ক্লাস সিক্স থেকে ইনটারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক ক্লাসেরই ইংরেজি প্রথম পত্র সিলেবাসের অংশ হিসেবে রিএরেঞ্জমেন্ট থেকে থাকে। পরীক্ষায় ভালো নাম্বার-খারাপ নাম্বার পাওয়া অনেকটাই এর উপর নির্ভর করে অনেক সময়। যদি রিএরেঞ্জে ১০ এ ১০ পাওয়া যায়, তবে পরীক্ষায় অনেক খানি এগিয়ে যাওয়া যায়। আর যদি Rearrangement এ কোনো একটি ভুল হয়, তবে তার পরবর্তীগুলোও ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকগুণ। ফলে ফলাফল খারাপ হয়ে যেতে পারে সহজেই। সুতরাং পরীক্ষায় ভালো মার্ক্স তুলতে চাইলে Re-arranging এ ভালো করার বিকল্প নেই।
Re-Arrangement এ কীভাবে ভালো করা যায়?
সময়কাল, টেন্স, ঘটনাপ্রবাহ এসব খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজকে এসব বিষয়ে কথা বলবো না, সে জন্য অন্য কোনো একদিন নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজিব হবো। আজ যেটুকু বলতে চাই তা হলো, টিপস এন্ড ট্রিক্স হিসেবে অনেক কিছুই শেখানো যেতে পারে, তবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই আজকে শুধু প্র্যাকটিস করতেই বলব। প্র্যাকটিসের জন্য ইকুরিয়া মডেল হাই স্কুলের শিক্ষক (বর্তমান চর বাঘাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ইয়াসিন রাসেল স্যার বিভিন্ন বই, সাজেশন, বিগত বছরের প্রশ্ন ইত্যাদি থেকে খুঁজে কমন উপযোগী ৬৫ টি Re-Arranging এর প্রশ্ন ও উত্তর এক জায়গায় করেছিলেন। তার থেকে 'পাঠগৃহ নেটওয়ার্ক' সেই শীটটি সংগ্রহ করেছে তোমাদের জন্য।
PDF Sheet টিতে কী কী থাকছে?
পিডিএফ শিটটিতে থাকছে ৫০+টি (যদিও মূল শীটে ৬৫টি ছিলো)। এই ছাপ্পান্নটি Re Arrange প্রশ্নের টাইটেল গুলো নিচে দেয়া হলো।
- Robert Bruce
- Emperor Akbar
- Hatem Tai
- Taimur
- Napoleon Bonaparte
- The Lion and the Mouse
- Two Friends and a Bear
- Sheikh Saadi and Robbers
- Sheikh Saadi and His Dress
- A Farmer and a Golden Purse
- The Pied Piper of Hamelin
- Witty King
- Two Beggars
- Lord Buddha
- Androcles and The Lion
- Socrates
- Nobel Prize
- A Dog and Two Crow
- A Lad and a Sage
- Kazi Nazrul Islam
- Rabindranath Tagore
- William Shakespeare
- A Thirsty Crow
- Ibn Batuta
- Abraham Lincoln
- A King Lear
- Begum Rokeya
- Mother Teresa
- King Solomon and Queen of Sheba
- Lui Pasteur
- Gulliver
- Thomas Alva Edison
- Devotion to Mother
- Alexander Fleming
- Martin Luther King
- Joynul Abedin
- Dr. Muhammad Sahidullah
- The King and an Astrologer
- Snow White
- Marco Polo
- William Somerset Maughm
- King Midas
- Iswar Chandra Vidyasagor
- A Farmer and a Rich Man
(একই নামের একাধিক ভিন্ন গল্পের ভিন্ন ভিন্ন প্রশ্ন এবং উত্তর সংযোজন কর হয়েছে।
পিডিএফ শীটটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Re-Arrange এর উত্তর খাতায় কীভাবে লিখতে হয়?
যদি Rewrite the passge বলা থাকে তবে সঠিক ক্রমটি লিখে পুরো প্যাসেজটি নতুন করে লিখতে হয়। নয়তো শুধু সঠিক সিরিয়াল অনুযায়ী অ্যারেঞ্জ করে দিলেই হয়। এখন এই অ্যারেঞ্জমেন্ট ৩ ভাবে করা যায়।
- h -> c -> a ... সরাসরি এমন করে মাঝে অ্যারো দিয়ে এক লাইনে লিখে দেয়া যায়।
- Table করে উপরের Row তে সিরিয়াল নাম্বার এবং নিচের Row তে সঠিক ক্রম বসিয়ে।
- Table করে Left Coloumn এ সিরিয়াল নাম্বার এবং Right Column এ সঠিক ক্রম বসিয়ে।
এই তিন নিয়মের মধ্যে যে নিয়মটি তোমাদের শিক্ষকেরা অনুসরন করতে বলবে, সেই নিয়ম অনুযায়ী উত্তর করাই উচিত হবে।
ইয়াসিন রাসেল স্যারের সিভি ফরমেটের আদলে CV Writing Format for SSC Exam and HSC Exam দেখতে ক্লিক করুন লিংকড আর্টিকেলে।
এই শীট অনুমতি ব্যতিত অন্য কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।