অনেক সময়ই ছটাক থেকে কেজিতে রূপান্তর করার প্রয়োজন পরে আমাদের। বিশেষ করে গ্রামীণ কৃষিপণ্যের পরিমাপের সময়। এখন কেজি থেকে ছটাকে রূপান্তরের জন্য আমরা কনভার্টার যেমন ব্যবহার করতে পারি, তেমনি সরাসরিও নির্ণয় করতে পারি। সরাসরি নির্ণয় করতে চাইলে আমাদেরকে তাদের মধ্যাকার সম্পর্ক সম্পর্কে জানতে হবে।
১ কিলোগ্রাম = ১৭.১৪৭১৪৩৯২৮৮৩৯ ছটাক
নিচের টুলটি ব্যবহার করে কেজি থেকে ছটাকে রূপান্তর করা যাবে। অবশ্যই ইনপুট ইংরেজিতে দেবেন।
কেজি | ছটাক |
১ | ১৭.১৪৭১৪ |
২ | ৩৪.২৯৪২৮৭৯ |
৩ | ৫১.৪৪১৪৩ |
৫ | ৮৫.৭৩৫৭১৯৬ |
১০ | ১৭১.৪৭১৪ |
২০ | ৩৪২.২৯৪২৮৮ |
৫০ | ৮৫৭.৩৫৭১৯৬ |
১০০ | ১৭১৪.৭১৪ |
১০০০ | ১৭১৪৭.১৪ |
৫০০০ | ৮৫৭৩৫.৭১৯৬ |
কেজি থেকে ছটাকে রূপান্তর করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে জানান কমেন্ট করে।
Tags:
Tools