HSC Botany ৮ম অধ্যায়: টিস্যু ও টিস্যুতন্ত্র PDF

এই অধ্যায় শেষে যা যা সম্পর্কে জানব

  • ভাজক টিস্যু
  • ভাজক টিস্যুর প্রকারভেদ
  • টিস্যুতন্ত্র

HSC Botany ৮ম অধ্যায়: টিস্যু ও টিস্যুতন্ত্র PDF

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা 'ক' নং প্রশ্ন

১. প্রোক্যাম্বিয়াম বলতে কী বোঝায়?

উত্তর: শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বিভাজিত হয়ে ভাস্কুলার বান্ডল গঠন করে তাদেরকে প্রোক্যাম্বিয়াম বলে।

২. স্টিলি কি? 

পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।

৩. পেরিসাইকল কি?

অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুই হলো পেরিসাইকল।

৪. লেন্টিসেল কি?

লেন্স আকৃতির রন্ধ্র বিশিষ্ট এলাকা এবং এর নিচে অবস্থিত কমপ্লিমেন্টারি কোষের অঞ্চল মিলিতভাবেই হলো লেন্টিসেল।

৫. সেকেন্ডারি বৃদ্ধি কি?

সেকেন্ডারি টিস্যু সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের মূল, কান্ড ও তাদের শাখা প্রশাখার বেড়ে উঠা তথা ব্যাসের বৃদ্ধি হওয়াই হলো উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি।

৬. মেটাজাইলেম কি?

মোটা গর্তযুক্ত ভেসেলকেই মেটাজাইলেম বলে।

৭. হ্যাড্রোসেন্ট্রিক কাকে বলে?

যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রে অবস্থান করে এবং সম্পূর্ণরূপে ফ্লোয়েম দিয়ে বেষ্টিত থাকে, তাকে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল বলে।

৮. হাইডাথোড কি?

উদ্ভিদে পানির বহিঃক্ষরণকারী ছিদ্রই হলো হাইডাথোড।

৯. এপিব্লেমা কি?

এপিব্লেমা হলো উদ্ভিদের মূলের ত্বক।

১০. ক্যাম্বিয়াম কি?

দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত এক ধরনের ভাজক টিস্যুই ক্যাম্বিয়াম।

১১. কোন বিজ্ঞানী কত সালে ক্যাসপেরিয়ান স্ট্রিপ লক্ষ্য করেন। 

- বিজ্ঞানী ক্যাসপেরি ১৮৬৫ সালে। 

গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন বা 'খ' নং প্রশ্ন

১. অন্তঃস্টিলিয় বলতে কি বুঝ?

পরিবহন টিস্যুগুচ্ছ ছাড়া পেরিসাইকল স্তর হতে মূল ও কান্ডের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে অন্তঃস্টিলিয় অঞ্চল বলে। অন্তঃস্টিলিয় অঞ্চল পেরিসাইকল, মজ্জা ও মজ্জারশ্মি নিয়ে গঠিত। এ স্তর থেকে ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। 

২. ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে?

উদ্ভিদের অন্তঃত্বকের কোষগুলোর ভেতরের প্রাচীর ফিতার ন্যায় লিগনিন ও সুবেরিনের আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। একেই  ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। অনেক সময় এ স্তরে প্রচুর শ্বেতসার কণিকা জমা হয়, তখন একে শ্বেতসার আবরণও বলে। 

৩. সমদ্বিপার্শীয় ভাস্কুলার বান্ডল বলতে কি বুঝ?

একই গুচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম উভয় প্রকার টিস্যু পাশাপাশি সংযুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। যে সংযুক্ত ভাস্কুলার বান্ডলের জাইলেম টিস্যুর উভয় পাশে এবং একই ব্যাসার্ধে ফ্লোয়েম টিস্যু অবস্থান করে, তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। এটি মুক্ত ধরনের হয়।

৪. ভাস্কুলার বান্ডল কাকে বলে?

উদ্ভিদ দেহের অভ্যন্তরে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছই হলো ভাস্কুলার বান্ডল৷ উদ্ভিদদেহের কান্ডে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থান করে এক একটি বান্ডল সৃষ্টি করে। অন্যদিকে মূলে জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথক ব্যাসার্ধে থেকে পৃথক পৃথক বান্ডল সৃষ্টি করে। ভাস্কুলার বান্ডল বিভিন্ন রকম হয়। যেমন- সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক ইত্যাদি।

৫. গৌণ ভাজক টিস্যু বলতে কি বুঝ?

যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়, তাকে গৌণ ভাজক টিস্যু বলে। স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে গৌণ ভাজক টিস্যুর সৃষ্টি করে৷

গুরুত্বপূর্ণ প্রয়োগ ও অনুধাবনমূলক প্রশ্ন বা 'গ' এবং ঘ' নং প্রশ্ন

  • কাজের ভিত্তিতে ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস।
  • অবস্থান ও উৎপত্তির উপর ভিত্তি করে ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস। 
  • ভাজক টিস্যুর সাথে কর্টেক্স অঞ্চলের টিস্যুর গঠনগত পার্থক্য আলোচনা কর।
  • জাইলেম ও ফ্লোয়েম এর অবস্থান ও গঠন উদ্ভিদের অংশভেদে ভিন্ন৷ - বিশ্লেষণ কর।
  • জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম টিস্যুর কাজ লেখো। 
  • পরিবহন টিস্যুতন্ত্রের জৈবিক গুরুত্ব লেখ।
  • অরীয় ভাস্কুলার বান্ডল অন্য টিস্যুগুচ্ছ থেকে আলাদা- ব্যাখা কর।
  • টিস্যুগুচ্ছের বৈচিত্রতার কারণ।
  • একবীজবপত্রী উদ্ভিদের মূল ও কান্ড এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন সম্পর্কিত যত ধরনের প্রশ্ন তৈরি করা যায়, সব।


অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্

১. শিক্ষক ছাত্রদের উদ্ভিদের একটি অংশ দেখিয়ে বললেন, "এখানে যে কোষগুচ্ছ রয়েছে তার বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৌর্ঘ্য ও ব্যাস বৃদ্ধি পায়। কোষগুলো প্রাচীর পাতলা এবং নিউক্লিয়াস বড় আকারের।

ক) ক্যাম্বিয়াম কি?

খ) পরিবহন টিস্যু বলতে কি বুঝ?

গ) উদ্দীপকে উল্লেখিত কোষগুচ্ছের কোষ বিভাজন এবং কাজ অনুসারে শ্রেণিবিন্যাস কর।

ঘ) উদ্দীপকে বর্ণিত টিস্যুর সঙ্গে কর্টেক্স অঞ্চলের টিস্যুর গঠনগত পার্থক্য বিশ্লেষণ কর।

- আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

২. প্রোক্যাম্বিয়াম থেকে উৎপন্ন টিস্যুতন্ত্র যার বিন্যাস ফার্ন, কলাবতী, কচু, কুমড়া উদ্ভিদে ভিন্ন। আবার এদের মূল ও কান্ডের পরিবহন টিস্যুতন্ত্রের বিন্যাস পদ্ধতিও ভিন্ন।

ক) ফটোফসফোরাইলেশন কি?

খ) পত্ররন্ধ্রের গুরুত্ব লিখ 

গ) উদ্দীপকের একটি একবীজপত্রী উদ্ভিদ শনাক্ত কর ও মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আঁক।

ঘ) পরিবহন টিস্যুতন্ত্রের বিন্যাস পদ্ধতি মূল ও কান্ডে বিভিন্ন- ব্যাখ্যা কর


জীববিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের উপর এইচএসসি ২০২১ এবং ২০২২ এর শিক্ষার্থীদের জন্য পাঠগৃহ নেটওয়ার্ক নিয়ে এসেছে ৫৪ পৃষ্ঠার ই-বুক "শর্ট সিলেবাসের বেস্ট সাজেশন" সিরিজের প্রথম ই-বুকটি। ই-বুকটি সংগ্রহ করতে Collect E-Book এ ক্লিক করুন। 


PDF Download

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺