অধিবর্ষ নির্ণয়ের ক্যালকুলেটর | Leap Year Calculator

আমাদের এই অনলাইন ক্যালকুলেটরের মাধ্যমে আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন একটি বছর অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা। নিম্নের দেওয়া টুলটিতে আপনি যে কোন সালকে পরীক্ষা করতে পারবেন যে তা অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা। এছাড়া আমরা আগামী ৩০ বছর পর্যন্ত কতগুলো লিপিয়ার রয়েছে সেগুলো একটি টেবিল আকারে দিয়ে দিয়েছি যাতে করে আপনি খুব সহজে তা খুঁজে নিতে পারেন।

যে সালকে নির্ণয় করতে চান তা নিচের ইনপুট ফিল্ডে আপনার ডিভাইসের কিবোর্ড থেকে ইনপুট করুন

...



যখন আপনি উক্ত ইনপুট ফিল্ড এ কোন সংখ্যাকে ইনপুট করবেন তখন আমাদের টুলটি সেটাকে পরীক্ষা করবে এবং নির্দেশ করবে সেটি অধিবর্ষ হতে পারে কিনা। এবং তা ফলাফল আকারে দেখাবে। আপনি যদি উক্ত ইনপুট ফিল্ডে সংখ্যার বদলে কোন অক্ষর অথবা কোন চিহ্ন ইনপুট করেন সেই ক্ষেত্রে আপনি ফলাফল পাবেন না। অবশ্যই আপনাকে সংখ্যাকে ইংরেজিতে ইনপুট করতে হবে।


লিপ ইয়ার বা অধিবর্ষ কাকে বলে?

আমরা সাধারণত এক বছরে বলতে 365 দিনকে বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে 365 দিনেরও একটু বেশি সময় প্রয়োজন হয়। ১ বছর মূলত 365 দিন এবং আরো একদিনের এক-চতুর্থাংশ নিয়ে গঠিত হয়। মূলত ৪ বছর পর ১ দিন পূর্ণ হয়। আর এই ১ দিন যে বছরে যুক্ত হয় তাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। অর্থাৎ লিপ ইয়ার বা অধিবর্ষতে 366 দিন হয়। এই ১ দিন যুক্ত হয় ফেব্রুয়ারি মাসে। অধিবর্ষতে ফেব্রুয়ারি মাসে ২৯ দিন হয়।

লিপ ইয়ার হওয়ার জন্য, বছরের সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হতে হবে। শতাব্দীর শেষ বছর বাদে কেননা একে 400 দ্বারা বিভাজ্য হতে হবে। এর অর্থ 2000 সালটি একটি অধিবর্ষ কিন্তু 1900 অধিবর্ষ না।

এই শতাব্দীর সকল সকল অধিবর্ষের লিস্ট নিচে দেওয়া হল:


2004
2008
2012
2016
2020
2024
2028
2032
2040
2044
2048
2052
2060
2064
2068
2072
2076
2080
2084
2088

আমাদের অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে কারো জন্ম যদি 29 ফেব্রুয়ারি হয় তবে তার জন্মদিন মূলত চার বছর পর পর পালন করা হবে। প্রকৃতপক্ষে বিষয়টা এমন নয়। লিগালি জন্মদিন পহেলা মার্চ হিসাব করা হবে। বিভিন্ন লিগ্যাল বিষয় যেমন ভোটাধিকার লাভ, গাড়ির লাইসেন্স করার ক্ষমতা অর্জন ইত্যাদি বিষয়গুলো মূলত পহেলা মার্চ হিসাব করে করা হবে। এছাড়াও জন্মদিন উদযাপন ওই হিসাব অনুযায়ী করা যায় আর যদি কোন বছর লিপ ইয়ার এসে যায় তবে সে ক্ষেত্রে ফেব্রুয়ারির 29 তারিখে জন্মদিন পালন করা হয়।

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺