Appropriate Preposition বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি ২য় পত্রের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই Appropriate Preposition এর নিয়ম খুঁজে পাওয়া যায়? অর্থ জানতে হয় আসলে। এর বাইরে কিছু টিপস এন্ড ট্রিকস। সেসব নিয়েই এই নোটটি। যেই নোটটির নাম An Easy Method of the Appropriate Preposition।
এই নোটটি পড়লে শিক্ষার্থীরা সহজে এপ্রোপ্রিয়েট প্রিপজিশন এন্সার করতে পারবে। ১৩ পৃষ্ঠার এই নোটটিতে আছে মোট ১৭ টি প্রশ্নের সমাধান এবং সেসব নিয়ে ট্রিক্স। এই ১৭টি অনুশীলন করার মাধ্যমে সহজেই বুঝতে পারবে Appropriate Preposition কীভাবে উত্তর করতে হবে তা।
নোটটি তৈরি করেন কাঠালিয়া পি.জি.এস. মাল্টিল্যাটারাল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আল মামুন স্যার। পূর্বে তিনি ইকুরিয়া মডেল হাই স্কুলসহ আরও একটি স্কুলে শিক্ষকতা করেছেন। তার অনুমতিক্রমে নোটটি পাঠগৃহ নেটওয়ার্ক সংগ্রহ করেছে শিক্ষার্থীদের মাঝে সহজলভ্য করে দেয়ার জন্য।
মোহাম্মদ আল মামুন স্যারের ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকেন। তার ইউটিউব চ্যানেল "Al Mamun English" ঘুড়তে এখানে ক্লিক করুন।
নোটটি ডাউনলোড করতে ক্লিক করুন "Download Appropriate Preposition Note for Students' PDF" লেখাটিতে।
কিছু Appropriate Preposition এর উদাহারণ
- Absent from - অনুপস্থিত
- Abstain from - বিরত থাকা
- Absorbed in - মগ্ন থাকা
- According to - অনুসারে
- Accuse of - অভিযুক্ত করা
- Acquainted with - পরিচিত
- Addicted with - খারাপ কাজে আসক্ত
- Adhere to - লেগে থাকা
- Afraid of - ভীত
- Affectionate to - স্নেহপূর্ণ