মণ এবং কেজি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ দুটি হিসাব। সাধারণত আমরা যখন ধান, চাল কিংবা জবাইকৃত পশুর মাংসের হিসাব করি তখন তা মণে হিসাব করি। আমাদের মধ্যে একটি ধারণা আছে যে, এক মণ সমান ৪০ কেজি। আসলে কথাটি ভুল। এক মণ সমান ৪০ কেজি না, এক মণ সমান ৪০ সের। সের আর কেজির মধ্যে পার্থক্য আছে।
এই টুলটি ব্যাবহার করে মণ থেকে কেজি এবং কেজি থেকে মণে সহজেই রূপান্তর করতে পারবেন।
১ মণ = ৩৭.৩২৪ কেজি
১ কেজি = ০.০২৬৭৯ মণ
তাহলে চলুন আমরা টুলটি ব্যবহার করে রূপান্তর করি। এক্ষেত্রে ইনপুট দেয়ার সময় তা ইংরেজিতে লিখবেন, নয়তো আউটপুট পাবেন না।
মণ থেকে কেজি সারণী
মণ | কেজি |
১ | ৩৭.৩২৪ |
২ | ৭৪.৬৪৮ |
৩ | ১১১.৯৭২ |
৫ | ১৮৬.৬২ |
১০ | ৩৭৩.২৪ |
২০ | ৭৪৬.৪৮ |
৩০ | ১১১৯.৭২ |
১০০ | ৩৭৩২.৪ |
২০০ | ৭৪৬৪.৮ |
১০০০ | ৩৭৩২৪ |
কেজি থেকে মণ সারণী
কেজি | মণ |
১ | ০.০২৬৭৯২ |
২ | ০.০৫৩৫৮ |
৩ | ০.০৮০৩৭৭২৩ |
৫ | ০.১৩৩৯৬ |
১০ | ০.২৬৭৯২ |
২০ | ০.৫৩৫৮ |
৩০ | ০.৮০৩৭৭ |
১০০ | ২.৬৭৯২ |
২০০ | ৫.৩৫৮ |
১০০০ | ২৬.৭৯২ |
Tags:
Tools