কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত? (২০২১)

বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নেয়ার আগে কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত তা জানা গুরুত্বপূর্ণ। এতোদিনে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ভর্তির জন্য আবেদন শুরু হয়ে অনেক ক্ষেত্রে শেষও হয়ে গেছে। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনটিতে কোন বিভাগের জন্য কত আসন বরাদ্দ আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে ২/১টি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা জানানোর চেষ্টা করব। 

বি.দ্র: আসন সংখ্যা হুবহু এমন নাও হতে পারে। আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য আপনি ক্ষতিগ্রস্থ হন, এটা আমরা কখনোই চাই না।

কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত? (২০২১)


ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলোতে আসন সংখ্যা কত?

বাংলাদেশে ৫ টি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্স) শুধু টেক্সটাইলের জন্য বিশেষায়ীত৷ বাকি ৪ টি হলো বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট৷ আসুন দেখে নিই বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটে কতটি করে আসন বরাদ্দ আছে।

  • বুয়েট – ১,২১৫
  • চুয়েট – ৯০১
  • রুয়েট – ১,২৩৫
  • কুয়েট – ১,০৬৫

 

বুটেক্সে আসন সংখ্যা কত?

বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সে মোট ১০টি ডিপার্টমেন্টে সর্বমোট আসন সংখ্যা ৬০০। ৫টি ডিপার্টমেন্টে আসন সংখ্যা ৮০ করে, এবং অন্য ৫ টিতে ৪০ করে।


গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে?

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয় সংখ্যা মোট ২০টি। এর মধ্যে ৯ টি সাধারণ বিশ্ববিদ্যালয়, ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়। সাধারণ বিশ্ববিদ্যালয় গুলোর কোনটিতে আসন সংখ্যা কত তা জেনে নেয়া যাক।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২,৭৬৫টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ১২৪৫, মানবিকের জন্য ৮৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৫২০টি আসন বরাদ্দ রয়েছে। এছাড়া ১৫০টি আসন রয়েছে চারুকলা বিভাগে।


ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

কুষ্টিয়াতে অবস্থিত ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২,৩০৫টি। এর মধ্যে আলাদা করে বলতে গেলে মানবিকের জন্য ১,৪৭১ টির বিপরীতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ আছে ৫৫০ ও ৪৫০টি করে।


খুলনা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য ৬৫০,  ব্যবসায় শিক্ষার জন্য মাত্র ৯১ এবং মানবিকের জন্য ৪৩৫টি আসন বরাদ্দ। সর্বমোট ১,২১৭টি আসন।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সায়েন্স, কমার্স ও আর্টসের জন্য ৫১৫, ২৫২ এবং ২৭৩টি করে যা সর্বমোট ১,১৯০টি।


গুচ্ছে থাকা অন্যান্য সাধারন বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা

  • জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় - বিজ্ঞান ২৭২, ব্যবসায় ২৪৮ এবং মানবিক ৫৪০
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - বিজ্ঞান ৬৯২, ব্যবসায় ২৮১ এবং মানবিক ৩৯৮
  • বরিশাল বিশ্ববিদ্যালয় - বিজ্ঞান ৬৪৯, ব্যবসায় ৩০২ এবং মানবিক ৪৬৩
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - ব্যবসায় ৩৫ এবং মানবিক ১২০
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় - বিজ্ঞান ৩০, ব্যবসায় ৩০, সবার জন্য (মানবিক) ৩০


গুচ্ছে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোতে আসন সংখ্যা কত?

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাস্ট) সহ অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিচের ছকে দেখানো হলো:


বিশ্ববিদ্যালয়বিজ্ঞানবাণিজ্যমানবিক
শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১,২১০৮৩৩১০
হাজী মোহাম্মদ দানেশ
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
১,৩৬০২৮০৩৬৫
মাওলানা ভাসানী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭৩৩৫৪২৮
নোয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯৭০১২৯১৮৬
যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬৮৫১৪০১০০
পাবনা বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬৫০১২৫১৪৫
রাঙামাটি বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭৫৭৫-
বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা
মুজিব বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯০৩০৩০
পটুয়াখালী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
---
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
---


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

বিজ্ঞান বিভাগের জন্য শুধু ১০০টি বরাদ্দ। অন্য কোনো বিভাগের জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসন নেই। 


এছাড়াও,

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় - মোট ১৮০
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় - শুধু বিজ্ঞান বিভাগ
  • বাংলাদেশ মেরিন একাডেমি - ৭৬৩
  • জাতীয় বিশ্ববিদ্যালয় - ৩,৯১,০৫৫
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় - ৭৭৭
  • ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় - ১,১৯৬


ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?


ইউনিটআসন সংখ্যা
ক ইউনিট১,৭৯৫
খ ইউনিট২,৩৬৩
গ ইউনিট১,২৫০
ঘ ইউনিটবি-১,১১৭,
মা-৫৩,
ব্য-৪০০
চ ইউনিট১৩৫
আইবিএ১২০


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

ইউনিটছাত্রছাত্রী
A ইউনিট২৩৫১৭৫
B ইউনিট১৬৩১৬৩
C ইউনিট--
C1 ইউনিট--
D  ইউনিট১৬০১৬০
E  ইউনিট১০০১০০
F ইউনিট৩০৩০
G ইউনিট২৫২৫
H ইউনিট২৮২৮
I  ইউনিট১৫১৫


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

  • A ইউনিট: কলা অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ৯৪১ টি, চারুকলা অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ১২০ টি।
  • B ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ৫১০ টি, ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এ আসন সংখ্যা রয়েছে ৫০ টি।
  • C ইউনিট: বিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ৬৬০ টি, প্রকৌশল অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ২৮২ টি।
  • D ইউনিট: জীব ও ভূবিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ৪৪০ টি, কৃষি অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ২১২ টি।
  • E ইউনিট: আইন অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ১৬০ টি, ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগে আসন সংখ্যা রয়েছে ৭৪৮ টি, এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ আসন সংখ্যা রয়েছে ৫০ টি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগ রয়েছে ৪৮টি এবং ইনস্টিটিউট রয়েছে ৬টি। এই মোট ৪৮ বিভাগ এবং ৬ টি ইন্সটিটিউটে মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এ ইউনিটে ১,২১২, বি ইউনিটে ১,২২১, সি ইউনিটে ৪৪১, ডি ইউনিটে ১,১৬০টি। বি১ এ ১২৫ এবং ডি১ এও আছে ৩০টি আসন।

কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

বিশ্ববিদ্যালয়আসন 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
৩৩০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়৭০৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়৪৩১
পটুয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও
এনিম্যাল সাইন্সেস
বিশ্ববিদ্যালয়
২৪৫
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়১৫০

এছাড়াও,

BUP, MIST এবং IUT এর আসন সংখ্যা কত?

বিইউপি

বিইউপিতে বিজনেস স্টাডিজে ৫০০, কলা ও সামাজিক বিজ্ঞানে ৩৫০, সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ ২৫০ এবং বিজ্ঞান ও প্রযুক্ত অনুষদে ১৫০টি আসন রয়েছে।
  • MIST - ৫৭০
  • IUT -  ৫৫০
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺