পল্লীকবি জসিম উদ্দীনের লেখা 'আমার বাড়ি' কবিতায় কবি তার বন্ধুকে আপ্যায়নের জন্য যেসব আয়োজন ও খবারের কথা উল্লেখ করেছেন তা উল্লেখ করে কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য/বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে কিভাবে লেখা যেতে পারে তার একটি উদাহারণ এখানে দেয়া হলো।
প্রশ্ন
আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কি কি আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য/বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখ।
নমুনা উত্তর
বন্ধুকে আপ্যায়নের জন্য কি কি আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে?
জসিম উদ্দীনের লেখা 'আমার বাড়ি' কবিতায় কবি তার শহুরে কোনো বন্ধুকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। কবিতায় সে তার বন্ধুর আপ্যায়নের জন্য যে কয়েকটি খাবারের কথা উল্লেখ করছেন সেগুলো হলো,
- শালি ধানের চিঁড়ে
- বিন্নি ধানের খই
- কবরি কলা এবং
- গামছা-বাঁধা দই।
শালি ধানের চিঁড়ে দেব,বিন্নি ধানের খই,বাড়ির গাছের কবরী কলা,গামছা-বাঁধা দই।
আপ্যায়নের জন্য এই চারটি খাবারের কথা উল্লেখ করার পাশাপাশি আরও কিছু আয়োজনের কথাও উল্লেখ করেছেন। এক্ষেত্রে কবিত তার আনন্দ, বিনোদন, বিশ্রাম, অবসর সময় কাটানোর জন্য গ্রামীণ পরিবেশে প্রকৃতির সবথেকে কাছাকাছি থেকে কাটানোর ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেছেন।