HSC: Use of Synonym and Antonym Note PDF Download

Use of synonym and antonym এইচএসসি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সিনোনিম এবং এন্টোনিম অংশে ভালো করতে শিক্ষার্থীদেরকে ভোকাবলারি নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। তাদের সাহায্যার্থে English For Today for Class XI, XII and Alim এর বিভিন্ন ইউনিটের বিভিন্ন লেসন থেকে অনেকগুলো শব্দ বাছাই করে তাদের সিনোনিমগুলো এই পোস্টে দেয়া হলো।

এই পোস্টে শুধু Synonyms দেয়া হয়েছে।

HSC: Use of Synonym and Antonym Note PDF Download

Use of Synonym and Antonym এর এই পিডিএফ নোটটিতে থাকছে Traffic Capital of the World, What is Diaspora, Kuakata: Daughter of the sea, The Traffic Police, Why Does a Child Hate School, The Schoolboy, Bengal's face, Human Rights, September 1, 1939, Cruelties of Conflict, What is Beauty, I Died of Beauty, Eastern University, The Old Man at the Bridge, What is a Dream, Crafts in Our Time এর বিশেষ বিশেষ শব্দ গুলোর Synonym। নোটটি হাতে লেখা এবং স্ক্যান করা, তাই অনেক শব্দ বুঝতে অসুবিধা হতে পারে। কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন নিচে কমেন্ট বক্সে।

HSC: Use of Synonym and Antonym Note এর PDF Download করুন।

Synonym and Antonym কীভাবে উত্তর করব?

এই টপিককি উত্তর করার জন্য প্রথমে ভালো করে মন দিয়ে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ার চেষ্টা করতে হবে। এর পর আন্ডারলাইন করা শব্দগুলোর অর্থ জানতে হবে এবং কোন অর্থে এখানে ব্যবহৃত হয়েছে তা জানতে হবে। একই সাথে এটি কোন পার্টস অব স্পিচের অন্তর্ভূক্ত তাও খুঁজে বের করতে হবে দ্রুততার সাথে। প্রশ্নে যদি আন্ডারলাইন করা শব্দটি Noun হয় তাহলে উত্তর করার সময় Noun ই বসাতে হবে। একই সাথে অর্থ মিলে যায় কি না তা মাথায় রেখেই উত্তর করতে হবে। 

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺