এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ
- পরিশোষন
- পত্ররন্ধ্র
- সালোকসংশ্লেষণ
- শ্বসন
- ক্রেবস চক্র
- রক্ষীকোষ
- ATP, NADP
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা ‘ক’ নং প্রশ্ন
১. নিষ্ক্রিয় পরিশোষণ কি?
যে পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, তাকে নিষ্ক্রিয় পরিশোষণ বলে।
২. ফটোরেসপিরেশন কি?
আলোর সাহায্যে অক্সিজেন গ্রহন এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করার প্রক্রিয়াই ফটোরেসপিরেশন।
৩. ফার্মেন্টেশন কি?
কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অনু অসম্পূর্ণভাবে জারিত হয়ে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন করার প্রক্রিয়াই হলো ফার্মেন্টেশন।
৪. CAM কি?
সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন বিজারনের একটি পথ হলো CAM বা Crassulacean Acid Metabolism।
৫. প্লাজমোলাইসিস কি?
বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষের পানি বেরিয়ে যাওয়ার ফলে প্রোটোপ্লাজমের সংকোচনই হলো প্লাজমোলাইসিস।
৬. সালোকসংশ্লেষণ কাকে বলে?
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো, পানি, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
৭. ক্র্যাঞ্জ এনাটমি কাকে বলে?
C4 উদ্ভিদের পাতার অন্তঃগঠনে পরিবহন টিস্যুর চারদিকে বান্ডল সীথ এবং একে ঘিরে যে মেসোফিল টিস্যুর বিন্যাস, তাদেরকেই ক্র্যাঞ্জ এনাটমি বলা হয়।
৮. গ্লাইকোলাইসিস কি?
যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাওরুভিক এসিডে পরিণত হয় তাই গ্লাইকোলাইসিস।
৯. কার্বন আত্তীকরণ কাকে বলে?
যে প্রক্রিয়ায় পরিবেশের মুক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে তাকেই কার্ন আত্তীকরণ বলে।
১০. C3 উদ্ভিদ কারা?
যে সব উদ্ভিদের ক্যালভিন চক্র ৩ কার্বন বিশিষ্ট ৩- ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয়, সে সব উদ্ভিদই হলো C3 উদ্ভিদ।
১১. ATP এর পূর্ণরূপ কি?
Adenosine Triphosphate.
১২. NADP এর পূর্ণরূপ কি?
Nicotinamide Adenine Dinucleotide Phosphate.
১৩. ETC কি? ETS কি?
Electron Transport Chain, Electron Transport System।
বিশেষ ই-বুক
জীববিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের উপর এইচএসসি ২০২১ এবং ২০২২ এর শিক্ষার্থীদের জন্য পাঠগৃহ নেটওয়ার্ক নিয়ে এসেছে ৫৪ পৃষ্ঠার ই-বুক "শর্ট সিলেবাসের বেস্ট সাজেশন" সিরিজের প্রথম ই-বুকটি। ই-বুকটি সংগ্রহ করতে Collect E-Book এ ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ অনুধাবমূলক প্রশ্ন বা ‘খ’ নং প্রশ্ন
১. সবাত ও অবাত শোষণ বলতে কি বুঝ?
যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শোষণ বলে।
অন্যদিকে, যে শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না এবং অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে অবাত শ্বসন বলে।
২. পানির সালোকবিভাজন বলতে কি বুঝ?
ফটোসিনথেসিসি প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তা অচক্রীয় ফটোফসফোরাইলেশন পর্যায়ে পানির ভাঙনের ফলে সৃষ্টি হয়। পানির এরূপ ভাঙনকে পানির সালোকবিভাজন বলে। এর ফলে ফটোসিস্টেম-২ যে ইলেক্ট্রন হারায়, পানি থেকে ইলেকট্রন এসে তার ঘাটতি মেটায়।
৩. ATP এবং NADPH2 কে আত্তীকরণ শক্তি বলা হয় কেন?
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে সূর্যের আলোকে ATP এবং NADPH2 তে আবদ্ধ করে যা উদ্ভিদ শ্বসনের কাজে ব্যবহৃত হয়। একারণেই এদেরকে আত্তিকরণ শক্তি বলা হয়। এই শক্তি ক্লোরোপ্লাস্টে অবস্থিত কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
৪. অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কি বুঝ?
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ATP তৈরির প্রক্রিয়াকেই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। এ প্রক্রিয়াতে কতগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রন NADH বা FADH2 থেকে O2-তে স্থানান্তরিত হয়।
৫. সাইটোপ্লাজমিক শ্বসন বলতে কি বুঝ?
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিডে পরিণত হয়। এই গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে। একারণেই একে সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়।
৬. প্রস্বেদনের নেতিবাচক দিকগুলো উল্লেখ কর।
প্রস্বেদনের নেতিবাচক দিকগুলো হলো:
ক) দেহ থেকে বাষ্পাকারে পানি বের করতে শক্তির অপচয় হয়।
খ) অনেক সময় শোষিত পানির অপচয় ঘটে।
গ) অতিরিক্ত প্রস্বেদন অনেকসময় উদ্ভিদের মৃত্যু ঘটায়।
গুরুত্বপূর্ণ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বা 'গ' এবং 'ঘ' নং প্রশ্ন
- পত্ররন্ধ্রের গঠন ও উদ্ভিদের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের ভূমিকা।
- পত্ররন্ধ্রের চিহ্নিত চিত্র অংকন।
- পত্ররন্ধ্র ও পানি পত্ররন্ধ্রের মধ্যে তুলনা করো।
- রক্ষীকোষের গঠন ও কাজ লেখ।
- পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার আধুনিক মতবাদ, এতে রক্ষীকোষের ভূমিকা এবং pH এর ভূমিকা ব্যখ্যা কর।
- প্রস্বেদনের মাধ্যমে বৃষ্টিপাতের সম্ভাবণা বৃদ্ধি পাওয়ার কারণ/যৌক্তিকতা।
- সালোকসংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া।
- সালোকসংশ্লেষণের গুরুত্ব।
- C3 এবং C4 এর মধ্যে পার্থক্য।
- হ্যাচ ও স্ল্যাক গতিপথ (রেখাচিত্রসহ)।
- সালোকসংশ্লেষণে প্রভাবকের ভূমিকা।
- অক্সিজেন ছাড়া গ্লুকোজের সম্পূর্ণ জারণ সম্ভব নয় কেন?
- গ্লাইকোলাইসিস ব্যাখ্যা (ছকসহ)।
- ক্রেবস চক্রের গুরুত্ব।
- শ্বসন ও সালোকসংশ্লেষণের মধ্যে তুলনা/পার্থক্য/মিল এবং অমিল।
- সবাত শ্বসনের ATP এর হিসাবের ছক।
অনুশীলনের জন্য ২টি সৃজনশীল প্রশ্ন
১. ক: আম ও কাঁঠাল
খ: ইক্ষু ও ভুট্টা
ক) লিমিটিং ফ্যাক্টর কি?
খ) খনিজ লবণ পরিশোষণ সাধারণত সক্রিয় শোষণ ঘটে থাকে কেন?
গ) 'খ' এর উদ্ভিদসমূহের খাদ্য তৈরির প্রক্রিয়া রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
ঘ) উদ্দীপকের 'ক' এবং 'খ' এর উদ্ভিদগুলোর খাদ্য তৈরির প্রক্রিয়ার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
২. উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজে গ্যাসের বিনিময় একটি রন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হয়।
ক) NADP এর পূর্ণরূপ লেখ।
খ) সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য লেখ।
গ) উদ্দীপকে উল্লেখিত রন্ধ্রটির গঠন ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লেখিত রন্ধ্রটির খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে আধুনিক মতবাদ বিশ্লেষণ কর।
- প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন
- দ্বিতীয় অধ্যায়: কোষ বিভাজন
- তৃতীয় অধ্যায়: কোষ রসায়ন
- চতুর্থ অধ্যায়: অনুজীব
- পঞ্চম অধ্যায়: শৈবাল ও ছত্রাক
- সপ্তম অধ্যায়: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ