একক সম্পর্কে বিস্তারিত পড়ে এই আর্টিকেলটি পড়তে এসেছেন তো? যদি একক সম্পর্কে বিস্তারিত না পড়ে থাকেন তবে পড়ুন: পদার্থবিজ্ঞান সংশ্লিষ্ট এককের চৌদ্দগুষ্ঠি উদ্ধার।
মৌলিক একক এবং লব্ধ একক (যৌগিক একক) এর মধ্যাকার পার্থক্য লিখ। (এসএসসি)
১. যে সকল একক স্বাধীন, অন্য এককের উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক একক বলে। অন্যদিকে যে সকল একককে এক বা একাধিক মৌলিক একক দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে লব্ধ একক বলে।
২.মৌলিক রাশির একককে মৌলিক একক বলে। লব্ধ বা যৌগিক রাশির একককে লব্ধ একক বলে।
৩. দৈর্ঘ্যের একক, সময়ের একক, ভরের একক হলো মৌলিক এককের উদাহারণ। অন্যদিকে ক্ষেত্রফের একক, বলের একক, ক্ষমতার একক হলো লব্ধ এককের উদাহারণ।
"বলের একক নিউটন একটি লব্ধ একক"- ব্যাখ্যা কর। (এসএসসি)
বলের একক নিউটন (N)।
আমরা জানি, বল = ভর x ত্বরণ
সুতরাং, বলের একক = ভরের একক x ত্বরণের একক।
সুতরাং, N = kgms^-2
যেহেতু বলের একককে একাধিক মৌলিক একক দ্বারা প্রকাশ করা সম্ভব, সেহেতু বলের একক নিউটন একটি লব্ধ একক।
দেখাও যে, ক্ষমতার একক একটি লব্ধ একক। (এসএসসি)
আমরা জানি, ক্ষমতার একক ওয়াট (W)
ক্ষমতা = কাজ/সময়
বা, ক্ষমতা = (বল x সরন)/সময় = (ভর x ত্বরণ x সরন)/সময়।
সুতরাং ক্ষমতার এককও... ... (পূর্বের প্রশ্নের উত্তরের মতো)
এক কেলভিন কাকে বলে? (এসএসসি, কুমিল্লা বোর্ড, ২০১৬)
কেলভিন: পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলা হয়।
এককের সঠিক ক্রম কোনটি? (এইচএসসি, ঢাকা বোর্ড, ২০১৬)
ক) পারসেক > মেগামিটার > এংস্ট্রম > আলোকবছর
খ) আলোকবছর > পারসেক > মেগামিটার > এংস্ট্রম
গ) পারসেক > আলোকবছর > মেগামিটার > এংস্ট্রম
ঘ) এংস্ট্রম > পারসেক > মেগামিটার > আলোকবছর
উত্তর: (গ)
কোনটি দ্বারা এক পিকো বুঝায়? (এইচএসসি, সিলেট বোর্ড, ২০১৫ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০১৬-১৭)
উত্তর: 10^-12
নিচের কোনটি মৌলিক একক? (ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৬-১৭)
ক) কুলম্ব
খ) অ্যাম্পিয়ার
গ) ভোল্ট
ঘ) ও'ম
উত্তর: খ) অ্যাম্পিয়ার