HSC Botany: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ PDF

এ অধ্যায় শেষে আমরা যা যা সম্পর্কে জানব

  • নগ্নবীজী উদ্ভিদ
  • Cycas
  • Poaceae
  • Malvaceae

HSC Botany: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ PDF


গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা 'ক' নং প্রশ্ন

১. পুষ্প প্রতীক কি?

যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের সাপেক্ষে এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয়, তাই হলো পুষ্প প্রতীক।

২. বাংলাদেশে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কয়টি? 

- ৫ টি

৩. সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদে?

- Cycas নামক উদ্ভিদে।

৪. আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?

- যেসব সপুষ্পক উদ্ভিদের গর্ভাশয় থেকে উৎপন্ন ফলের অভ্যন্তরে বীজ আবৃত অবস্থায় থাকে, তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলে।

৫. পুষ্পপুট কী?

- বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, তখন এদেরকে একত্রে পুষ্পপুট বলা হয়।

৬. অমরা কি?

- গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, তাকে অমরা বলে। 

৭. জীবাশ্ম কাকে বলে?

- শিলাস্তরে সংরক্ষিত এমন কোনো নিদর্শন, যা প্রাগৈতিহাসিক কালের কোনো জীবের উপস্থিতির সাক্ষ্য বহন করে, তাকেই জীবাশ্ম বলে।

৮. অমরাবিন্যাস কি?

- গর্ভাশয়ের অভ্যন্তরে অমরার সজ্জাবিন্যাসই হলো অমরাবিন্যাস। 

৯. নগ্মবীজী উদ্ভিদ কাকে বলে?

- যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। 

১০. Ephedra উদ্ভিদে কোন ধরনের নিষেক দেখা যায়?

- দ্বিনিষেক।

১১. টেট্রাডিনেমাস কি?

- সাধারণত ৬ টি পুংকেশরের মধ্যে ৪ টি লম্বা এবং ২টি খাটো বলে তাকে টেট্রাডিনেমাস বলে।

১২. ডাইডিনেমাস কাকে বলে?

- সাধারণত চারটি পুংকেশরের মধ্যে দুটি লম্বা এবং দুটি খাটো হলে তাকে ডাইডিনেমাস বলে।


গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন বা 'খ' নং প্রশ্ন

১. নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ।

(পাঠ্যবইতে দেখুন)


২. Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? 

বর্তমানে জীবন্ত কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহ প্রাগৈতিহাসিক যুগে বিদ্যমান উদ্ভিদের (বর্তমানে জীবাশ্মে পরিণত হয়েছে এমন উদ্ভিদের) বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলে বর্তমানে জীবন্ত উদ্ভিদটিকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। Cycas উদ্ভিদটি যে Cycadales বর্গের অন্তর্গত, সেই বর্গের অধিকাংশ উদ্ভিদই বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে এখন শুধু জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এদের মধ্যে Cycas উদ্ভিদটি এখনো জীবীত। এজন্য একে জীবাশ্ম বলা হয়।


৩. প্লাসেন্টেশন কাকে বলে? / প্লাসেন্টেশন বলতে কি বুঝ?

প্লাসেন্টেশন শব্দটি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। একে অমরাবিন্যাস বলা হয় বাংলায়। গর্ভাশয়ের অভ্যন্তরে অমরার সজ্জাবিন্যাসই হলো প্লাসেন্টেশন। মার্জিনাল, এক্সাইল, প্যারাটাইল, বেসাল, ফ্রি সেন্ট্রাল ইত্যাদি বিভিন্ন প্রকার প্লাসেন্টেশন।


৪. কোরালয়েড মূল বলতে কি বুঝ?

সামুদ্রিক কোরালের মতো গঠনবিশিষ্ট Cycas এর মূলকে কোরালয়েড মূল বলে। Cycas এর প্রধান মূল নষ্ট হয়ে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট অস্থানিক মূল তৈরি করে। যা পরে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত হয়। ফলে এগুলো সামুদ্রিক কোরালের মতো আকার ধারণ করে। Cycas এর এধরনের মূলকে তখন বলা হয় কোরালয়েড মূল।


৫. Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।

  • উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ।
  • উপপত্র মুক্তপার্শ্বীয়।
  • পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত।
  • পুংকেশর বহু, এক গুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদন্ডের চারদিকে বেষ্টিত।


৬. নগ্নবীজী উদ্ভিদে ফল সৃষ্টি না হওয়ার কারণ কি?

এদের স্ত্রীরেণুপত্রে গর্ভাশয় তৈরি হয় না বলে কোনো ফল সৃষ্টি হয়না। ফলে এদের বীজও অনাবৃত থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে।


গুরুত্বপূর্ণ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বা 'গ' এবং 'ঘ' নং প্রশ্ন

  1. নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা কর
  2. Cycas এর মূলের বিশেষ গঠনের কারণ ব্যাখ্যা কর।
  3. আবৃতবীজী উদ্ভিদগোষ্ঠী বৈশিষ্ট্যগত দিক থেকে নগ্নবীজীদের থেকে অধিক উন্নত। - বিশ্লেষণ কর
  4. একবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের অন্তর্গঠনের পার্থক্য আলোচনা কর।
  5. Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখ।
  6. পুষ্পপ্রতীক অংকন।


অনুশীলনের জন্য ২টি সৃজনশীল প্রশ্ন

১. শোভাবর্ধক, বহুবর্ষজীবী, একলিঙ্গ উদ্ভিদ যা কোরালয়েড মূল বিশিষ্ট, কচি অবস্থায় কুন্ডলিত মুকুলাবস্থা প্রদর্শন করে এবং পুষ্পক উদ্ভিদের মধ্যে অনুন্নত। 

ক) ক্যাম্বিয়াম কি?

খ) ব্রায়োফাইটের বৈশিষ্ট্যগুলো লেখ।

গ) উদ্দীপকের উদ্ভিদটির জননাঙ্গের বর্ণনা কর।

ঘ) উদ্ভিদটির গঠনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।


২. শিক্ষক ব্যবহারিক পরীক্ষায় ছাত্রদের ২ প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য দেখালেন। এক প্রকার উদ্ভিদের বীজ অনাবৃত থাকে, অন্য প্রকার উদ্ভিদের বীজে আবরণ থাকে। ছাত্ররা উভয়ের মধ্যে মিল ও অমিল লক্ষ্য করলো।

ক) ঢেঁড়স কোন গোত্রভুক্ত?

খ) সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়?

গ) উদ্দীপকের প্রথম প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা কর।

ঘ) উদ্দীপকে উল্লেখিত ২য় প্রকারের উদ্ভিদগোষ্ঠী বৈশিষ্ট্যগতভাবে উন্নত- ব্যাখ্যা কর।

- ঢাকা বোর্ড, ২০১৭


PDF Download

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺