অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাংলাদেশের স্কুল-কলেজের ইংরেজি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রশ্ন থেকে ফুল মার্ক পাওয়াও সহজ, তবে এর জন্য প্রয়োজন বেশি বেশি এপ্রোপ্রিয়েট প্রিপজিশন শুধু না, ভোকাবোলারি এবং বিভিন্ন ইংরেজি বাক্যের অর্থ সহ অনুশীলন করা।
Appropriate Preposition এ ভালো করার জন্য যা করতে হবে তার মধ্যে দুটি বিষয় হলো-
- বেশি বেশি Phrase এর অর্থ জানা
- বেশি বেশি প্রশ্নের উত্তর অনুশীলন করা।
প্রশ্নের উত্তর অনুশীলন করার জন্য ভালো একটি শীট (PDF) ডাউনলোড করতে দেখুন: Appropriate Preposition Note।
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্টের এই নোটটিতে যা যা থাকছে।
- নোটটিতে পৃষ্ঠা সংখ্যা ১০।
- সাইজ ৬২১ কিলোবাইট।
- ভেতরে আছে ৩০০ এর বেশি Appropriate Preposition।
- সাথে রয়েছে বাংলা অর্থ।
- একই সাথে আছে উদাহারণ যা সহজে তার ব্যবহার বুঝতে সহায়তা করবে।
Appropriate Preposition List with Bangla Meaning এর ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:
- HSC: Modifier A to Z Note (PDF Download)
- CV Writing Format with Cover Letter PDF Download (SSC and HSC)
- Difference Between Online Class and Campus Class
পাঠগৃহ নেটওয়ার্ক-এর অনুমিত ছাড়া এই নোট/পিডিএফ কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ।