JavaScript সম্পর্কিত Free PDF বই Download করুন

বর্তমানে ওয়েব ডেভলপমেন্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট অন্যতম। ওয়েব ডেভলপমেন্টের ক্ষেত্রে এর ব্যবহার সবথেকে বেশি। এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক থাকার কারণে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়া এটিকে বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করা যায়। যেহেতু জাভাস্ক্রিপ্ট আমাদের ডেভলপমেন্টে অনেক বেশি সাহায্য করে থাকে এবং এটি  দিয়ে যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারব সেহেতু এ বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।


আজকের এই ব্লগ পোস্টে আমরা মূলত দেখাবো বেশকিছু জাভাস্ক্রিপ্ট সম্পর্কিত বই যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এগুলোকে ব্যবহার করে আপনি খুব সহজেই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন ফ্রেমওয়ার্ক সম্পর্কেও জানতে পারবে।

জাভাস্ক্রিপ্ট শেখার জন্য যদি আমরা বিভিন্ন ধাপ তৈরি করি তবে তার মধ্যে অন্যতম বেশকিছু ধাপ রয়েছে। যেমন: পিওর জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানা এরপরে বিভিন্ন JavaScript framework সম্পর্কে জানা এবং বিভিন্ন প্রজেক্ট তৈরি করা। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে আসলে কোন ধাপের পরে কোন ধাপে আমাদের এগোতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে বিভিন্ন জিনিস শিখতে হবে।

আপনি যদি আগে কখনো প্রোগ্রামিং না করে থাকেন এবং শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং এর মূল বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। যেমনঃ Variable, Function, Linking ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার জানতে হবে কারণ এগুলোর ব্যবহার অনেক বেশি।

আপনি যদি প্রোগ্রামিং এর মূল বিষয় গুলোকে না জানেন তবে কখনোই প্রোগ্রামিংয়ে ভালো হতে পারবেন না। অবশ্যই এজন্য আপনাকে মৌলিক বিষয়গুলো জেনে নিতে হবে একইভাবে কোনটি কাজ করে এবং কিভাবে আপনি কোন কিছুকে করতে পারবেন সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। নিম্নে জাভাস্ক্রিপ্ট সম্পর্কিত বিভিন্ন বইয়ের লিংক দেয়া হল:

  1. JavaScript® Notes for Professionals book
  2. JavaScript PDF book list (PDF Drive)
  3. JavaScript PDF Book List (Programming Books)

ফটোশপ বিষয়ক বই গুলোকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। লিংকগুলো থেকে বইগুলোকে ডাউনলোড করে খুব সহজেই যে কোন পিডিএফ রিডার দিয়ে পড়ে নিতে পারবেন। কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যেকোনো ধরনের প্রয়োজনে আমাদেরকে ফেসবুক পেজে জানাতে পারেন।

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺