গতির সমীকরণ সমূহের প্রতিপাদন

গতির ৪ টি সমীকরণের প্রতিপাদন এসএসসি সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সূত্র পড়তে গেলে সেই সূত্র কিভাবে এলো তা জানা থাকলে সেই সূত্র কাজে লাগাতে ভালো লাগে, সহজ লাগে। তাহলে গতির ৪ টি সমীকরণের প্রতিপাদন দেখে নেয়া যাক।

গতির সমীকরণ সমূহের প্রতিপাদন

প্রথম সমীকরণ

`v = u + at`

ত্বরণ, বেগ এবং সময়ের সম্পর্ক স্থাপন করা এই সূত্রের প্রতিপাদন দেখা যাক। 


মনে করি, 

কোনো বস্তু `u` সমপরিমাণ আদিবেগ দিয়ে `a` সুষম ত্বরণে `t` সময় চলে `v` শেষ বেগ পায়। 

অর্থাৎ, `t` সময়ে বেগের পরিবর্তন = শেষবেগ - আদিবেগ

সুতরাং, একক সময়ে বেগের পরিবর্তন = (শেষবেগ-আদিবেগ)/সময়


আমরা জানি, একক সময়ে বেগের পরিবর্তনই ত্বরণ। সুতরাং আমরা পেলাম, 

`a=\frac{v-u}t`

বা, `v - u  = at`

সুতরাং, `v = u + at`


দ্বিতীয় সমীকরণ

`s=(\frac{u+v}2)t`

সরণ, বেগ এবং সময়ের মধ্যাকার সম্পর্কিত এই সূত্রটির প্রতিপাদন দেখা যাক।


মনে করি, 

কোনো একটি বস্তু `u` আদিবেগ নিয়ে  সুষম ত্বরণ `t` সময় চলে `s` দূরত্ব অতিক্রম করে। 

তাহলে বস্তুটির গড়বেগ = `(\frac{u+v}2)` [1 নং সমীকরণ]

আমরা জানি, বেগ = সরণ/সময় বা, `v=\frac {s}{t}` [2 নং সমীকরণ]


1 ও 2 থেকে পাই

`v' = v`

বা, `\frac {s}{t} = (\frac{u+v}2)`

সুতরাং, `s=(\frac{u+v}2)t`


তৃতীয় সমীকরণ

`s=ut+\frac{1}{2}at^2`

সরণ, বেগ, সময় এবং ত্বরণের মাঝে সম্পর্ক স্থাপনকারী এই সমীকরণটির প্রতিপাদন দেখা যাক।


মনে করি,

কোনো একটি বস্তু `u` আদিবেগ নিয়ে `a` ত্বরণে (সুষম ত্বরণ) `t` সময় চলে `v` বেগ প্রাপ্ত হয়।

আমরা জানি, বেগ = সরণ/সময় বা, `v=\frac {s}{t}`

এখান থেকে আমরা পাই, `s = vt`

বা, `s=(\frac{u+v}2)t` [v এর জায়গায় v-u বসিয়ে] ..... 1 নং সমীকরণ


আবার আমরা জানি, `v = u + at`..... 2 নং সমীকরণ

2 নং থেকে 1 নং-এ v এর মান বসিয়ে পাই, `s=(\frac{u+u+at}2)t`

বা, `s=\frac{2ut+at^2}2`

সুতরাং, `s=ut+\frac{1}{2}at^2`


চতুর্থ সমীকরণ

`v^2=u^2+2as`

বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক সৃষ্টিকারি গতির এই সমীকরণের প্রতিপাদন নিম্নরূপ।

মনে করি,
কোনো একটি বস্তু `u` আদিবেগ নিয়ে `a` সুষম ত্বরণ `t` সময় চলে `s` দূরত্ব অতিক্রম করে। 

আমরা জানি,
 `s = vt` এবং 
`s=(\frac{u+v}2)t` ... ... 1 নং সমীকরণ

আরও জানি, 

`v = u + at`

বা, `t=\frac{(v-u)}a`


 `t` এর মান 1 নং এ বসিয়ে পাই, 

`s=(\frac{u+v}2)(\frac{v-u}a)`

বা, `v^2=u^2+2as` [ক্যালকুলেশন করে।]


আরও পড়ুন:

  1. এসএসসি: গতি
  2. এসএসসি: ভৌত রাশি ও পরিমাপ

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺