ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া নিয়ে যত প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে কোর্স রয়েছে। বাংলাদেশের সব থেকে বৃহৎ বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধরা যায় শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের সমাজের অনেক ব্যক্তিবর্গের অনেক নেতিবাচক ধারণা রয়েছে। যেগুলো আসলে সম্পূর্ণ ভুল এবং আমাদের সমাজের উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনেকটাই বাধা সৃষ্টি করে।

National University Admission

এই লেখাটি পড়ার মাধ্যমে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ভালো দিক এবং খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং পরিশেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এটি আপনার জন্য ভালো নাকি খারাপ হবে এবং কোন কোন ক্ষেত্রে তা হবে।


শিক্ষার্থীদের জন্য সুবিধা

আমি যেই মুহূর্তে এই লেখাটি লিখছি তখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোন ধরনের পরীক্ষার প্রয়োজন হয়না। রেজাল্টের ভিত্তিতে মূলত ভর্তিগুলো সম্পন্ন হয়। আপনি বোর্ড পরীক্ষার ফলাফল অনুযায়ী বিভিন্ন বিষয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন। এবং আপনার ফলাফল অনুযায়ী আপনাকে মূলত সে সকল বিষয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে। আপনার রেজাল্ট অনুযায়ী মূলত কোন কলেজ এবং কোন বিষয়ে আপনি পড়তে পারবেন সেটা নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সময় আপনার আবেদনের সময় ও আবেদনের সিরিয়াল অনুযায়ী এগুলো হিসাব করা হয়ে থাকে।


এক্ষেত্রে শিক্ষার্থীদের কে দূর-দূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তি ভুগতে হয় না। এতে করে খুব সহজেই তারা নিজেদের পছন্দের বিষয়কে নিয়ে পড়তে পারে এবং বাসা থেকে কাছাকাছি কলেজ কে বেছে নিতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করার পিছনে আরেকটি একটি বড় কারণ হচ্ছে স্বল্প খরচে লেখাপড়া করা। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কম টাকার মধ্যে বেশ ভালো ভালো বিষয় নিয়ে আপনি পড়ালেখা করতে পারবেন। এই টাকার পরিমান খুব কম হওয়ার কারণে আর্থিকভাবে অসচ্ছল অনেক শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স সমূহ এক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে থাকে। কারণ এতে করে সবথেকে কম টাকার মধ্যে আপনি অনেক ভাল মানের কিছু কোর্স করতে পারবেন। যার মধ্যে কম্পিউটার সায়েন্স এবং বিবিএ অন্যতম। এই একই কোর্স করতে গেলে একটি সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় আপনাকে যে পরিমাণে অর্থ খরচ করতে হবে তার থেকে অনেক কম টাকার মধ্যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তা সম্পন্ন করতে পারবে।

আরো পড়ুন: ন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে সকল তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্ষেত্রে ঠিক সময়ে পরীক্ষা হয়ে থাকে। যার কারণে সেশনজটের পরিমাণ খুব কম হয়। যা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সুবিধাজনক। সেশন জটের ফলে আমাদের মূল্যবান সময় নষ্ট হয় এছাড়াও ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনায় বিভ্রাট ঘটে থাকে। যার কারণে সেশনজট শিক্ষার্থীদের জন্য অভিশাপস্বরূপ।


শিক্ষার্থীদের জন্য অসুবিধা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস একটু পুরনো ধরনের হয়ে থাকে, যার কারণে অনেক বিষয় পুরনো সিলেবাস অনুযায়ী পড়ানো হয়ে থাকে। অন্যতম উদাহরণ হিসেবে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কথা উল্লেখ করতে পারি। এখানে বর্তমানে এমন অনেক সাবজেক্ট যুক্ত করে দেওয়া হয়েছে যেগুলো আসলে এই মুহূর্তে তেমন আমাদের প্রয়োজন নেই। এমন অনেক বিষয় কে এখনো বাদ রাখা হয়েছে যেগুলো আসলে অন্য ইউনিভার্সিটিগুলোর কারিকুলামে যুক্ত করা হয়েছে। সুতরাং এই ধরনের বিষয়গুলো একটু বিব্রত করা হতে পারে।


ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত এমন অনেক কলেজ রয়েছে যেখানে ঠিকভাবে ক্লাস করানো হয় না। সেটা আসলে আরও একটি চিন্তার বিষয়। আপনি যেই কলেজে ভর্তি হন না কেন আগে থেকে খবর নিয়ে নেন ওই কলেজের ঠিক ভাবে পড়ানো হয় কিনা। এমন অনেক ক্ষেত্রে আপনি শুনবেন যে কলেজে ঠিক ভাবে পড়ানো হয় না কিন্তু প্রকৃতপক্ষে সেখানে শিক্ষার্থীদের নিজেদের বেশ কিছুটা দায়িত্বহীনতা দেখা যায়। এই ক্ষেত্রে শিক্ষা লাভের জন্য অবশ্যই নিজেরও একটু ইচ্ছা থাকতে হবে এবং শিক্ষকদের থেকে বুঝে নেওয়ার দক্ষতা অর্জন করে নিতে হবে।


এমন অনেক মানুষ রয়েছেন যারা ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে কোন ধরনের রিসার্চ না করে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারনা পোষন করেন। এবং তাদের ভাষ্যমতে ন্যাশনাল ইউনিভার্সিটি দুর্বল শিক্ষার্থীদের জন্য শেষ ভরসা। এ ধরনের ধারণা সম্পূর্ণরূপে ভুল, কেননা এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং তারা মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করে গিয়েছেন।


লেখাপড়া সম্পূর্ণভাবে নিজের কাছে। যদি আপনি নতুন কিছু শিখতে চান এবং নিজের স্কিল ডেভেলপ করতে চান তবে আপনার যথেষ্ট সময়ের প্রয়োজন। আর অযথা সময় নষ্ট করে না এমন প্রতিষ্ঠান যদি আপনি চান তবে অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের মধ্যে অন্যতম। বর্তমান যুগে সবার প্রথমে প্রয়োজন স্কিল। যেটা লাভ করার জন্য অবশ্যই আপনাদের সময় দিতে হবে এবং অনেক বিষয় শিখতে হবে।


কেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি তে ভর্তি হবেন

এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি তে পরীক্ষা দেওয়ার পরেও আমরা কোন সাবজেক্টে চান্স পাই না। যার কারণে আমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে কেননা তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার মতো টাকা হয়তোবা নেই। যেটা আসলে তাদের লেখাপড়া ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করে। এমত অবস্থায় অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার জন্য অনেক বড় একটি সাহায্যকারী মাধ্যম হতে পারে।

কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে প্রতিবছর বিভিন্ন শিক্ষার্থী মনে করে থাকেন ন্যাশনাল ইউনিভার্সিটি তে ভর্তি হবেন না। এবং যার কারণে তারা সেখানে এপ্লাই ও করেন না। অবশেষে যখন তারা কোন পাবলিক ইউনিভার্সিটি তে চান্স পান না এবং কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না তাদের মূলত শুধুমাত্র সময় নষ্ট হয়।


সময় নষ্ট করা কখনই বুদ্ধিমানের কাজ নয় সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। আর এই ক্ষেত্রে যখন আপনি আপনার ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন সেই মুহূর্তে শুধুমাত্র ভালো ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য সময় নষ্ট করাটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না।

অবশ্যই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি তে ভর্তি হয়ে থাকতে পারেন এবং পরবর্তীতে যখন পরীক্ষা হবে তখন আপনি আবার চেষ্টা করতে পারেন। যদি এবারও না হয় তবে অবশ্যই আপনার জন্য National University তো রয়েছেই। সেক্ষেত্রে আপনাকে সময়কে হারাতে হবে না। সুতরাং যখনই ন্যাশনাল ইউনিভার্সিটির আবেদন পত্র দেওয়া হবে শুরুতেই আবেদন করে রাখুন। নিজের পছন্দমত কলেজকে বাছাই করে নিন। আপনার যদি ভালো রেজাল্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে চান্স পেতে পারেন এবং নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্টে চান্স পেতে পারেন।


উপসংহার

লেখাপড়ায় সম্পূর্ণ নিজের কাছে। যে সাবজেক্ট নিয়ে পড়ুন না কেন সেই সাবজেক্ট সম্পর্কে খুব ভালোভাবে ধারণার নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি পরীক্ষাতেও ভালো করবেন এমনকি পরবর্তীতে যদি আপনি ওই সাবজেক্ট এর উপরে বিশেষ করে চাকরি বা কোন ধরনের কাজ করতে চান তবে সেটাও পারবেন, এবং তাতে আপনি সফলও হবেন।
Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺