এইচএসসি ২০২১ এবং ২০২২ এর জন্য শিক্ষামন্ত্রণালয় ইতোমধ্যেই সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করেছে। লম্বা সময় ঘরে বসে থেকে অনেক শিক্ষার্থীই কিছুটা হলেও লেখাপড়ার ট্র্যাক থেকে কিছুটা সরে গিয়েছে। ২০২০ এর মার্চ থেকে ঘরে বসে থাকা এইচএসসি ২০২১-এর শিক্ষার্থীদের এতোদিনে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিলো, কিন্তু শুরুই হয়নি! কবে হবে তাও জানা নেই! আর এইচএসসি ২০২২-এর শিক্ষার্থীরা সেই শুরু থেকেই অনলাইন ক্লাশই করে আসছে, ক্লাশরুমের বেঞ্চে বসে ক্লাশ করা হয়নি তাদের এখনো, অথচ পরীক্ষা হওয়ার কথা তাদেরও আগামী এপ্রিলে।
তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের প্রস্তুতিকে আরেকটু বেগবান করতে 'পাঠগৃহ নেটওয়ার্ক' নিয়ে এলো 'শর্ট সিলেবাসের বেস্ট সাজেশন' সিরিজ যার প্রথম প্রকাশ 'জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান)' এর সৃজনশীল অংশ। এই ই-বুকটিতে থাকছে সংক্ষিপ্ত সিলেবাসে থাকা প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আলাদা করে দেয়া। থাকছে অনুশীলনের জন্য একটি, দুটি কিংবা তিনটি করে সৃজনশীল প্রশ্নও।
বইটির ফ্রি ভার্সন (প্রিভিউ) দেখে নিন নিচের ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে। ফ্রি ভার্সনে মোট ১২ টি পৃষ্ঠা আছে, যেখানে মূল ই-বুকটিতে পৃষ্ঠা আছে ৫৪টি। প্রিভিউ দেখে ভালো লাগলে মূল বইয়ের জন্য যোগাযোগ করুন 'পাঠগৃহ নেটওয়ার্ক' এর সাথে।
এখন পর্যন্ত ডাউনলোড করা হয়েছে ... টি কপি
মূল ই-বুকটিতে কি কি আছে?
- মূল ই-বুকটিতে মোট ৫৪টি পৃষ্ঠা আছে।
- প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুসমূহ আলাদা করে উল্লেখ করা হয়েছে।
- প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে।
- জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর রয়েছে।
- বিষয় সংশ্লিষ্ট রঙিন ছবি যুক্ত করা আছে।
- এইচএসসি ২০২১ এবং ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস যুক্ত করা হয়েছে।
কিভাবে মূল ই-বুকটি পাব?
- মূল বইটি পাওয়ার জন্য বাংলাদেশি মূল্যে ২০ টাকা পে করতে হবে।
- ২০৳ মূল্যের এই বইটির জন্য আপনি পে করতে পারেন বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে।
- মূল্য পে করার জন্য আপনাকে আমাদের ফেসবুক পেজে নাম, ইমেইল এবং "আমি ই-বুকটি সংগ্রহ করতে চাই" ধরনের মেসেজ যুক্ত করে Send বাটনে ক্লিক করতে হবে।
- পাঠগৃহ নেটওয়ার্ক টিম আপনার সাথে আপনার প্রদত্ত মেইলের মাধ্যমে দ্রুত যোগাযোগ করে বিকাশ/রকেট/ নগদ নাম্বার প্রদান করবে।
- আপনি টাকা পে করে আমাদেরকে Transaction Number প্রদান কিংবা অন্য কোনোভাবে কনফার্ম করতে পারলেই মেইলে আপনাকে আপনার কপি পাঠিয়ে দেয়া হবে।
- আপনার যদি বিকাশ/রকেট এর মাধ্যমে টাকা পে করার সুযোগ না থাকে, তবে কোনো মসজিদ, মাদরাসা, এতিমখানা, দরিদ্র লোক, আস সুন্নাহ ফাউন্ডেশন, ইচ্ছেঘুড়ির মতো দাতব্য সংগঠনে সেই ২০৳ 'পাঠগৃহ নেটওয়ার্ক' এর নামে দান করার শর্তে সংগ্রহ করতে পারবেন ই-বুকটি।
- ই-বুকটির জন্য ২০৳ পে বা দান করার সামর্থ্য না থেকে থাকলে, আপনি তা উল্লেখ করে আমাদের ফেসবুকে পেজে জানান, মেইলে আপনাকে সহজ শর্তে/ফ্রিতে ই-বুকটি দিয়ে দেয়া হতে পারে।
'পাঠগৃহ নেটওয়ার্ক'এর সকল ই-বুক এবং মাসিক ম্যাগাজিন 'অদ্রিশিখর' সম্পর্কিত সকল আপডেট পেতে চাইলে তাও উল্লেখ করে দিন মেসেজে।