এই লেখাটি মূলত এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে মাথায় রেখে লেখা হয়েছে। শুরুতেই বিগত বছরের প্রশ্নগুলো দেখা যাক।
১. কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন? (পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০১৭-১৮ এবং দিনাজপুর বোর্ড, ২০১৬)
ক) মাইকেল ফ্যারাডে
খ) আলবার্ট আইন্সটাইন
গ) ম্যাক্স প্লাংক
ঘ) নিউটন
উত্তর: খ) আলবার্ট আইন্সটাইন
২. পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? (ঢাকা বোর্ড, ২০১৭)
ক) রবার্ট হুক
খ) রজার বেকন
গ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
ঘ) আইজ্যাক নিউটন
উত্তর: গ) লিউনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাস, এ পর্যন্তই! মাত্র দুটিই। এর বাইরে গিয়ে পড়তে চাইলে চলুন শুরু করা যাক।
থেলেস (খ্রিস্টপূর্ব ৬২২-৫৬৯)
বিজ্ঞানী থেলেস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বানীর জন্য বিখ্যাত ছিলো।
পিথাগোরাস (খ্রিস্টপূর্ব ৫৬০-৪৮০)
জ্যোতির্বিদ্যা, গণিত এবং শব্দবিজ্ঞানে দারুণ অবদান রাখেন পিথাগোরাস।
ইউক্লিড (অজানা - খ্রি. পূ. ৩০০)
জ্যামিতি এবং আলোকবিজ্ঞানের অনেক মূল্যবান গবেষণালব্ধ তথ্য প্রদান করেন বিজ্ঞানী ইউক্লিড।
আর্কিমিডিস (খ্রি. পূ. ২৮৭-২১২)
লিভারের নীতি, উদস্থিতি বিদ্যার সূত্র, গোলীয় দর্পনের সাহায্যে সূর্য রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল ইত্যাদি আবিষ্কারের সাথে বিজ্ঞানী আর্কিমিডিসের নাম জড়িয়ে আছে ওতোপ্রোতোভাবে।
গ্যালিলিও গ্যালিলি (১৫৬৪-১৬৪২)
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ৩ টি সূত্র প্রদান করেন। ১৬১০ সালে তিনি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, পানি উত্তোলনের যন্ত্র, বায়ু থার্মোস্কোপও তার আবিষ্কার।
অন্যান্য বিজ্ঞানীদের আরও কিছু আবিষ্কার বহুনির্বাচনি প্রশ্ন আকারে দেখা যাক।
১. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক) নিউটন
খ) জেমস ওয়াট
গ) নীলস বোর
ঘ) আলবার্ট আইন্সটাইল
উত্তর: খ) জেমস ওয়াট
২. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে?
ক) জন ডাল্টন
খ) রাদারফোর্ড
গ) নীলস বোর
ঘ) নিউটন
উত্তর: গ) নীলস বোর
৩. প্রকৃতির ইতিহাস সম্পর্কিত প্রথম এনসাইক্লোপিডিয়া লেখেন কে?
ক) ডারউইন
খ) আল মাসুদী
গ) রজার বেকন
ঘ) স্টিফেন হকিংস
উত্তর: খ) আল মাসুদী
৪. প্রাচীন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট কীসে অবদান রাখার জন্য স্মরণীয়?
ক) গণিত
খ) রসায়ন
গ) চিকিৎসা
ঘ) পদার্থবিদ্যা
উত্তর: ক) গণিত
৫. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?
ক) আর্কিমিডিস
খ) নিউটন
গ) আইন্সটাইন
ঘ) আব্দুস সালাম
উত্তর: ক) আর্কিমিডিস
৬. সরন, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) ইউক্লিড
ঘ) মহাবীর
উত্তর: খ) গ্যালিলিও
৭. বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক) গ্যালিলিও
খ) নিউটন
গ) আইন্সটাইন
ঘ) ম্যাক্স প্লাংক
উত্তর: খ) নিউটন
মনে রাখার জন্য
১. আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন আলবার্ট আইন্সটাইন।
২. কোয়ান্টাম তত্ত্ব দেন ম্যাক্স প্লাংক এবং সম্প্রসারিত করেন আলবার্ট আইন্সটাইন।
এছাড়াও,
১. বৈদ্যুতিক ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে।
এই পর্যন্তই থাক। এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তিতে যদি প্রশ্ন আসে এই টপিকের উপর, তবে এগুলোই যথেষ্ট হবে ইন শা আল্লাহ।