Right form of verbs আমাদের দেশের স্কুল কলেজের ইংরেজি সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রামার টপিক। আজ আমরা Right form of verbs এর কিছু নিয়ম জানবো। তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় নিয়মগুলো খুঁজে নিয়ে পড়তে পারবে Right form of verbs। তবে প্রথমে আমরা কয়েকটি নিয়ম দেখে নিই যেই নিয়মগুলো সাধারণত অন্য কোথায় পাওয়া যায় না (একেবারেই পাওয়া যায় না বলিনি, তবে সাধারণত পাওয়া যায় না।)
আমরা নিয়মগুলো দেখব উদাহারণ দিয়ে যাতে করে আমরা সহজে মনে রাখতে পারি। তাহলে শুরু করা যাক।
1. My father (come) next week.
এর উত্তর হবে My father is coming next week. কারণ next day, next week এমনকি next month এর ক্ষেত্রে তাদেরকে পুরোপুরি ভবিষ্যত হিসেবে কাউন্ট না করে নিকট ভবিষ্যত হিসেবে ধরা হবে। আর নিকট ভবিষ্যতের জন্য will দিয়ে future tense এর গঠন উত্তর হবে না।
2. Seven and three (make) ten.
এর উত্তরে makes হবে। অর্থাৎ, Seven and three makes ten. এখানে মূলত যোগ বুঝানো হয়েছে। ইংরেজিতে এমন যোগ এবং গুণের ক্ষেত্রে এমন হয়। অর্থাৎ, seven and three makes 21 হলেও makes হবে, make না।
3. Thirty days (have) April.
এখানে পরিমাণ বুঝানো হয়েছে। এমনভাবে যেকোনো ধরনের পরিমান বুঝানো হলেই তা সাধারণত singular হিসেবে কাউন্টেড হয়। তাই এর উত্তর হবে thirty days has April। একই ভাবে Thirty miles is a long distance, 5 kg sugar is too heavy ইত্যাদি হবে।
4. They prefer (offer) me to go to the mall.
5. Either he or his brothers (be) responsible for this.
Right Use of Verbs Rules in Bangla
- The sun rises (rise) in the East.
- The colour of his eyes is (be) grey.
- I shall visit the Bangladesh University of Textiles tomorrow.
- I ought to love my family.