জমি পরিমাপের সময় হেক্টর, বর্গমিটার, বিঘাসহ ইত্যাদি একক আমরা ব্যবহারা করে থাকি। কিন্তু এদের মাঝের সম্পর্ক অনেকেই জানিনা। কত বর্গমিটারে এক হেক্টর, কত বিঘায় এক হেক্টর, এসব আমরা খুব কমই জানি। আজকে আমরা জানব, এক হেক্টর = কত বর্গমিটার এবং এক হেক্টর = কত বিঘা।
১ হেক্টর সমান কত বর্গমিটার?
এক হেক্টর = ১০,০০০ বর্গমিটার।
১ হেক্টর সমান কত বিঘা?
এক হেক্টর = ৭.৪৭৪৯ বিঘা।
হেক্টর থেকে বর্গমিটারে রূপান্তরের সারণী
হেক্টর | বর্গমিটার |
---|---|
১ | ১০,০০০ |
২ | ২০,০০০ |
৩ | ৩০,০০০ |
৫ | ৫০,০০০ |
১০ | ১,০০,০০০ |
২০ | ২,০০,০০০ |
৫০ | ৫,০০,০০০ |
১০০ | ১০,০০,০০০ |
৫০০ | ৫০,০০,০০০ |
১০০০ | ১,০০,০০,০০০ |
হেক্টর থেকে বিঘাতে রূপান্তরের সারণী
হেক্টর | বিঘা |
---|---|
১ | ৭.৪৭৪৯৩ |
২ | ১৪.৯৪৯৮৬ |
৫ | ৩৭.৩৭৪৬৫২৮ |
১০ | ৭৪.৭৪৯৩ |
২০ | ১৪৯.৪৯৮৬ |
৫০ | ৩৭৩.৭৪৬৫ |
১০০ | ৭৪৭.৪৯৩ |
২০০ | ১৪৯৪.৯ |
৫০০ | ৩৭৩৭.৪৬৫ |
১০০০ | ৭৮৭৪.৯৩ |
Tags:
Tools