১. মুহাম্মাদ আবদুল জলিল কম্পিউটার প্রশিক্ষণ নেয়। চাকুরির খোঁজ করতে গিয়ে সে আগে পত্রিকায় নজর রাখতো। কিন্তু তার এক বড় ভাইয়ের পরামর্শে সে এখন bdjobs.com, prothom-alojobs.com এও নজর রাখে। সে একদিন bdjobs এর মাধ্যমেই একটি প্রতিষ্ঠানে ভালো চাকরি পায়। এজন্য তাকে তার তথ্য ইন্টারনেটেই সাবমিট করতে হয়। অন্যদিকে তার চাচাতো ভাই দেশের বাইরে থেকে নিয়মিত দেশে টাকা পাঠায়।
ক) বিশ্বগ্রাম কী?
খ) "বিশ্বগ্রাম বর্তমান পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে!"- ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে বিশ্বগ্রামের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
ঘ) তার চাচাতো ভাইয়ের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া বর্তমানে তথ্য প্রযুক্তির কল্যাণে কতটা সহজ হয়েছে তা ব্যাখ্যা কর।
২. শাব্বীর একটি দুই দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহন করেন। সেখানে সে দেখেন প্রথম দিনের বক্তা আয়মান সাদিক কম্পিউটার, মডেম এবং মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রেজেন্টেশনের সাহায্যে বক্তব্য দিচ্ছেন। এতে শাব্বীর বেশ উপকৃত হয় কারণ অনেক কিছুই তার কাছে সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। রাতে সে বিটিভিতে শাইখ সিরাজের কৃষি দিবানিশি অনুষ্ঠানে দেখেন প্রান্তিক কৃষকরা এখন সরাসরি কৃষিবিদদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধান করে থাকেন।
ক) টেলি-কমিউনিকেশন কাকে বলে?
খ) রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর।
গ) আয়মান সাদিকের উল্লিখিত প্রযুক্তিসমূহ ব্যবহার করে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে?
ঘ) কৃষিবিদদের সাথে কৃষকদের সরাসরি কথা বলার প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের ছাত্র রাকিব আল হাসান জয় বাল্যবিবাহ এবং যৌতুকের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণধর্মী একটি লেখা অনলাইন ই-ম্যাগাজিন 'অদ্রিশিখর'-এ প্রকাশ করে। তার বন্ধু সাকিব অনাথ মেয়েদের প্রোফাইল দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে তা প্রকাশ করে তাদের বিয়ের ব্যবস্থা করে।
ক) ক্রায়োপ্রব কী?
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
গ) জয়ের কাজের সাথে বিশ্বগ্রামের যে দিকটি সংশ্লিষ্ট তা ব্যখ্যা কর।
ঘ) জয় ও সাকিবের কাজে তথ্য প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার প্রভাব বিশ্লেষণ কর।
৪. রাসেল www.pathgriho.com এ থাকা ইজুকেশনাল কন্টেন্ট ব্যবহার করে ই-লার্নিং পদ্ধতিতে লেখাপড়া করে থাকে। পাশাপাশি বিভিন্ন ব্লগে লিখে অনলাইনে টাকাও উপার্জন করে। হাইটেক পার্কে গিয়ে বিশেষ যন্ত্রের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নভোথিয়েটারে গিয়ে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করে।
ক) স্মার্ট হোম কী?
খ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের ড্রাইভিং প্রশিক্ষণ ও মহাকাশ ভ্রমণ অভিজ্ঞতা তথ্য প্রযুক্তির আলোকে ব্যাখ্যা কর।
ঘ) ই-লার্নিং পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষাকে এবং অনলাইন মানুষের আয়কে আগের থেকে অনেক সহজতর করেছে- বিশ্লেষণ কর।
৫. নাঈমের হাতে টিউমার হওয়ায় সে মোবাইল অ্যাপ্লিকেশনে ডাক্তার দেখান। ডাক্তার তাকে নিকটস্থ কোনো হাসপাতালে যেতে বললে সে তাই করে। পরে সেখানকার ডাক্তার রক্তপাতহীন অপারেশনের মাধ্যমে নাঈমের হাতের টিউমারটি অপসারণ করেন।
ক) রোবোটিক্স কী?
খ) ন্যানোটেকনোলোজি ওষুধ শিল্পে কিভাবে অবদান রাখতে পারে ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের চিকিৎসা পদ্ধতির ধাপগুলো লেখ।
ঘ) তথ্যপ্রযুক্তি বর্তমান সময়ের চিকিৎসা ব্যবস্থা সহজতর করেছে- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
৬. ইয়াসিন মিঞা তার ৮ বিঘা জমিতে একটি আমের বাগান করেন। এতে সে উন্নত জাতের উচ্চফলশীল আমের গাছ লাগান। এতে স্থানীয় কৃষিসম্প্রসারণ কর্মকর্তার সাথে আলোচনা করে উন্নতজাতের আমের গাছ সম্পর্কে পমারর্শ গ্রহন করেছিলেন। এছাড়া তিনি বিদেশেও আম রপ্তানী করেন এবং দেশে অনলাইনে বিক্রি করেন।
ক) CAD কী?
খ) ভার্চুয়াল রিয়েলিটি কী? ব্যাখ্যা কর।
গ) কৃষি কর্মকর্তাদের থেকে পরামর্শ গ্রহন প্রক্রিয়াকে তথ্য প্রযুক্তি কিভাবে সহজতর করেছে? আলোচনা কর।
ঘ) দেশে অনলাইনে আম বিক্রি এবং বিদেশে আম রপ্তানীতে বিশ্বগ্রামের ভূমিকা আছে কী? থাকলে কেমন ভূমিকা আছে? বিশ্লেষণ কর।
৭. হাসান সাহেব তার ছেলেকে একটি খেলনা রোবট কিনে দেন। একদিন সে রোবটটি নিয়ে খেলতে খেলতে টিভিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে পারে। সে তার বাবাকে এ সম্পর্কে জানলে তার বাবা তাকে বলে তাদের কাপড় ইস্ত্রি করার যন্ত্রটিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অংশ।
ক) ভার্চুয়াল রিয়েলিটি কী?
খ) ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের হাসান সাহেবের ছেলের খেলনাটির বৃহৎ ব্যবহার সম্পর্কে লিখ।
গ) কাপড় ইস্ত্রি করার যন্ত্রটিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ- বিশ্লেষণ কর।
প্রশ্নগুলোর পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।