বিঘা এবং কাঠা, জমি-জমা পরিমাপের কাজে প্রয়োজনীয় দুটি একক। এই দুটি এককের মধ্যে সম্পর্ক কি তা আমরা অনেকেই জানিনা। আজকে আমরা জানব এই বিঘা এবং কাঠার মধ্যাকার সম্পর্ক, এবং একই সাথে অনলাইন টুলের মাধ্যমে কনভার্ট বা রূপান্তরও করব সহজে। তাহলে শুরু করা যাক।
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ০.০৫ বিঘা
নিচের অনলাইন টুলের মাধ্যমে আমরা বিঘা থেকে কাঠা এবং কাঠা থেকে বিঘাতে রূপান্তর করতে পারব সহজে। ইনপুট অবশ্যই ইংরেজিতে দেবেন, নয়তো আউটপুট পাবেন না।
কাঠা থেকে বিঘায় রূপান্তরের সারণী
কাঠা | বিঘা |
১ | ০.০৫ |
২ | ০.১ |
৫ | ০.২৫ |
১০ | ০.৫ |
১৫ | ০.৭৫ |
২০ | ১ |
৩০ | ১.৫ |
৫০ | ২.৫ |
১০০ | ৫ |
১০০০ | ৫০ |
বিঘা থেকে কাঠায় রূপান্তরের সারণী
বিঘা | কাঠা |
১ | ২০ |
২ | ৪০ |
৩ | ৬০ |
৫ | ১০০ |
১০ | ২০০ |
২০ | ৪০০ |
৫০ | ১০০০ |
১০০ | ২০০০ |
২০০ | ৪০০০ |
৫০০ | ১০০০০ |
Tags:
Tools