সম্পর্ক স্থাপন করলেই তাপমাত্রার স্কেলসমূহের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে।
উপরের এই নিয়ম অনুসরণ করে তাহলে সমীকরণ তৈরি করা যাক।

আমরা জানি, সেলসিয়াস স্কেলের প্রতীক C, উচ্চ স্থিরাঙ্ক 100 এবং নিম্ন স্থিরাঙ্ক 0। ফারেনটাইট স্কেলের প্রতীক F, উচ্চ স্থিরাঙ্ক 212 এবং নিম্ন স্থিরাঙ্ক 32। আবার কেলভিন স্কেলের প্রতীক K, উচ্চ স্থিরাঙ্ক 373.15 এবং নিম্ন স্থিরাঙ্ক 273.15। 

এসএসসি এর শিক্ষার্থীদের জন্য কেলভিন স্কেলের স্থিরাঙ্কদ্বয় 373 এবং 273 ধরে সম্পর্ক স্থাপন করলেই হবে, তবে এইচএসসির শিক্ষার্থীদের জন্য 273.15 অর্থাৎ দশমিকের পরের সংখ্যাও গণনায় আনতে হবে।

সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন

`\frac{C-0}{100-0}=\frac{F-32}{212-32}=\frac{K-273.15}{373.15-273.15}` 

বা, `\frac C{100}=\frac{F-32}{180}=\frac{K-273.15}{100}`

বা, `\frac C5=\frac{F-32}9=\frac{K-273.15}5`

এটি তাপমাত্রার স্কেল সমূহের মধ্যে স্থাপিত সম্পর্ক।


গাণিতিক সমস্যার সমাধান

১. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে `98.4^\circ F` হলে সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?


সমাধান:
তাপমাত্রার স্কেল সমূহের মধ্যাকার সম্পর্ক থেকে আমরা জানি

`\frac C5=\frac{F-32}9`

বা, `\frac C5=\frac{98.4-32}9`

বা, `\frac C5=\frac{66.4}9`

বা, `9C=66.4times5`

বা, `C=36.89`


২. কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ দেবে?


সমাধান:

ধরি,

C এবং F স্কেলের নির্ণেয় পাঠ = x

অর্থাৎ, C = F = x


আমরা জানি, 

`\frac C5=\frac{F-32}9`

বা, `\frac x5=\frac{x-32}9`

বা, `9x-5x=-160`

বা, `x=-40`


অর্থাৎ, -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে।


৩. কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে?


সমাধান:
মনে করি, 
সেলসিয়াস স্কেলের পাঠ x
সুতরাং, ফারেনহাইট স্কেলের পাঠ x `\pm` 50

এখন তাপমাত্রার স্কেলের মধ্যাকার সম্পর্ক ব্যবহার করে F এর মান একবার x + 50, অন্যবার x - 50 ধরে হিসাব করলে x এর মান পাওয়া যাবে 22.5 এবং -102.5 ডিগ্রি। অর্থাৎ এই তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য হবে 50। 
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺